এক ঝলক ( ১৯ নভেম্বর, ২০২১)

১ / ৮
শীতের সকালে কুয়াশার মাঝে সূর্যের অপেক্ষায় এক জোড়া সিপাহি বুলবুলি। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
২ / ৮
সনাতন ধর্মাবলম্বীদের রাসপূজায় ভক্তরা ব্যস্ত পূজা অর্চনায়। মদনমোহন ঠাকুরবাড়ি মন্দির, পালপাড়া, রংপুর, ১৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৮
পড়ে থাকা বকুল ফল খাচ্ছে বুলবুলি পাখি। এডওয়ার্ড পার্ক, বগুড়া শহর, ১৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৪ / ৮
আড়িয়াল খাঁ নদের ভাঙনে বরিশাল বিমানবন্দরের রানওয়ে-সংলগ্ন এলাকায় বিলীন হচ্ছে নদের তীরবর্তী এলাকা, রাস্তাঘাট। বকুলতলা, বাবুগঞ্জ উপজেলা, ১৯ নভেম্বর
ছবি: সাইয়ান
৫ / ৮
হেমন্তের কুয়াশা মাখা সকালে খেত থেকে ফুলকপি তুলেছেন কৃষক রেজাউল করিম। দীঘলকান্দি গ্রাম, বগুড়া সদর, ১৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ৮
শুক্রবার ছিল বৌদ্ধধর্মাবলম্বীদের মাসব্যাপী কঠিন চীবর দানের শেষ দিন। শেষ চীবর দানে বৌদ্ধধর্মাবলম্বীরা চীবর মাথায় নিয়ে বিহারে আসছেন। নোয়াপাড়া মহাযানী লুরি বৌদ্ধবিহার, দীঘিনালা, খাগড়াছড়ি, ১৯ নভেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৭ / ৮
শৌখিন মৎস্যশিকারিদের অংশগ্রহণে খুলনার ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কের পুকুরে বড়শি দিয়ে মাছ শিকারের প্রতিযোগিতা হয়। হাদিস পার্ক, খুলনা, ১৯ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ৮
প্রতিদিন অসংখ্য জেলে কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করেন কাপ্তাই হ্রদে। ছেঁড়া জাল মেরামত করছেন জেলেরা। লংগদু, রাঙামাটির, ১৯ নভেম্বর
ছবি:  সুপ্রিয় চাকমা