এক ঝলক (২০ডিসেম্বর, ২০২১)

১ / ১৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এলমা হত্যার বিচারের দাবিতে ঢাকা ইউনিভার্সিটি ধামরাই স্টুডেন্টস ফোরাম মানববন্ধন করেছে। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২০ ডিসেম্বর।
ছবি: সাজিদ হোসেন
২ / ১৯
স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজেসি) আলোচনা সভায় অতিথিরা। হোটেল ইন্টার কন্টিনেন্টাল, শাহবাগ, ২০ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার
৩ / ১৯
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজিত কার্যনির্বাহী কমিটির যৌথসভায় জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে কথা বলছেন সেলিনা হায়াৎ আইভী। ধানমন্ডি, ২০ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার
৪ / ১৯
শিশু যৌন নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় অতিথিরা। সিরডাপ মিলনায়তন, ঢাকা, ২০ ডিসেম্বর।
ছবি: শুভ্র কান্তি দাশ
৫ / ১৯
হলুদ শর্ষেখেতের হালট ধরে গ্রামীণ নারীরা ছুটে চলেছেন কাজে। কাওয়ালজানি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ২০ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
৬ / ১৯
শীতকালে নানা রোগে বয়স্ক ব্যক্তিদের পাশাপাশি শিশুরাও আক্রান্ত হচ্ছে বেশি। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুসহ অন্য রোগীদের ভিড়। ২০ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
৭ / ১৯
বাল্যবিবাহ প্রতিরোধে শপথ বাক্য পাঠ করাচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বেতছড়ি আকবর লিডার পাড়া, দীঘিনালা, খাগড়াছড়ি, ২০ ডিসেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ১৯
মৌলভীবাজারের রাজনগরের বালিগাঁওয়ে বিজয়মেলা ও লোকজ উৎসবে টায়ার খেলা। ১৯ ডিসেম্বর।
ছবি: প্রথম আলো
৯ / ১৯
নতুন বই সংগ্রহের কাজে ব্যস্ত শিক্ষক-কর্মচারীরা। উপজেলা চত্বর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, ২০ ডিসেম্বর
ছবি: বদর উদ্দিন
১০ / ১৯
ঘোড়ার গাড়িতে করে আমনের ফসল বালুঘাটা গ্রাম থেকে পৌর শহরের কৃষকের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। শেরপুর শহরের গড়কান্দা এলাকা থেকে তোলা। ২০ ডিসেম্বর
ছবি: আবদুল মান্নান
১১ / ১৯
ব্যাটারিচালিত যানবাহন উচ্ছেদ ৯ আধুনিকায়নসহ চার দফা দাবি নিয়ে শ্রমিক সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান। অশ্বিনীকুমার হল চত্বর, বরিশাল নগর, ২০ ডিসেম্বর
ছবি: সাইয়ান
১২ / ১৯
উপজেলা সদরের আদর্শ পাইলট উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রছাত্রীকে করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দাউদকান্দি উপজেলা পরিষদ, কুমিল্লা, ২০ ডিসেম্বর
ছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৯
পাহাড় থেকে পূর্ণিমার চাঁদ উপভোগ করছেন বিভিন্ন বয়সের পর্যটক। রুইলুই পর্যটন এলাকা, সাজেক, রাঙামাটি, ২০ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৯
বাঙ্গালী নদীতে জেগে উঠেছে বালুচর। সেখানে জমে থাকা পানিতে কাপড় ধুয়ে নিচ্ছেন নারীরা। বেড়েরবাড়ী গ্রাম, ধুনট উপজেলা, বগুড়া, ২০ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ১৯
উত্তরবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে। ফলে বেড়েছে শীতের গরম কাপড় বিক্রি। রাস্তার পাশে ফুটপাতে স্বল্পমূল্যে গরম কাপড় কিনতে ভিড় করছেন ক্রেতারা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ২০ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৬ / ১৯
রাজশাহী নগরের ১৭ নম্বর ওয়ার্ড বড়বনগ্রাম রায়পাড়ায় নালা দিয়ে পানি নামতে না পারায় রাস্তায় জলাবদ্ধতা। বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করছে মানুষ। বড়বনগ্রাম রায়পাড়া এলাকা, রাজশাহী, ২০ ডিসেম্বর
ছবি: শহীদুল ইসলাম
১৭ / ১৯
খ্রিষ্টধর্মাবলম্বীদের বড় উৎসব বড়দিন উদ্‌যাপন উপলক্ষে শুরু হয়ে গেছে নানা প্রস্তুতি। জিইসি মোড় এলাকা, পেনিনসুলা হোটেল, চট্টগ্রাম নগর, ২০ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ
১৮ / ১৯
৮ ডিসেম্বর খালে পড়ে মারা যায় পথশিশু কামালউদ্দিন। এর কয়েক মাস আগে নালায় পড়ে মারা যায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তারপরও মানুষের মধ্যে নেই সচেতনতা। বহদ্দারহাট এলাকা, চট্টগ্রাম, ২০ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল
১৯ / ১৯
বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষক ও কর্মকর্তারা। সকাল থেকে স্কুলে বই নিয়ে যেতে ব্যস্ত সময় পার করছেন তাঁরা। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, জামালখান এলাকা, চট্টগ্রাম, ২০ ডিসেম্বর
ছবি: সৌরভ দাশ