এক ঝলক (২১ জুন ২০২১)

১ / ২১
ঢাকা ওয়াসার পানির দাম বাড়ার প্রতিবাদসহ দুর্নীতি বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদের কর্মসূচি। ঢাকা, ২১ জুন।
ছবি: শুভ্র কান্তি দাশ
২ / ২১
বৃষ্টি থেকে বাঁচতে ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়েছেন মোটরসাইকেলচালকেরা। মগবাজার ফ্লাইওভার, ঢাকা, ২১ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ২১
বৃষ্টির কারণে সড়কে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পথচারীরা। শাহবাগ এলাকা, ঢাকা, ২১ জুন।
ছবি: তানভীর আহাম্মেদ
৪ / ২১
শখের বসে ২০০৮ সাল থেকে কবুতর পালেন ইলেকট্রনিকস ব্যবসায়ী হাবীব সাগর। আজ তাঁর সংগ্রহে যোগ হলো জার্মানির বিউটি হোমা নামের এক জোড়া নতুন কবুতর। বাজারে এই জাতের এক জোড়া কবুতরের মূল্য ৬ থেকে ১০ হাজার টাকা। আলিয়া মাদ্রাসা এলাকা, পাবনা, ২০ জুন।
ছবি: হাসান মাহমুদ
৫ / ২১
আষাঢ়ের ঝুম বৃষ্টি থেকে নিজের ছোট ব্যবসার জায়গাটি রক্ষা করতে চেষ্টা করছেন জোহরলাল দাস। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি রাজধানীর কারওয়ান বাজারের সড়কে রোদ কিংবা বৃষ্টিতে এভাবেই জুতা সারাইয়ের কাজ করে আসছেন। ঢাকা, ২১ জুন।
ছবি: দীপু মালাকার
৬ / ২১
ব্রিজের নানা স্থান খসে পড়েছে, তাতে লোহার পাত বসিয়ে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণ এই ব্রিজের ওপর দিয়ে চলছে ময়মনসিংহের চার জেলার ভারী যানবাহন। চায়না মোড় মুক্তিভাঙ্গা ব্রিজে, ময়মনসিংহ, ২১ জুন।
ছবি: আনোয়ার হোসেন
৭ / ২১
রংপুর থেকে তামাক বোঝাই করে আসা ঢাকা মেট্রো-ট-১৮-৮৯৪৫ নম্বরের একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। ভৈরফা অটলটিলা এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ২১ জুন।
ছবি: পলাশ বড়ুয়া
৮ / ২১
চীনা টিকা নেওয়ার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে ভয়েস অব বাংলাদেশি স্টুডেন্টস ইন চায়না। প্রেসক্লাব, ঢাকা, জুন ২১।
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ২১
পুরুষ সাহেব বুলবুলি।নাটোর থেকে ছবিটি সম্প্রতি তোলা
ছবি: মোছাব্বের হোসেন
১০ / ২১
হঠাৎ জেলায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। করোনার সংক্রমণ ঠেকাতে ১৭ থেকে ২৩ জুন পর্যন্ত জেলায় চলছে প্রশাসনের সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ। এর মধ্যেও বিধিনিষেধ মেনে চলায় উদাসীন মানুষ। গোধূলীবাজার, ঠাকুরগাঁও, ২১ জুন।
ছবি: প্রথম আলো
১১ / ২১
২০৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকাল থেকে ভোট গ্রহণ চলছে। বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ১২ নম্বর তিলক কলাডেমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে বৃষ্টির কারণে ভোটার উপস্থিত ছিল তুলনামূলক কম। এ ছাড়া করোনা পরিস্থিতির মধ্যে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি। ভোটকেন্দ্রে মাস্ক পরে আসার নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষ তা মানেননি। কাশিপুর, বরিশাল সদর, ২১ জুন।
ছবি: সাইয়ান
১২ / ২১
করোনা রোধে ফরিদপুরে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। পুলিশ ১৯টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে কাজ করছে। রাজবাড়ী রাস্তার মোড়, ফরিদপুর, ২১ জুন।
ছবি: আলীমুজ্জামান
১৩ / ২১
রংপুরে আজ ৭ম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ইয়োগা জোনের আয়োজনে বিভিন্ন রকমের যোগাসন দেখাচ্ছে এক কিশোরী সদস্য। রংপুর জিলা স্কুল চত্বর, ২১ জুন।
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ২১
সিলেট রেলওয়ে স্টেশন থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা। ভাঙা স্থানে জমেছে বৃষ্টির পানি। ভোগান্তি নিয়ে চলাচল করে যানবাহন। রেলওয়ে স্টেশন এলাকা, সিলেট, ২১ জুন।
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২১
কালীঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া, ভাড়াউড়া ও খাইছড়া চা–বাগান ও শ্রমিক কলোনির মধ্য দিয়ে বাইপাস পাকা রাস্তা নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছেন চা–শ্রমিকেরা। ভানুগাছ সড়কের বিটিআরআই চৌমুহনা, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২১ জুন।
ছবি: শিমুল তরফদার
১৬ / ২১
৭৩ বছর বয়সী কাজী মাশরুফার রহমান খুলনার বেসরকারি হাসপাতালে করোনার চিকিৎসা করাচ্ছিলেন। শ্বাসকষ্ট বেশি হলে তাঁকে নিয়ে আসা হয় খুলনা করোনা হাসপাতালে। খুলনা ১৩০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড হাসপাতাল, ২১ জুন।
ছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২১
রাঙামাটি কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় অসংখ্য ঝুঁকিপূর্ণ বসতি। খাড়া পাহাড়ের ওপর ও খাদে বসতঘরগুলো পাহাড় কেটে তোলা হয়েছে। ভারী বৃষ্টি শুরু হলে প্রতিমুহূর্ত ঝুঁকিতে থাকেন বাসিন্দারা। রাঙামাটি, ২১ জুন।
ছবি: সুপ্রিয় চাকমা
১৮ / ২১
দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল। অনলাইন ছাড়া এমনি কোনো ক্লাস করতে হয় না। তাই সময় পেলেই খেলায় মেতে ওঠে শিশুরা। উত্তর কাট্টলী এলাকা, চট্টগ্রাম, ২১ জুন।
ছবি: জুয়েল শীল
১৯ / ২১
আগে থেকেই সরকারিভাবে নিষিদ্ধ ছিল তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের। গতকাল রোববার এসব অবৈধ রিকশা নিষিদ্ধ ঘোষণা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ সকাল থেকে এ অবৈধ যান কুমিল্লা নগরের বিভিন্ন মোড়ে মোড়ে আটক শুরু করে ট্রাফিক পুলিশ। কান্দিরপাড় এলাকা, কুমিল্লা, ২১ জুন।
ছবি: এম সাদেক
২০ / ২১
আকাশ ঘিরেছে আষাঢ়ের কালো মেঘে। তাই চর থেকে গরু নিয়ে দ্রুত বাড়ি ফিরছেন এই কৃষক। চরাঞ্চলে কৃষিকাজের পাশাপাশি প্রায় প্রতিটি ঘরেই রয়েছে এমন গবাদিপশু। ঢালারচর, বেড়া, পাবনা, ২০ জুন।
ছবি-হাসান মাহমুদ
২১ / ২১
দক্ষিণ সুরমা উপজেলার জৈনপুর গ্রামে সবজিচাষি মো. নজরুল ইসলাম খেত থেকে পানি লতা তুলে তা বিক্রির জন্য প্রস্তুতি নিচ্ছেন। সিলেট, ২০ জুন।
ছবি: আনিস মাহমুদ