এক ঝলক (২১ ডিসেম্বর, ২০২১)

১ / ২১
চর এলাকায় উৎপাদিত বেগুন বিক্রির জন্য বাজারে নিয়ে আসা হয়েছে। শেরপুর সদর উপজেলার কামারেরচর বাজার
ছবি: দেবাশীষ সাহা রায়
২ / ২১
শিকারের অপেক্ষায় বসে আছে মাকড়সাটি। রায়েরমহল, খুলনা, ২১ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ২১
পাহাড়ে বেশ শীত পড়েছে। লেপ রোদে শুকাচ্ছেন গৃহবধূ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কংলাক হাইস্কুলপাড়া, ২১ ডিসেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২১
বান্দরবানের থানচি উপজেলার দুর্গম তিন্দুবাজার, ২১ ডিসেম্বর।
ছবি: প্রথম আলো
৫ / ২১
নছিমনের ওপর জবুথবু বসে মালামাল নিয়ে ছুটছেন কর্মজীবী মানুষ। ঢাকা-খুলনা মহাসড়ক, ২১ ডিসেম্বর
ছবি: এম রাশেদুল হক
৬ / ২১
দৌলতদিয়ায় পণ্যবাহী গাড়ির চাপ বেড়েছে। ফেরিতে ওঠার অপেক্ষায় লম্বা লাইন। দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায়। ২১ ডিসেম্বর।
ছবি: এম রাশেদুল হক
৭ / ২১
শহীদজায়া মুশতারী শফীর প্রতি শ্রদ্ধা নিবেদন। জাতীয় শহীদ মিনার, ২১ ডিসেম্বর।
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২১
সাংস্কৃতিক সংগঠন ‘বাংলার মুখ’ প্রতিষ্ঠার ৩২ বছর উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের বর্ণাঢ্য শোভাযাত্রা। ঢাকা, ২১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
৯ / ২১
জাতীয় প্রেসক্লাবে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’-এর সংবাদ সম্মেলন। ঢাকা, ২১ ডিসেম্বর।
ছবি: দীপু মালাকার
১০ / ২১
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিআরটিসির যৌথ অভিযান চলছে সংসদ ভবন এলাকায়। ঢাকা, ২১ ডিসেম্বর
ছবি: খালেদ সরকার
১১ / ২১
অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলায় টিকাকেন্দ্রে শিক্ষার্থীদের হুড়োহুড়ি। বাগেরহাট সদর হাসপাতাল টিকাকেন্দ্র, ২১ ডিসেম্বর
ছবি: ইনজামামুল হক
১২ / ২১
বাংলাদেশের ছোট পাখি সুইচোরা বা সবুজ বাঁশপাতি। লক্ষীপুর গ্রাম, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৩ / ২১
মেঘনা নদীর জলে দিনের প্রথম সূর্যের রশ্মি। ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠিরমাথা মাছঘাট, ভোলা, ২১ ডিসেম্বর
ছবি: নেয়ামতউল্যাহ
১৪ / ২১
কুয়াশাচ্ছন্ন দিনে মাঠ থেকে ধান কেটে ট্রলিতে ভরছেন কৃষকেরা। সাঘাটিয়া চরা, শাজাহানপুর উপজেলা, বগুড়া, ২১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১৫ / ২১
লটারিতে উত্তীর্ণ হওয়ার পরও বয়সসংক্রান্ত জটিলতায় জামালপুর জিলা স্কুলে ভর্তি না নেওয়ার অভিযোগে ১২টার দিকে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে বিক্ষোভ। ২১ ডিসেম্বর
ছবি: প্রথম আলো।
১৬ / ২১
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ১০টি ইউপিতে সাংসদের অবৈধ হস্তক্ষেপমুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীতে কুমিল্লা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন। ২১ ডিসেম্বর
ছবি:এম সাদেক কুমিল্লা
১৭ / ২১
সিলেট-ইনোভেটর আয়োজিত বই পড়া উৎসবে উপস্থিত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার, ২১ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৮ / ২১
আগাম জাতের আলু তোলা শুরু হয়েছে রংপুরে। পালিচড়া, সদর, রংপুর, ২১ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৯ / ২১
প্লাস্টিক বর্জ্যের দূষণ বেড়ে স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হচ্ছে। এই দূষণ থেকে রক্ষা পেতে প্লাস্টিকের পুনর্ব্যবহার করা প্রয়োজন। বিসিক শিল্প নগরী, কাউনিয়া, বরিশাল নগর, ২১ ডিসেম্বর
ছবি: সাইয়ান
২০ / ২১
রাজধানীর ফকিরাপুল এলাকায় টিসিবির ট্রাক থেকে ন্যায্যমূল্যে পণ্য কিনতে মানুষের দীর্ঘ সারি। ঢাকা, ২১ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
২১ / ২১
আবহওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে বিভিন্ন হাসপাতালে। ঢাকার শিশু হাসপাতালে জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্টের রোগীদের ভিড় দেখা যায়। ২১ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন