আলুখেতে পানি দেওয়ার পর সেচযন্ত্র নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক দম্পতি। লাহিড়ীহাট, সদর, রংপুর, ২১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
২ / ৬
কাপ্তাই হ্রদের অথই নীল জল, সবুজে ঢাকা পাহাড় আর খণ্ড খণ্ড মেঘের আনাগোনা। সকালে এমন রূপের দেখা মেলে পাহাড়ে। বালুখালী এলাকা, রাঙামাটি, ২১ নভেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৩ / ৬
3. পঞ্চম শ্রেণির ৩৬ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত হয়েছে মাত্র ৪ জন। এ চার শিক্ষার্থীকে পড়াচ্ছেন শিক্ষিকা শিউলি বিশ্বাস। দীঘিনালার কাঁঠালতলি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়, খাগড়াছড়ি, ২১ নভেম্বর। ছবি: পলাশ বড়ুয়া
৪ / ৬
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে বিএনপি জোট থেকে নির্বাচিত সাংসদ সদস্যরা মানববন্ধন করেন। জাতীয় সংসদ ভবন, ২১ নভেম্বরছবি: সাজিদ হোসেন
৫ / ৬
অতিথিকক্ষে নির্যাতন রোধে ও গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশের দাবিতে আন্দোলনরতদের ওপর হামলার প্রতিবাদ ও প্রজ্ঞাপন দিয়ে হাফ পাশ নিশ্চিতকরণের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বিক্ষোভ সমাবেশ করে। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২১ নভেম্বরছবি: সাজিদ হোসেন
৬ / ৬
প্রথম আলো ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস আয়োজিত ‘গলা ও বুক জ্বালাপোড়ার প্রতিরোধ ও প্রতিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অতিথিরা। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল, মহাখালী, ঢাকা, ২১ নভেম্বরছবি: দীপু মালাকার