ঘূর্ণিঝড় আম্পানের ছয় মাস আগের আঘাত এখনো বয়ে বেড়াচ্ছে শহিদুল গাজী ও তার পরিবার। জোয়ারের পানি বাড়ির উঠানে উঠছে। মালামাল রক্ষার চেষ্টা করছেন এই নারী। কুড়িকাহনিয়া, আশাশুনি, সাতক্ষীরা, ২১ নভেম্বর।ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
হাওরে পানি কমেছে। তাই মাছ শিকারে নেমে পড়েছেন এই ব্যক্তি। সামাউড়াকান্দি হাওর, সিলেট, ২১ নভেম্বর।ছবি: আনিস মাহমুদ
৭ / ১৩
দোকানের মালামাল ফুটপাতে। অসুবিধায় পড়েছে পথচারীরা। জেলা ও দায়রা জজ আদালত এলাকা, বরিশাল, ২১ নভেম্বর।ছবি: সাইয়ান
৮ / ১৩
সাগরে এখন পুরোদমে মাছ ধরা চলছে। সাগর ও নদীতীরে জাল তৈরি ও মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা, চট্টগ্রাম, ২২ নভেম্বরছবি: সৌরভ দাশ