সামাজিক দূরত্বের নিয়ম তো দূরের কথা, বেশির ভাগ মানুষই মুখে মাস্ক ব্যবহার করছে না। হাজী মুহম্মদ মহসিন সড়ক, যশোর, ২১ মার্চছবি: এহসান-উদ-দৌলা
২ / ২২
যমুনার চরে এবার মিষ্টিকুমড়ার ফলন ভালো হয়েছে। সেখানে প্রায় ১২ বিঘা চরজুড়ে মিষ্টিকুমড়ার আবাদ করেছেন কৃষক সবুজ মিয়া। চরে পরিপক্ব হয়েছে মিষ্টিকুমড়া। কিন্তু বিক্রি করতে গিয়ে দাম কম পাচ্ছেন বলে জানান সবুজ মিয়া। পাইকারিতে প্রতিকেজি মিষ্টিকুমড়া ৬ থেকে ৮ টাকায় বিক্রি হচ্ছে। হাসনাপাড়া গ্রোয়েন এলাকা, সারিয়াকান্দি, বগুড়া, ২২ মার্চছবি: সোয়েল রানা
সারা বছরই খাওয়ার পানির কষ্টে থাকে রাজধানীর দনিয়া এলাকাবাসী। দুই বছর ধরে তারা ছনটেক এলাকার এ পানির পাম্প থেকে নিয়মিত পানি সংগ্রহ করে। ঢাকা, ২১ মার্চছবি: সাবিনা ইয়াসমিন
৫ / ২২
নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারিকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা, ২২ মার্চছবি: পিআইডি
৬ / ২২
চায়ের দোকানে থাকা এলপিজি সিলিন্ডারের ওপরেই চালানো হচ্ছে বুলডোজার। ফুটপাত দখলমুক্ত করতে কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এ উচ্ছেদ অভিযান চালায়। ঢাকা, ২২ মার্চছবি: দীপু মালাকার
৭ / ২২
মতিঝিল থানার পক্ষ থেকে শাপলা চত্বর এলাকায় মাস্ক বিতরণ করছেন পুলিশ বাহিনীর সদস্যরা। ঢাকা, ২২ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ২২
গ্রীষ্মকালে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে মানুষের চলাচলের ডিঙি নৌকাটি ডাঙায় উঠে রয়েছে। উত্তর কাটাছড়ি গ্রাম এলাকা, রাঙামাটি, ২২ মার্চছবি: সুপ্রিয় চাকমা।
৯ / ২২
রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য মানুষের অপেক্ষা। শেরেবাংলা নগর, ২২ মার্চছবি: তানভীর আহাম্মেদ
১০ / ২২
আবারও বেড়েছে করোনার প্রকোপ। কিন্তু সেই অনুযায়ী সচেতনতা দেখা যাচ্ছে না দৈনন্দিন আচরণে। টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের সামনের লাইনে কেউ মানছেন না সামাজিক দূরত্ব। কারওয়ান বাজার, ২২ মার্চছবি: সাইফুল ইসলাম
১১ / ২২
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানার সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না থাকা ব্যক্তিদের মাস্ক পরিয়ে দেওয়া হয় এবং কয়েকজনকে আর্থিক জরিমানাও করা হয়। ঢাকা, ২২ মার্চছবি: সাইফুল ইসলাম
১২ / ২২
গত ১৩ মার্চ ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলার সোনাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সংগীতশিল্পী পার্থ প্রতিম গুহ এবং হানিফ আহমেদ। ঘটনায় লরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সড়ক পরিবহন আইনের সংস্কার দাবিতে টাউন হল মাঠের সামনে মানববন্ধন করেন সাংস্কৃতিক কর্মীরা। কুমিল্লা, ২২ মার্চছবি: এম সাদেক
১৩ / ২২
সিডনিতে নিউ সাউথ ওয়েলস রাজ্যের কিছু এলাকা বন্যায় আংশিক ডুবে গেছে। ডুবে আছে গাড়িও। অস্ট্রেলিয়া, ২২ মার্চছবি: এএফপি
সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে সংক্ষুব্ধ সুনামগঞ্জবাসী শাহবাগ এলাকায় মানববন্ধন করেন। ঢাকা, ২২ মার্চছবি: সাজিদ হোসেন
১৬ / ২২
তিন দিন ধরে খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে কিডনি বিভাগের ডায়ালাইসিস যন্ত্র বিকল। দূরদূরান্ত থেকে নিয়মিত রোগীরা এসে বিপাকে পড়ে অনিশ্চয়তায় পড়ছে। শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল, খুলনা, ২২ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৭ / ২২
সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বগতি। ক্রেতাদের নাভিশ্বাস অবস্থা। এর মধ্যে টিসিবি তিন ধরনের পণ্য বিক্রি করছে। সেখানে চিনি ডাল পাওয়া গেলেও অল্প সময়ের মধ্যে ফুরিয়ে যাচ্ছে সয়াবিন তেল। তবুও চিনি ডাল কিনতে টিসিবির ট্রাকের সামনের ক্রেতাদের হুমড়ি খাওয়া অবস্থা। সার্কিট হাউস সংলগ্ন সড়ক, বগুড়া, ২২ মার্চছবি: সোয়েল রানা
১৮ / ২২
বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সংক্রমণের হাত থেকে বাঁচতে জাতীয় প্রেসক্লাবের সামনে ব্যক্তি উদ্যোগে উপদেশসহ সাধারণ মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরণ করছেন মোহাম্মদ নাসির উদ্দিন নামের এই ব্যক্তি। ঢাকা, ২২ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
গরমের হাত থেকে স্বস্তি পেতে ও তৃষ্ণা মেটাতে অনেকেই বেছে নেন রাস্তার পাশে থাকা ভ্রাম্যমাণ দোকানের শরবত। এসব শরবতের প্রতি গ্লাসের দাম পড়ে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। স্বাস্থ্যকর না হলেও মানুষ এ শরবত মানুষ পান করে। গুলিস্তান, ঢাকা, ২২ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
২১ / ২২
মাঠ থেকে চৈতালি ফসল মশুর সংগ্রহ করে মাড়াইয়ের জন্য বাড়ি ফিরছেন এক কৃষক। মালঞ্চী, পাবনা, ২২ মার্চছবি: হাসান মাহমুদ