১ / ১১
করোনা সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধ শেষ হয়েছে ১০ আগস্ট। চলতি মাসের ১৯ তারিখ থেকে খুলে দেওয়া হয়েছে পর্যটনকেন্দ্রগুলো। টাঙ্গুয়ার হাওরে এসব নৌকাতেই বেড়ান পর্যটকেরা। তাহিরপুর, সুনামগঞ্জ, ২৩ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
২ / ১১
করোনার টিকা নিতে ভোর থেকেই নারী-পুরুষের আলাদা লাইন। কেন্দ্র ছাড়িয়ে লাইন চলে যায় সড়কে। পুলিশ লাইনস কেন্দ্র, বগুড়া, ২৩ আগস্ট
ছবি: সোয়েল রানা
৩ / ১১
রাহাদী আশিকিন। দীর্ঘদিন ধরেই নিজ উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার কুকুরগুলোর দেখাশোনা করেন তিনি। তাঁকে কাছে পেয়ে কুকুরগুলো যেন আনন্দে মেতেছে। ঢাকা, ২৩ আগস্ট
ছবি: জাহিদুল করিম
৪ / ১১
বর্ষাকাল শেষ হলেও থামেনি বৃষ্টি। এরপরও পানি নেই নদীতে। নদীর জেগে ওঠা চরে ফুটবল খেলায় মেতেছে কিশোরের দল। কান্তজির মন্দিরসংলগ্ন ঢেপা নদীর চর, বীরগঞ্জ, দিনাজপুর, ২৩ আগস্ট
ছবি: রাজিউল ইসলাম
৫ / ১১
করোনা সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধের কারণে দীর্ঘদিন বন্ধ ছিল পাসপোর্ট অফিসের কার্যক্রম। অফিস খোলার পর থেকেই বিভিন্ন প্রয়োজনে সেখানে ভিড় করছেন মানুষ। এ সময় তাঁদের মধ্যে করোনা রোধে কোনো স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। এ কারণে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। কুমিল্লা, ২৩ আগস্ট
ছবি: এম সাদেক
৬ / ১১
জুম ফসলের ভরা মৌসুম এখন। জুমখেত থেকে ফসল তুলে বাড়ি ফিরছেন এই নারী জুমচাষি। বাঘাইছড়ি উপজেলা, রাঙামাটি, ২৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১১
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে নেওয়া হচ্ছে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার অন্যতম আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে। কক্সবাজার, ২৩ আগস্ট
ছবি: প্রথম আলো
৮ / ১১
কৃষকের কাছ থেকে কলা কিনে স্থানীয় পাইকারেরা এনেছেন হাটে। সেখান থেকে ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা কলা নিয়ে যাচ্ছেন। প্রতিটি কলার কাঁদি ব্যাপারীরা কিনছেন ৪০০-৫০০ টাকায়। দশমাইল কলার হাট, কাহারোল উপজেলা, দিনাজপুর ২৩ আগস্ট
ছবি: রাজিউল ইসলাম
৯ / ১১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের ভাঙন ঠেকাতে পাউবোর ফেলা জিও টিউব ব্যাগসহ প্রায় ৫০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। গোয়ালন্দ উপজেলা, রাজবাড়ী, ২৩ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
১০ / ১১
সিলেট রেলস্টেশন থেকে হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত যাতায়াতের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে। খানাখন্দে বৃষ্টির পানি জমে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। সিলেট, ২৩ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
১১ / ১১
ভাদ্রের ভ্যাপসা গরমে চাহিদা বেড়েছে হাতপাখার। নানা রঙের হাতপাখা তৈরি করে দোকানে সাজিয়ে রাখছেন বিক্রেতা আবদুল কাদের। প্রতিটি বিক্রি হয় প্রকারভেদে ৩০ থেকে ১০০ টাকায়। কাছারিবাজার, রংপুর, ২৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম