এক ঝলক (২৫ জানুয়ারি ২০১৮)

১ / ২০
সরিষা ফুলের মধু খেতে এসেছে একটি বর্ণিল প্রজাপতি। দুর্গাপুর, কুমিল্লা সদর দক্ষিণ, ২৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
সরিষা ফুলের মধু খেতে এসেছে একটি বর্ণিল প্রজাপতি। দুর্গাপুর, কুমিল্লা সদর দক্ষিণ, ২৪ জানুয়ারি। ছবি: এমদাদুল হক
২ / ২০
পথের ধারে বুনো ফুলে বসে আছে একটি বাড়ন্ত মথ। পৃথিবীতে প্রায় ১ লাখ ৬০ হাজার প্রজাতির মথের সন্ধান পাওয়া গেছে। চৌহাট্টা, সিলেট, ২৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
পথের ধারে বুনো ফুলে বসে আছে একটি বাড়ন্ত মথ। পৃথিবীতে প্রায় ১ লাখ ৬০ হাজার প্রজাতির মথের সন্ধান পাওয়া গেছে। চৌহাট্টা, সিলেট, ২৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
রাঙামাটিতে শীতের প্রকোপ কমেছে। সকালে অনেকটাই কুয়াশামুক্ত পাহাড়গুলো। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। ফুরোমোন, সাপছড়ি, রাঙামাটি, ২৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
রাঙামাটিতে শীতের প্রকোপ কমেছে। সকালে অনেকটাই কুয়াশামুক্ত পাহাড়গুলো। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হচ্ছে আকাশ। ফুরোমোন, সাপছড়ি, রাঙামাটি, ২৫ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
মিষ্টি রোদে ঝলমলে সরিষা ফুল। ফুলে বসেছে মৌমাছি। গজমতিকুন্ডা, পাবনা সদর, ২৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
মিষ্টি রোদে ঝলমলে সরিষা ফুল। ফুলে বসেছে মৌমাছি। গজমতিকুন্ডা, পাবনা সদর, ২৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
৫ / ২০
পড়ন্ত বিকেলের সূর্য। অনেকটা প্রদীপের মতো তার আলো। শিমুলকান্দি, সিলেট সদর, ২৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
পড়ন্ত বিকেলের সূর্য। অনেকটা প্রদীপের মতো তার আলো। শিমুলকান্দি, সিলেট সদর, ২৪ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৬ / ২০
বগুড়া জেলা জুড়ে এবার ১২২ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। কৃষকদের কাছ থেকে ব্যাপারীরা কোথাও খেতসহ আবার কোথাও মণ প্রতি গাজর কিনে নিচ্ছেন। কৃষক ইজাবর ইসলামের ১৩ শতাংশ জমি থেকে গাজর তুলছেন ব্যাপারীর লোকজন। জোড়গাছা হাট এলাকা, সদর, বগুড়া, ২৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
বগুড়া জেলা জুড়ে এবার ১২২ হেক্টর জমিতে গাজরের আবাদ হয়েছে। কৃষকদের কাছ থেকে ব্যাপারীরা কোথাও খেতসহ আবার কোথাও মণ প্রতি গাজর কিনে নিচ্ছেন। কৃষক ইজাবর ইসলামের ১৩ শতাংশ জমি থেকে গাজর তুলছেন ব্যাপারীর লোকজন। জোড়গাছা হাট এলাকা, সদর, বগুড়া, ২৪ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৭ / ২০
মাঠ থেকে খড়-কুটো সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারীরা। এসব খড়-কুটো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। মধ্যক্যাতুলি, গাবতলী, বগুড়া, ২৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
মাঠ থেকে খড়-কুটো সংগ্রহ করে বাড়ি ফিরছেন নারীরা। এসব খড়-কুটো জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। মধ্যক্যাতুলি, গাবতলী, বগুড়া, ২৫ জানুয়ারি। ছবি: সোয়েল রানা
৮ / ২০
দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও চলছে বোরো ধানের চাষ। যত দূর চোখ যায় শুধু বোরো খেত আর বোরো খেত। বাওরকান্দি হাওর, সিলেট, ২৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
দেশের বিভিন্ন স্থানের মতো সিলেটেও চলছে বোরো ধানের চাষ। যত দূর চোখ যায় শুধু বোরো খেত আর বোরো খেত। বাওরকান্দি হাওর, সিলেট, ২৫ জানুয়ারি। ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
খাগড়াছড়ির অনেক উপজেলায় সড়কপথ নেই। এসব এলাকায় দূরের পথ পার হওয়ার একমাত্র ভরসা নৌকা। ইঞ্জিনচালিত নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। চেঙ্গি ব্রিজ, মহালছড়ি, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
খাগড়াছড়ির অনেক উপজেলায় সড়কপথ নেই। এসব এলাকায় দূরের পথ পার হওয়ার একমাত্র ভরসা নৌকা। ইঞ্জিনচালিত নৌকায় করে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। চেঙ্গি ব্রিজ, মহালছড়ি, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১০ / ২০
সুইচোরা পাখির ইংরেজি নাম বি-ইটার। আর রাঙামাটি এলাকায় এ পাখি ‘বালু পেক’ নামে পরিচিত। খাবার নিয়ে নিজের গর্তে ঢুকছে একটি সুইচোরা। রাজবন বিহার এলাকা, রাঙামাটি, ২৪ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
সুইচোরা পাখির ইংরেজি নাম বি-ইটার। আর রাঙামাটি এলাকায় এ পাখি ‘বালু পেক’ নামে পরিচিত। খাবার নিয়ে নিজের গর্তে ঢুকছে একটি সুইচোরা। রাজবন বিহার এলাকা, রাঙামাটি, ২৪ জানুয়ারি। ছবি: সুপ্রিয় চাকমা
১১ / ২০
এই জুতো এক ধরনের বর্ণিল সামুদ্রিক মাছ বা প্যারট ফিশের চামড়া দিয়ে তৈরি। এ জুতো হাতে তৈরি করা হয়। গ্রাফিং, জার্মানি, ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
এই জুতো এক ধরনের বর্ণিল সামুদ্রিক মাছ বা প্যারট ফিশের চামড়া দিয়ে তৈরি। এ জুতো হাতে তৈরি করা হয়। গ্রাফিং, জার্মানি, ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
১২ / ২০
এভাবেই অতিরিক্ত মালামাল নিয়ে পাহাড়ি পথে চলে লক্করঝক্কর চান্দের গাড়ি। ঝুঁকি থাকলেও এভাবে পণ্য পরিবহন করতেই পাহাড়িরা অভ্যস্ত। চেঙ্গি ব্রিজ, মহালছড়ি, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
এভাবেই অতিরিক্ত মালামাল নিয়ে পাহাড়ি পথে চলে লক্করঝক্কর চান্দের গাড়ি। ঝুঁকি থাকলেও এভাবে পণ্য পরিবহন করতেই পাহাড়িরা অভ্যস্ত। চেঙ্গি ব্রিজ, মহালছড়ি, খাগড়াছড়ি, ২৪ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
১৩ / ২০
জাবিল পার্কে গেলে দেখা পাওয়া যাবে ‘দুবাই ফ্রেম’ নামের নতুন এই স্থাপত্যকর্মটির। এর উচ্চতা ১৫০ মিটার। দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
জাবিল পার্কে গেলে দেখা পাওয়া যাবে ‘দুবাই ফ্রেম’ নামের নতুন এই স্থাপত্যকর্মটির। এর উচ্চতা ১৫০ মিটার। দুবাই, সংযুক্ত আরব আমিরাত, ২৪ জানুয়ারি। ছবি: রয়টার্স
১৪ / ২০
সেচ পাম্প থেকে বের হচ্ছে পানি। এ শীতেও সেই পানিতে নেমে পড়েছে দুই শিশু। ভবানীপুর, পাবনা সদর, ২৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
সেচ পাম্প থেকে বের হচ্ছে পানি। এ শীতেও সেই পানিতে নেমে পড়েছে দুই শিশু। ভবানীপুর, পাবনা সদর, ২৫ জানুয়ারি। ছবি: হাসান মাহমুদ
১৫ / ২০
রংপুরে তিস্তার বালুচরে চরবাসীরা নানা জাতের সবজি চাষ করেছেন। খেতের আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। জয়রাম, গঙ্গাচড়া, রংপুর, ২৫ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
রংপুরে তিস্তার বালুচরে চরবাসীরা নানা জাতের সবজি চাষ করেছেন। খেতের আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। জয়রাম, গঙ্গাচড়া, রংপুর, ২৫ জানুয়ারি। ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২০
পুরান ঢাকার লালবাগ কেল্লার সীমানার মধ্যে অবৈধভাবে থাকা দুটি বাড়ি আজ বৃহস্পতিবার উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। লালবাগ, ঢাকা, ২৫ জানুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
পুরান ঢাকার লালবাগ কেল্লার সীমানার মধ্যে অবৈধভাবে থাকা দুটি বাড়ি আজ বৃহস্পতিবার উচ্ছেদ করেছে ঢাকা জেলা প্রশাসন। লালবাগ, ঢাকা, ২৫ জানুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
১৭ / ২০
নিপীড়নবিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মুখে কাপড় বেঁধে মানববন্ধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৫ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
নিপীড়নবিরোধী কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা মুখে কাপড় বেঁধে মানববন্ধন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ২৫ জানুয়ারি। ছবি: সাজিদ হোসেন
১৮ / ২০
বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফুলকি আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব। নৃত্য পরিবেশন করে ফুলকির শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ২৫ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ফুলকি আয়োজিত শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব। নৃত্য পরিবেশন করে ফুলকির শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিল্পকলা একাডেমি, চট্টগ্রাম, ২৫ জানুয়ারি। ছবি: সৌরভ দাশ
১৯ / ২০
সুপারিগাছের ওপাড়ে সূর্য অস্ত যাচ্ছে। সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। নিউজিল্যান্ড এলাকা, খাগড়াছড়ি, ২৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
সুপারিগাছের ওপাড়ে সূর্য অস্ত যাচ্ছে। সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। নিউজিল্যান্ড এলাকা, খাগড়াছড়ি, ২৫ জানুয়ারি। ছবি: নীরব চৌধুরী
২০ / ২০
সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ঢাকা, ২৫ জানুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ
সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রয়াত কথাসাহিত্যিক শওকত আলীর মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। ঢাকা, ২৫ জানুয়ারি। ছবি: শুভ্র কান্তি দাশ