গভীর রাতে মালবাহী তিন ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। চারজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। গড়ান চটবাড়ি, মিরপুর, ঢাকা, ২৫ মার্চছবি: হাসান মাহমুদ
২ / ১২
সকাল থেকে যানজট চলছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর বাসস্ট্যান্ড, দাউদকান্দি, কুমিল্লা, ২৫ মার্চছবি: আবদুর রহমান ঢালী
৩ / ১২
মনকাশাইর আশ্রয়ণ প্রকল্প বাংলাদেশের অন্যতম বৃহৎ আশ্রয়ণ প্রকল্প। ৪০০ গৃহহীন পরিবার এখানে বসবাস করবে। গৃহ নির্মাণের কাজ চলছে দ্রুতগতিতে। কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ২৫ মার্চছবি: মো. সোহরাব হোসেন
৪ / ১২
শুক্রবার সকাল থেকেই আটঘরে বসে সাপ্তাহিক হাট। স্থানীয় লোকজনের ভাষ্য, শত বছর আগে এখানে আটটি ঘরে সাপ্তাহিক বাজার গড়ে ওঠে। তাই লোকমুখে এই বাজারের নামকরণ হয়ে যায় আটঘর বাজার। কিন্তু এখন সেই আটটি ঘর আর নেই। আটঘর বাজার, নেছারাবাদ, ২৫ মার্চছবি: সাইয়ান
৫ / ১২
রাস্তার দুই পাশে সারি সারি আমড়াগাছ। হিমানন্দকাঠি, ঝালকাঠি, ২৫ মার্চছবি: সাইয়ান
৬ / ১২
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে ময়মনসিংহ সিটি করপোরেশনের উদ্যোগে সাত দিনব্যাপী বইমেলা চলছে। শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক, ময়মনসিংহ, ২৫ মার্চছবি: আনোয়ার হোসেন
৭ / ১২
গাছের প্রতিটি ডালে থোকায় থোকায় ঝুলছে পাকা–আধপাকা মালবেরি। যাকে স্থানীয়ভাবে বলা হয় তুত ফল। কুমিল্লা, ২৪ মার্চছবি: এম সাদেক
৮ / ১২
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা কিনে রিকশায় লাগাচ্ছেন এই রিকশাচালক। রংপুর, ২৫ মার্চছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
২৬ মার্চ উপলক্ষে খুলনার সড়কগুলো সাজানো হচ্ছে জাতীয় পতাকা দিয়ে। রয়েল মোড়, খুলনা, ২৬ মার্চছবি: সাদ্দাম হোসেন
১০ / ১২
গরমে হাঁপিয়ে ওঠা কুকুর মাঠে জমা পানিতে নেমে শীতল হওয়ার চেষ্টা করছে। জৈন্তাপুর, সিলেট, ২৬ মার্চছবি: আনিস মাহমুদ
১১ / ১২
সাতসকালেই সরগরম আলুর হাট। বেচাকেনা হওয়া আলু বস্তায় ভরছেন শ্রমিকেরা। জাত ও মানভেদে প্রতি মণ আলু ৩০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। বিবির পুকুর হাট, কাহালু, বগুড়া, ২৫ মার্চছবি: সোয়েল রানা
১২ / ১২
বাবার মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন মো. রাসেল। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের কাছে আজ ভোরে একটি বাসের চাপায় দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মী মো. ফারুক (৫৬) নিহত হন। ঢামেক মর্গ, ঢাকা, ২৫ মার্চছবি: দীপু মালাকার