সীমিত পরিসরে চলাচল শুরু করেছে দূরপাল্লার গণপরিবহন। মিলছে না আশানুরূপ যাত্রী। সায়েদাবাদ, ঢাকা, ২৫ মেছবি: হাসান রাজা
২ / ১৩
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল জোয়ার-জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। উঁচু সড়কে আশ্রয় নিয়েছে মানুষ। সেই সড়কও প্লাবিত হয়েছে। শান্তিরহাট, শিবপুর, ভোলা, ২৫ মেছবি: নেয়ামতউল্যাহ
৩ / ১৩
বেদেরা আড়িয়াল খাঁ নদের তীরে শায়েস্তাবাদ এলাকায় নৌকাতে বসবাস করে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে নদী থেকে সরে পাশের ছোট খালে অবস্থান নিয়েছে প্রায় ২৫টি পরিবার। তালতলি সেতু এলাকা, বরিশাল, ২৫ মেছবি: সাইয়ান
৪ / ১৩
বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর প্রতি শেষ শ্রদ্ধা জানান পুত্রবধূ আদবানা ও নাতনি অদ্রি। বাংলা একাডেমি, ঢাকা, ২৫ মেছবি: সাইফুল ইসলাম
৫ / ১৩
আবদুর রহমান শ্যালোচালিত যন্ত্রে চাল, তেল ও লবণের মিশ্রণ দিয়ে চিপস তৈরি করছেন। এক কেজি চালের চিপস তৈরি করতে নিচ্ছেন ৪০ টাকা। রাণীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
৬ / ১৩
বেশ জোরেশোরে বাতাস বইছে। বিশালকায় ঘুড়ি নিয়ে মাঠে ওড়াতে যাচ্ছে কয়েকটি শিশু। বলদিপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২৫ মেছবি: মঈনুল ইসলাম
মালিগাছা এলাকার কৃষক সাইফুল ইসলাম ধান কেটে ঘরে তুলছেন। পাবনা, ২৫ মেছবি: হাসান মাহমুদ
৯ / ১৩
আনারস বিক্রির জন্য ঝুড়িতে করে নিয়ে যাচ্ছেন একজন। রাঙামাটি, ২৫ মেছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৩
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে সুন্দরবনসংলগ্ন উপকূলে। জোয়ারে কপোতাক্ষ নদের পানি ফুঁসছে। দশহালিয়া, কয়রা উপজেলা, খুলনা, ২৫ মেছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৩
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। সদরঘাট, ঢাকা, ২৫ মেছবি: দীপু মালাকার
১২ / ১৩
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ অন্যান্য দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৫ মেছবি: সাইফুল ইসলাম
১৩ / ১৩
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীতে। সকাল থেকে গুঁড়ি বৃষ্টি ও থেমে থেমে ঝোড়ো হাওয়া হচ্ছে। কারওয়ান বাজার, ঢাকা, ২৫ মেছবি: সাবিনা ইয়াসমিন