নিজের বানানো বাসায় ডিম পাহারায় চারপাশে নজর রাখছে দুধরাজ পাখি দুটি। এর ইংরেজি নাম Asian Paradise Flycatcher। স্বর্গীয় পাখি হিসেবে পরিচিত এই পাখি। পুরুষ পাখিটি প্রাপ্তবয়স্ক হলে পালকের লালচে রং পরিবর্তন করে ধবধবে সাদা বর্ণ ধারণ করে জন্য এর নাম দুধরাজ। বনভূমি ও গাছপালা কমে যাওয়ায় পাখিটিকে আগের মতো আর দেখা যায় না। ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
এই ফুলের নাম ‘সোনাঝুরি লতা’। মূলত লতা জাতীয় এই গাছে ফুল ফোটার প্রথমদিকে হয় হালকা কমলা রঙের এবং ধীরে ধীরে গাঢ় ও উজ্জ্বল লালচে-কমলা রং ধারণ করে। অনেকে ‘কমলা সুন্দরীও’ বলেন। চুনিয়া গ্রাম, মধুপুর, টাঙ্গাইল, সাম্প্রতিক ছবি। ছবি: তপতী বর্মন
ব্যাটারিচালিত অটোরিকশার ভেতরে জায়গা নেই। মালামালে পূর্ণ সেটি। দুই যাত্রী ঝুঁকি নিয়ে পেছনে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছেন। মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি, ২৭ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
১১ / ২৮
বিদ্যুতের উঁচু খুঁটিতে উঠে ঝুঁকিপূর্ণ কাজ করছেন এক ব্যক্তি। মাটিরাঙ্গা বাজার, খাগড়াছড়ি, ২৭ এপ্রিল। ছবি: নীরব চৌধুরী
১২ / ২৮
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বগুড়ার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নওয়াববাড়ী সড়ক, বগুড়া, ২৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৩ / ২৮
ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে গুরুত্ব পেয়েছে এসব দুর্গন্ধযুক্ত ও ময়লা-আবর্জনায় ভরা ড্রেনেজ ব্যবস্থা পরিষ্কারের বিষয়টি। শিববাড়ি, ময়মনসিংহ, ২৮ এপ্রিল। ছবি: আনোয়ার হোসেন
১৪ / ২৮
পাতার আড়ালে ডালে চুপটি করে বসে আছে সুন্দর পতঙ্গটি। রায়রমহল, খুলনা, ২৮ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
১৫ / ২৮
গ্রামীণ বোরো খেতের আইল ধরে বিদ্যালয়ের পথে শিক্ষার্থীরা। পিরব, ক্ষেতলাল, জয়পুরহাট, ২৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৬ / ২৮
ফুটে থাকা সূর্যমুখী ফুল প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে। পুলিশ সুপার কার্যালয়, বগুড়া, ২৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৭ / ২৮
সড়কের ধারে রাজহাঁসকে খাওয়ানোর জন্য এনেছেন কিষানি রাহেলা বেগম। ছোট বেলঘরিয়া, শিবগঞ্জ, বগুড়া, ২৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা
১৮ / ২৮
পাখি ও চোরা শিকারির জাল থেকে মাছ রক্ষায় সমস্ত পুকুরে ঝুলিয়ে দেওয়া হয়েছে পলিথিন। রেলস্টেশন, সিরাজগঞ্জ, ২৮ এপ্রিল। ছবি: সাজেদুল আলম
১৯ / ২৮
সবজির জন্য পরিচিত পাবনার ঈশ্বরদীর সাহাপুর এলাকা। শীতকালীন সবজি মুলা এখন চাষ হচ্ছে গ্রীষ্মকালেও, ধুয়ে শুকানোর পর তা বাজারে বিক্রি হচ্ছে প্রতিমণ ৬০০ টাকায়। সাহাপুর, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
২০ / ২৮
প্রকৃতিতে বৈশাখের খর দাবদাহে কিছু ফুল চোখে প্রশান্তি দেয়। পাশাপাশি গাছে স্বমহিমায় ফুটে আছে তেমনই ফুল জারুল ও লাল কৃষ্ণচূড়া। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ২৭ এপ্রিল। ছবি: হাসান মাহমুদ
২১ / ২৮
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা জজ আদালত ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জজ আদালত ভবন এলাকা, নাটোর, ২৮ এপ্রিল। ছবি: মুক্তার হোসেন
২২ / ২৮
সকালেই ভ্যানে করে মুলা বিক্রির জন্য হাটে নিয়ে যাওয়া হচ্ছে। তেঘর, শিবগঞ্জ, বগুড়া, ২৮ এপ্রিল। ছবি: সোয়েল রানা
২৩ / ২৮
১২ কেজি ওজনের মৃগেল মাছটি হালদায় ধরা পড়েছে। শনিবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা প্রশাসন এলাকায়। হাটহাজারী, চট্টগ্রাম, ২৭ এপ্রিল। ছবি: প্রথম আলো