এক ঝলক (২ ডিসেম্বর ২০২১)

১ / ১১
আমিনবাজারে ৬ ছাত্র হত্যা মামলার রায়ে ৬০ আসামির মধ্যে ১৩ জনকে মৃত্যুদণ্ড ও ১৯ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। কারাগারে নেওয়ার আগে সাজাপ্রাপ্ত আসামিদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। জেলা ও দায়রা জজ আদালত, ২ ডিসেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ১১
পুলিশের বাধার পরও বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক ও নিহত শিক্ষার্থীদের স্মরণে মানববন্ধন ও নীরবতা পালন করেন। রামপুরা, ২ ডিসেম্বর
ছবি: সাজিদ হোসেন
৩ / ১১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০টি জাতীয় পতাকা নিয়ে ৩ আনসার ব্যাটালিয়নের ৫০ জন সদস্য ৫০ মিনিট ৩ কিলোমিটার পথ প্রদক্ষিণ করেন। খাগড়াছড়ির ছোট মেরুং এলাকা, দীঘিনালা, ১ ডিসেম্বর
ছবি: পলাশ বড়ুয়া
৪ / ১১
নৌকা তৈরির পর মাঝখানের ছোট ফাঁকাগুলো বন্ধের কাজ করেন হোমায়েত হাওলাদার। স্থানীয়ভাবে গাইন বা গাইনিমিস্ত্রি নামে পরিচিত তাঁরা। এই কাজে দক্ষ ব্যক্তিদের এ মৌসুমে বেশ কদর থাকে উপকূলে। বলেশ্বর নদপাড়, দক্ষিণ খোন্তাকাটা, বাগেরহাট, ২ ডিসেম্বর
ছবি: ইনজামামুল হক
৫ / ১১
নৌকায় করে মাছ ধরার জন্য নদীতে জাল ফেলছেন তিনজন মৎস্যজীবী। সুরমা নদীর কিনব্রিজ এলাকা, সিলেট, ২ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ১১
ফলাহারি পাখি বসন্ত বাউরি। বেশি গাছপালা রয়েছে এমন জায়গায় এদের আনাগোনা বেশি। গাছের মগডাল বেশি পছন্দ বসন্ত বাউরির। সুবিল খাল, উপশহর এলাকা, বগুড়া শহর, ০২ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ১১
করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর বৃহস্পতিবার শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষায় অংশ নিয়েছেন শিক্ষার্থীরা। সিলেট সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র, ২ ডিসেম্বর
ছবি: আনিস মাহমুদ
৮ / ১১
মালিবাগ থেকে রওনা দিয়ে সিটি কলেজ পরীক্ষাকেন্দ্রে আসতে যানজটের কারণে দেরি হয় প্রীতির। পরীক্ষাকেন্দ্রে দেরি করে আসায় তাঁকে বেশ কিছু সময় বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। ভেতরে প্রবেশ করতে না দিলে কেন্দ্রের সামনে থাকা উপস্থিত অভিভাবকদের চেষ্টায় অবশেষে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারেন তিনি। ঢাকা, ২ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ১১
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় কলার ব্যাপক আবাদ হয়। কলা বেচাকেনার জন্য সকালে চণ্ডিহারা এলাকায় হাট বসে। হাট থেকে কেনা কলা ট্রাকে তোলা হচ্ছে। চণ্ডিহারা এলাকা, শিবগঞ্জ উপজেলা, বগুড়া, ১ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
১০ / ১১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আতশবাজি। হাতিরঝিল, ঢাকা, ১ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
১১ / ১১
কুয়াশা ভেদ করে আলো ছড়াচ্ছে সুয্যিমামা। রেলপথ ধরে বাড়ির পাশের দোকানে যাচ্ছেন এই নারী। রামানন্দপুর, পাবনা, ১ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ