এক ঝলক (৩০ এপ্রিল, ২০২১)

১ / ১৪
নৌকা থেকে লবণ গুদামে নিয়ে যাওয়ার কাজ করছেন শ্রমিকেরা। সদরঘাট, চট্টগ্রাম, ৩০ এপ্রিল
ছবি: জুয়েল শীল
২ / ১৪
লকডাউনের মধ্যেও রাজধানীর মিরপুর রোডের নিউমার্কেট এলাকায় যানজট। ঢাকা, ৩০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ১৪
মাঠে পাকা ধান কাটতে ব্যস্ত কৃষিশ্রমিকেরা। সাধনাপুর বৌদ্ধবিহার, রাঙামাটি, ৩০ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৪
আমদানি করা গমের বস্তা জাহাজ থেকে মিলে নিচ্ছেন শ্রমিকেরা। প্রতিটি বস্তা নেওয়ার জন্য শ্রমিকেরা পাবেন ১০ টাকা ৫০ পয়সা করে। কেরোসিন ঘাট, নারায়ণগঞ্জ, ৩০ এপ্রিল
ছবি: দিনার মাহমুদ
৫ / ১৪
হাসপাতালে ভর্তির জন্য স্বামী আবদুর রহমানকে নিয়ে অপেক্ষা করছেন সাবিনা ইয়াসমিন। আবদুর রহমানের করোনা শনাক্তের পর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হসপিটাল থেকে তাঁকে করোনা বিশেষায়িত হাসপাতালে ভর্তি করাতে বলা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ৩০ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৬ / ১৪
নদীতে মাছ ধরার দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হয়েছে আজ শুক্রবার রাত ১২টায়। চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরতে নৌকা ও জাল মেরামত করে জেলেদের প্রস্তুতি। বহরিয়া, চাঁদপুর সদর, ৩০ এপ্রিল
ছবি: আলম পলাশ
৭ / ১৪
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী পণ্যবাহী গাড়ির লম্বা সারি। ক্লান্ত চালক এবং সহকারী গরম ও রোদের মধ্যে গাড়িতেই ঘুমিয়ে পড়েছেন। দৌলতদিয়া ক্যানাল ঘাট, ঢাকা-খুলনা মহাসড়ক, ৩০ এপ্রিল
ছবি: এম রাশেদুল হক
৮ / ১৪
তীব্র গরমে প্রাণীগুলো হাঁসফাঁস করছে। জলাশয়ে নামিয়ে গরুকে গোসল করাচ্ছেন এক কৃষক। মিরসরাই, চট্টগ্রাম, ৩০ এপ্রিল
ছবি: ইকবাল হোসেন
৯ / ১৪
জাতীয় মহাসড়কে উন্নয়নকাজ চলছে। এতে উড়ছে ধুলো। যাতায়াতে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। চন্ডীহারা, শিবগঞ্জ, বগুড়া, ৩০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১০ / ১৪
১৭ দিন চিকিৎসা শেষে করোনা নেগেটিভ এলে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭২ বছর বয়সী ফাতেমা বেগম। কিন্তু এখনো ফাতেমার শ্বাসকষ্ট রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ি ফিরছেন তিনি। খুলনার করোনা ১০০ শয্যাবিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতাল, ৩০ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১৪
গণপরিবহন বন্ধ থাকায় মহাসড়কে পাল্লা দিয়ে চলাচল করছে তিন চাকার অটোরিকশা। এতে পণ্যবাহী দূরপাল্লার যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে। শিবগঞ্জ, বগুড়া, ৩০ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১২ / ১৪
সড়কের পাশে সুদৃশ্য ফুলের বাগান। এর মধ্যে সিংহ, ভালুক, বানর ও হরিণের ভাস্কর্য। করোনায় মাস্ক ব্যবহারে সচেতনতার বার্তা দিতে এসব ভাস্কর্যের মুখেও লাগিয়ে রাখা হয়েছে মাস্ক। সাধুপাড়া, পাবনা, ৩০ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৪
কুষ্টিয়ায় কয়েক দিন ধরে প্রচণ্ড গরম পড়ছে। গরমে আরাম পেতে পানিতে দুরন্তপনায় মেতেছে কিশোর ও যুবকেরা। ঝালুপাড়া, কুষ্টিয়া, ৩০ এপ্রিল
ছবি: তৌহিদী হাসান
১৪ / ১৪
রাজধানীর ক্রিসেন্ট লেকের পানিতে ঝাঁপ দিচ্ছে এক শিশু। ঢাকা, ৩০ এপ্রিল
ছবি: শুভ্র কান্তি দাশ