এক ঝলক (৩ নভেম্বর, ২০২০)

১ / ১৭
আসছে ট্রেন, কিন্তু পারাপারে জন্য যেন তর সইছে না এই পথচারীর। জীবনের ঝুঁকি নিয়েই দিয়েছেন ভোঁ দৌড়। পথচারীদের অসচেতনতার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গতকাল রাজধানীতে পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। মগবাজার, ঢাকা, ৩ নভেম্বর
ছবি: দীপু মালাকার
২ / ১৭
তিন দফা দাবি নিয়ে ব্যাটারিচালিত রিকশাচালকদের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৩ নভেম্বর
ছবি: হাসান রাজা
৩ / ১৭
বকেয়া বেতন, চাকরি থেকে ছাঁটাই, শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করার দাবিতে গার্মেন্টস শ্রমিক সংহতির মানববন্ধন। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৩ নভেম্বর
ছবি: হাসান রাজা
৪ / ১৭
এই মেশিনেই ধান কাটা ও মাড়াই করা হয়। টেবুনিয়া, পাবনা, ৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৭
কয়েক দিনের বৃষ্টিতে হেলে পড়েছে ধানগাছ। সেই ধান খাওয়ার জন্য এসেছে ঘুঘু পাখি। কোরপাই, বুড়িচং, কুমিল্লা, ৩ নভেম্বর
ছবি: এম সাদেক
৬ / ১৭
কুয়াশা আর মেঘে ঢাকা পাহাড়ের সৌন্দর্য। সাজেক, বাঘাইছড়ি, রাঙামাটি, ৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৭
জেলহত্যা দিবস উপলক্ষে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের সমাধিতে রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের শ্রদ্ধা। কাদিরগঞ্জ, রাজশাহী, ৩ নভেম্বর।
ছবি: শহীদুল ইসলাম
৮ / ১৭
সেশনজটমুক্ত মেডিকেল শিক্ষাবর্ষসহ ৪ দফা দাবিতে সরকারি ও বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা রাজধানীর মহাখালী মোড়ে সড়ক অবরোধ করেন। আজ বেলা ১১টা থেকে শুরু হওয়া অবরোধের কারণে ওই এলাকায় দীর্ঘ যানজট দেখা দেয়।
ছবি: সাজিদ হোসেন
৯ / ১৭
পুলিশের আশ্বাসে সরকারি ও বেসরকারি মেডিকেলের শিক্ষার্থীরা বেলা সোয়া দুইটার দিকে সড়ক অবরোধ তুলে নেন। আজ রাজধানীর মহাখালী মোড়ে।
ছবি: সাজিদ হোসেন
১০ / ১৭
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বেভার কাউন্টির একটি কেন্দ্রে সূর্যোদয়ের পর পর লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় তাঁরা। পেনসিলভানিয়া, ৩ নভেম্বর
ছবি: রয়টার্স
১১ / ১৭
প্লাস্টিকের ড্রাম বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন তিনি। কাহালু, বগুড়া, ৩ নভেম্বর।
ছবি: সোয়েল রানা
১২ / ১৭
কচুরিপানা ফুল পেয়ে ভারি খুশি সে। কাহালু, বগুড়া, ৩ নভেম্বর।
ছবি: সোয়েল রানা
১৩ / ১৭
শিকারের অপেক্ষায় পাখিটি। বলরামপুর, পাবনা, ৩ নভেম্বর।
ছবি: হাসান মাহমুদ
১৪ / ১৭
ধানের শিষে শিশিরবিন্দু। চর শিবরামপুর, হেমায়েতপুর, পাবনা, ৩ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ১৭
করাতকলে বড় গাছগুলো কাটা হবে। মহালছড়ি, খাগড়াছড়ি, ৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
১৬ / ১৭
চেঙ্গী নদীর ওপর সেতু নির্মাণের জন্য পিলার তৈরির কাজে ব্যস্ত শ্রমিকেরা। মহালছড়ি, খাগড়াছড়ি, ৩ নভেম্বর
ছবি: নীরব চৌধুরী
১৭ / ১৭
ব্রুকলিন জাদুঘর কেন্দ্রে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা। ব্রুকলিন, নিউইয়র্ক, ৩ নভেম্বর
ছবি: রয়টার্স