এক ঝলক (৫ নভেম্বর, ২০২০)

১ / ১২
লালমনিরহাটে এক ব্যক্তিকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার প্রতিবাদে তাঁর নিজ এলাকার লোকজন শোকযাত্রা ও বিক্ষোভ করেন। শালবন, রংপুর, ৫ নভেম্বর।
ছবি: মঈনুল ইসলাম
২ / ১২
ছানাকে বুকে নিয়ে হাঁটছে মা বানর। পর্যটকদের ফেলে দেওয়া খাবার খুঁজছে সে। করম জল ইকো ট্যুরিজম, সুন্দরবন, খুলনা, ৫ নভেম্বর।
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ১২
বিএনপি নেতা তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যরা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ৫ নভেম্বর।
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ১২
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে চলছে চার লেনের উন্নয়নকাজ। এই কাজের জন্য সড়কজুড়ে ধুলাবালি উড়ছে। লাকসাম জংশন এলাকা, কুমিল্লা, ৫ নভেম্বর।
ছবি: এম সাদেক
৫ / ১২
মূল্যায়ন অ্যাসাইনমেন্টের বিষয়ে শিক্ষকের কাছ থেকে নির্দেশনা বুঝে নিচ্ছে শিক্ষার্থীরা। জগদীশ সারস্বত বালিকা উচ্চ বিদ্যালয়, বরিশাল, ৫ নভেম্বর।
ছবি: সাইয়ান
৬ / ১২
প্রথম আলো বন্ধুসভার আয়োজনে মেয়েদের আত্মরক্ষার কৌশলের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ঝিনাইদহ, ৫ নভেম্বর।
ছবি: প্রথম আলো
৭ / ১২
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরে ধানের ওপর জমেছে শিশির। পদ্মা পাড়, দোগাছি, পাবনা, ৫ নভেম্বর।
ছবি: হাসান মাহমুদ
৮ / ১২
সাভারের নবীনগর এলাকায় পরিবারটি থাকত। করোনার কোপে পরিবারটি গ্রামে ফিরতে বাধ্য হচ্ছে। গোয়ালন্দ, রাজবাড়ী, ৫ নভেম্বর।
ছবি: এম রাশেদুল হক
৯ / ১২
ফেরিওয়ালার কাছ থেকে তৈজসপত্র কিনছেন বাড়ির নারীরা। দিগারকান্দা, ময়মনসিংহ, ৫ নভেম্বর।
ছবি: আনোয়ার হোসেন
১০ / ১২
বাড়ির আঙিনার ফুটেছে লজ্জাবতী ফুল। মাসকান্দা, ময়মনসিংহ, ৫ নভেম্বর।
ছবি: আনোয়ার হোসেন
১১ / ১২
রাজধানীর গোলাপ শাহ মাজার এলাকায় শীতের পোশাক তৈরির জন্য উলের সুতা বিক্রি করছেন জামাল হোসেন। কেজিপ্রতি সুতা বিক্রি করছেন ৪০০ টাকায়। গুলিস্তান, ৫ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১২ / ১২
সাভার ও গাজীপুর থেকে কেরানীগঞ্জের জিনজিরা এলাকায় বিক্রির জন্য বিভিন্ন প্রজাতি ও আকৃতির বাঁশ আসে। এসব বাঁশ বিক্রি হয় ২০০ থেকে ৫০০ টাকায়। থানাঘাট, কেরানীগঞ্জ, ১ নভেম্বর
ছবি: দীপু মালাকার