এক ঝলক (৯ নভেম্বর, ২০২০)

১ / ১২
পাইকারি বাজার থেকে কেনা পেঁয়াজে চারা গজানোর উপক্রম হয়েছে। সেগুলো কেটে বিক্রির উপযোগী করছেন খুচরা বিক্রেতা। সেউজগাড়ী, বগুড়া, ৯ নভেম্বর
ছবি: সোয়েল রানা
২ / ১২
আসন্ন শীত মৌসুমের শুরুর সঙ্গে পথের ধারে ভাপা পিঠা বিক্রি শুরু হয়েছে। গরম-গরম পিঠা খেতে ভিড় করছে নানা বয়সী মানুষ। পূর্ব অভিরাম, রংপুর, ৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১২
উত্তরাঞ্চলে শীত বাড়তে শুরু করেছে। শহর থেকে লেপ-তোশক তৈরি করে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যবসায়ী। তাজহাট, রংপুর, ৯ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১২
শীতের কাপড়ের বেচাকেনা বেড়েছে পোশাকের দোকানগুলোয়। জেলা শহরের দোকান থেকে এসব পোশাক পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন উপজেলার ক্ষুদ্র দোকানিরা। হোসিয়ারি পট্টি, প্রেসক্লাব সড়ক, পাবনা, ৯ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
৫ / ১২
বিদেশি জুতা আমদানি বন্ধসহ বিভিন্ন দাবিতে বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি মানববন্ধন করে। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৯ নভেম্বর
ছবি: প্রথম আলো
৬ / ১২
নিজের খেতের সবজি পাতাকপি হাতে হাস্যোজ্জ্বল কৃষক আসাদুল। ফুলবাড়ি, গোদাগাড়ী, রাজশাহী, ৯ নভেম্বর
ছবি: শহীদুল ইসলাম
৭ / ১২
চট্টগ্রামে আগুনে একই পরিবারের সাতজনসহ মোট নয়জন দগ্ধ হয়েছেন। ইতিমধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট, চট্টগ্রাম, ৯ নভেম্বর
ছবি: জুয়েল শীল
৮ / ১২
চাপিলা মাছের শুঁটকি তৈরির কাজে কর্মরত এক শিশু। কাপ্তাই হ্রদ থেকে আহরিত চাপিলা মাছ শুকানোর পর নেওয়া হয় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে। কাট্টলী বাজার, লংগদু, রাঙামাটি, ৯ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
স্রোতহীন সুরমা নদীর জল, নদীতে নৌকায় ভেসে ভেসে জাল পেতে রাখছেন মাছশিকারি। চাঁদনীঘাট, সিলেট, ৯ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
১০ / ১২
সরকারের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে এবং মাস্ক পরতে বলা হয়েছে। অথচ অনেকেই এ ব্যাপারে উদাসীন। দক্ষিণ চকবাজার, বরিশাল, ৯ নভেম্বর
ছবি: সাইয়ান
১১ / ১২
দিনদুপুরে পদচারী-সেতুতে বসে প্রকাশ্যে মাদক নিচ্ছেন এক ব্যক্তি। রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকার এ পদচারী-সেতুটি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অভাবে দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছবিটি দুপুর ১২টায় তোলা। সদরঘাট, ঢাকা, ৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১২ / ১২
রাজধানীর পুরান ঢাকার সদরঘাট এলাকার পদচারী-সেতুটি রক্ষণাবেক্ষণের অভাবে দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটির ওপর দিয়ে নেওয়া হয়েছে বিদ্যুতের তার। এই তারের নিচ দিয়েই ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে পথচারীরা। সদরঘাট, ঢাকা, ৯ নভেম্বর
ছবি: দীপু মালাকার