কুয়াশাচ্ছন্ন শীতের সকাল

সারা দেশেই শীত পড়েছে। উত্তরাঞ্চলে কয়েক দিন ধরে শীত আবার বেড়েছে। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে প্রকৃতি। হিমেল হাওয়ার সঙ্গে কনকনে শীত অনুভূত হচ্ছে। জীবিকার তাগিদে বের হওয়া শ্রমজীবী মানুষেরা বিপাকে পড়েছেন। অন্যদিকে ঘন কুয়াশার কারণে মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তাই মহাসড়কের দূরপাল্লার যানবাহন চলছে ধীরগতিতে।

১ / ১০
কুয়াশায় ঢাকা শীতের সকাল। অদূরে কিছুই দেখা যায় না। শনিবার সকাল সাড়ে আটটায় বগুড়ার বাইপাস সড়কের ফুলদিঘী এলাকায়
ছবি: সোয়েল রানা
২ / ১০
ভোর থেকে কুয়াশাচ্ছন হয়ে পড়ে ঢাকা-আরিচা মহাসড়ক। কুয়াশার মধ্যে চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। এ কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। গতকাল রোববার সকালে মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায়
ছবি: আব্দুল মোমিন
৩ / ১০
মৌসুমের প্রথম ঘন কুয়াশা। সঙ্গে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো পড়ছিল। রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকায়
ছবি: এম রাশেদুল হক
৪ / ১০
ঘন কুয়াশার মধ্যে কৃষককে তাঁর খেতে শস্য বুনতে দেখা যায়। রোববার সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকায়
ছবি-এম রাশেদুল হক
৫ / ১০
মৌসুমের প্রথম ঘন কুয়াশার কারণে রোববার সকালে প্রায় দুই ঘণ্টার মতো রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলেনি। সকাল ৯টার দিকে কুয়াশা কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফেরি চালুর পর সকালে দৌলতদিয়া প্রান্তে যানবাহন নিয়ে ফেরিগুলো ঘাট ছেড়ে যাচ্ছে
ছবি: এম রাশেদুল হক
৬ / ১০
সারা দিনই ছিল কুয়াশায় ঢাকা। কুয়াশার আড়ালে সূর্যের দেখাও মেলেনি। গতকাল রাজধানীর ঢাকার কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ এলাকা
ছবি: হাসান রাজা
৭ / ১০
রংপুরে আজ সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ঘন কুয়াশায় আচ্ছন্ন ছিল পুরো জনপদ। কুয়াশাঘেরা সকালে কাজে যাচ্ছেন একদল মানুষ। নগরের চব্বিশহাজারি এলাকায়
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
শীত থেকে বাঁচাতে শিশুটিকে কম্বলে জড়িয়ে রেখেছেন মা। আজ সকাল সাড়ে সাতটার দিকে রংপুর শহরতলির অভিরাম এলাকায়
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১০
কুয়াশাচ্ছন্ন শীতের সকালে জমিতে লাঙল দিচ্ছেন এক কৃষক। ছবিটি রাজশাহীর পবা উপজেলার উজিরপুর এলাকায়
ছবি: শহীদুল ইসলাম
১০ / ১০
শীতের সকালে শিক্ষকের বাসায় পড়তে যাচ্ছে শিশুরা। রাজশাহীর পবা উপজেলার উজিরপুকর এলাকায়
ছবি: শহীদুল ইসলাম