জাফলংয়ে নেই চিরচেনা ভিড়
জল, বন, হাওর, নদী আর পাথর—প্রাকৃতিক সৌন্দর্যের এক মেলবন্ধন ঘটেছে সিলেটের গোয়াইনঘাটে। সীমান্তঘেঁষা উপজেলার পুরোটাই যেন এক পর্যটনকেন্দ্র। আর এই উপজেলাতেই সুপরিচিত পর্যটনকেন্দ্র জাফলং। সবুজ পাহাড়ের পাদদেশে পিয়াইন নদ, যেখানে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসছে স্বচ্ছ জলের ধারা। এই দৃশ্য উপভোগ করতে জাফলংয়ে আসেন পর্যটকেরা। ঈদের ছুটিতে মানুষের ঢল আরও বাড়ে। কিন্তু করোনা মহামারির কারণে সেখানে পর্যটকদের যেতে নিরুৎসাহিত করছে প্রশাসন। দোকানপাট ও রেস্তোরাঁগুলো বন্ধ। নেই চিরচেনা ভিড়। এ কারণে বিপাকে পড়েছেন জাফলংয়ে পর্যটকনির্ভর পেশার মানুষ। জাফলংয়ে এই চিত্র উঠে এসেছে আনিস মাহমুদের ছবির গল্পে।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০