দেদার বালু উত্তোলন

পাবনা ও কুষ্টিয়া জেলাকে পৃথক করেছে পদ্মা নদী। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কিছু অংশ রয়েছে এই নদীর পাড়ে। শুষ্ক মৌসুমে এই উপজেলার চরসাদিপুরের পদ্মা নদীর এলাকা থেকে অবৈধভাবে তোলা হয় বালু ও মাটি। এখানে নেই কোনো প্রশাসনিক নজরদারি। এ সুযোগে ইজারা ছাড়াই অবৈধভাবে বালু তুলে বিক্রি করছে একটি প্রভাবশালী মহল। সম্প্রতি ওই এলাকা থেকে ছবিগুলো তুলেছেন আলোকচিত্রী হাসান মাহমুদ।

১ / ৮
শুষ্ক মৌসুমে পদ্মার ধু ধু বালুচর। অবৈধভাবে নদীর বুক কেটে দেদার তোলা হচ্ছে বালু।
২ / ৮
নদীর বুকে চলাচল করে বালু পরিবহনকারী এসব ড্রামট্রাক।
৩ / ৮
প্রতিবছরই নদীর বিভিন্ন স্থান থেকে তোলা হয় বালু।
৪ / ৮
শুধু বালু নয়, কোথাও কোথাও আবার কেটে নেওয়া হয় মাটিও। এসব মাটি চলে যায় ইটভাটায়।
৫ / ৮
বালু ও মাটি পরিবহনকারী ট্রাকের কারণে ভোগান্তিতে পড়েন পাবনা-কুষ্টিয়া চলাচলকারী যাত্রীরা। ঘটে দুর্ঘটনাও।
৬ / ৮
বালু ও মাটি পরিবহনকারী শত শত গাড়ি চলাচলের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক রাস্তা।
Hasan_Mahmud
৭ / ৮
প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালানো হয়। এ সময় চোখ এড়াতে রাতের আঁধারে চলে বালু উত্তোলন ও সরবরাহ।
Hasan_Mahmud
৮ / ৮
নদী থেকে মাটি ও বালু তোলার খননযন্ত্র (ভেকু)।