একঝলক (৩ আগস্ট ২০২২)

১ / ১৩
রাঙামাটি শহরের বনরুপা চৌমুহনীতে যানবাহনের ফাঁক দিয়ে সড়ক পার হচ্ছে শিক্ষার্থীরা। রাঙামাটি, ৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৩
ফেরি ছেড়ে দিতে র‌্যাম তুলে দেওয়া হচ্ছে। এরপরও ঝুঁকি নিয়ে ফেরিতে উঠছেন যাত্রীরা। দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাট, গোয়ালন্দ, রাজবাড়ী, ৩ আগস্ট
ছবি: এম রাশেদুল হক
৩ / ১৩
বাঁশের তৈরি কবুতরের খাঁচা বিক্রির জন্য বাজারে নেওয়া হচ্ছে। তালাগঞ্জ মধ্যবাজার, নালিতাবাড়ী শেরপুর, ৩ আগস্ট
ছবি: আবদুল মান্নান
৪ / ১৩
ছুটে আসছে ট্রেন। তবু ঝুঁকি নিয়ে ট্রেনলাইন পার হচ্ছেন এক ব্যক্তি। জোড়াগেট, খুলনা, ৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ১৩
বৃষ্টিতে পুকুরে চাচার ঘাড়ে চেপে সাঁতারের আনন্দে মেতেছে শিশু ফারিয়া। জোড়াগেট, খুলনা , ৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
৬ / ১৩
সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না বলে মাইকিং করে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই কাজ বন্ধ থাকায় বিভিন্ন এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা সড়কের বর্ধিত অংশে ক্রিকেট খেলায় মেতেছেন। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড, শান্তিধারা, সাইনবোর্ড, নারায়ণগঞ্জ, ৩ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৭ / ১৩
বিভিন্ন সময় মালিকবিহীন ও সঠিক কাগজপত্র না থাকায় আটক করা শত শত মোটরসাইকেল পড়ে আছে কুমিল্লা সদর দক্ষিণ থানার আঙিনায়। সেখানে এখন বুনো লতায় ভরে গেছে। কুমিল্লা, ৩ আগস্ট
ছবি: এম সাদেক
৮ / ১৩
ইউরিয়া সারের বর্ধিত মূল্য প্রত্যাহারসহ তিন দফা দাবিতে রংপুর নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বাসদ জেলা শাখা। রংপুর, ৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
উজান থেকে নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন জোবেদা বেগম। পশ্চিম ইচলী, লক্ষ্মীটারি, গঙ্গাচড়া, রংপুর, ৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
শাবককে বুকে আগলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে মা বানর। ভানুগাছ সড়ক, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ৩ আগস্ট
ছবি: শিমুল তরফদার
১১ / ১৩
সুলভ মূল্যে টিসিবির পণ্য কিনতে এসেছেন সাধারণ মানুষ। মুজগুন্নী কেসিসি মার্কেট, খুলনা, ৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৩
ফুল থেকে মধু আহরণ করছে প্রজাপতি। বিবির বাজার, কুমিল্লা ৩ আগস্ট
ছবি: এম সাদেক
১৩ / ১৩
পোকামাকড় থেকে রক্ষা পেতে খেতে কীটনাশক ছিটাচ্ছেন এক কৃষক। কিন্তু নিজেকে এই কীটনাশকের হাত থেকে সুরক্ষা দিতে মুখে মাস্ক পরেননি। কামারখাড়া গ্রাম, বুড়িচং, কুমিল্লা, ৩ আগস্ট
ছবি: এম সাদেক