একঝলক (২৭ মে ২০২৪)

১ / ১১
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝোড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থেকে বাঁচতে পলিথিন মুড়িয়ে বাইরে চলাচল করছেন কেউ কেউ। নীল ডুমুর, শ্যামনগর, সাতক্ষীরা, ২৭ মে
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১১
ঝোড়ো বাতাসে গাছ উপড়ে পড়েছে সড়কের ওপর। পটুয়াখালী-মির্জাগঞ্জ সড়কের চৌরাস্তা এলাকা, পটুয়াখালী, ২৭ মে
ছবি: শংকর দাস
৩ / ১১
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কের গাছ উপড়ে পড়েছে। পটুয়াখালী, ২৭ মে
ছবি: শংকর দাস
৪ / ১১
রিমালের প্রভাবে কুমিল্লায় ভোর থেকে কখনো ভারী, কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে ভিজছে একটি পাখি। অশোকতলা এলাকা, কুমিল্লা, ২৭ মে
ছবি: এম সাদেক
৫ / ১১
রিমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় গাছ উপড়ে পড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। হোয়ানক এলাকা, মহেশখালী, কক্সবাজার, ২৭ মে
ছবি: প্রথম আলো
৬ / ১১
ঝোড়ো বাতাসে ছাতা সামলাতে বেগ পেতে হচ্ছে এই তরুণীকে। ২ নম্বর রেলগেট এলাকা, নারায়ণগঞ্জ, ২৭ মে
ছবি: দিনার মাহমুদ
৭ / ১১
ঝোড়ো বাতাস ও বৃষ্টির মধ্যে ছাতা মাথায় ট্রলারে নদী পার হচ্ছেন লোকজন। খেয়া পারাপার ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২৭ মে
ছবি: দিনার মাহমুদ
৮ / ১১
এক ছাতার নিচে আশ্রয় নিয়ে বাড়ি ফিরছে তিন খুদে শিক্ষার্থী। হারাটি এলাকা, রংপুর, ২৭ মে
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১১
বৃষ্টির মধ্যে কাজ না পেয়ে বাড়ি ফিরে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। গোয়ালচামট এলাকা, ফরিদপুর, ২৭ মে
ছবি: আলীমুজ্জামান
১০ / ১১
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দিনভর দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ঝরছে। তাই লোকজন ছাতা নিয়ে পথ চলছে। শাহজালাল সেতু এলাকা, সিলেট, ২৭ মে
ছবি: আনিস মাহমুদ
১১ / ১১
বিক্রির জন্য হিমাগার থেকে আলু বস্তায় ভরা হচ্ছে। ময়নাকুঠি এলাকা, রংপুর, ২৭ মে
ছবি: মঈনুল ইসলাম