গাছের পাতার ওপর উড়ে এসে বসেছে একটি প্রজাপতি। জয়রা, মানিকগঞ্জ, ২৫ আগস্টছবি: আব্দুল মোমিন
৪ / ১৭
কাপ্তাই হ্রদের নীল পানিতে ছুটে চলেছে একটি নৌকা। মোরঘোনা বড়াদম, রাঙামাটি, ২৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১৭
গাছের ডালে ফল খেতে বসেছে একটি হরিয়াল পাখি। কাপ্তাই জাতীয় উদ্যান, রাঙামাটি, ২৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৭
বিক্রির জন্য বাজারে পাট নেওয়া হচ্ছে। পলাশিকান্দা, নকলা, শেরপুর, ২৫ আগস্টছবি: আবদুল মান্নান
৭ / ১৭
মেঠোপথে টায়ার নিয়ে খেলছে দুই শিশু। গঙ্গাচড়া, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
৮ / ১৭
জলাশয়ে ভাসছে হাঁসের ঝাঁক। দবিরগঞ্জ, উল্লাপাড়া, ২৫ আগস্টছবি: সাজেদুল আলম
৯ / ১৭
একহাতে ফুটবল আরেক হাতে দুরবিন নিয়ে বাড়ির সামনে খেলছে এক শিশু। মনোহর, রংপুর, ২৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
কাপ্তাই হ্রদের পানিতে একটি সাদা বক। রাঙ্গাপানি, রাঙামাটি, ২৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১১ / ১৭
‘সবার জন্য নিরাপদ পানি’ স্লোগান নিয়ে নোয়াখালীতে তরুণদের ম্যারাথন। সোনাপুর, নোয়াখালী, ২৫ আগস্টছবি: প্রথম আলো
১২ / ১৭
গ্রামের পথ ধরে শিক্ষার্থীদের দলবেঁধে বিদ্যালয়ে যাওয়া। ডলুপাড়া, বান্দরবান, ২৫ আগস্টছবি: মংহাইসিং মারমা
১৩ / ১৭
বাড়ির চালের ওপর বসে আছে এক জোড়া কবুতর। তংপ্রুপাড়া, বান্দরবান, ২৫ আগস্টছবি: মংহাইসিং মারমা
১৪ / ১৭
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ভাঙা অংশ এড়াতে দ্রুতগামী একটি পিকআপ ইজিবাইকের ওপর ওঠে গেলে ইজিবাইকের তিন যাত্রী প্রাণ হারান। জিলের ডাঙ্গা, ডুমুরিয়া, খুলনা, ২৫ আগস্টছবি: সাদ্দাম হোসেন
১৫ / ১৭
বিক্রির জন্য বাঁশের তৈরি পণ্য ভ্যানে সাজিয়ে ছুটেছেন একজন ব্যবসায়ী। ধরইল, চাটমোহর, পাবনা, ২৫ আগস্টছবি: হাসান মাহমুদ
১৬ / ১৭
বৃষ্টির পর আরও সতেজ হয়ে উঠেছে বরজের পান। কাঠি বেয়ে ওপরের দিকে উঠছে পরিণত পানগাছ। হরিপুর, চাটমোহর, পাবনা, ২৫ আগস্টছবি: হাসান মাহমুদ
১৭ / ১৭
বৃষ্টির পানি পড়ে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বাড়ির সীমানাপ্রাচীরে লাগানো পোর্টুলাকা/মস রোজ ফুল। অশোকতলা, কুমিল্লা, ২৫ আগস্টছবি: আবদুর রহমান