একঝলক (২৯ ডিসেম্বর,২০২৩)

১ / ১২
গোধূলিবেলায় মাইকে ক্রেতা ডাকছেন সবজি বিক্রেতা ইয়াছিন শেখ। ভ্যানে করে সবজি, মাছ, মসলা ও পান-সুপারি বিক্রি করেন তিনি। শান্তিনগর, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১২
বাগান থেকে থাই জাতের কুল সংগ্রহ করে বাছাই করছেন শ্রমিকেরা। পাইকারিতে প্রতি কেজি কুল ১২০ টাকা দরে বিক্রি করছেন বাগানমালিক। শিবপুর, নবাবগঞ্জ, দিনাজপুর, ২৯ ডিসেম্বর
ছবি: প্রথম আলো
৩ / ১২
সারি সারি গাছের ফাঁক দিয়ে আসা কুয়াশামাখা সড়কে গন্তব্যের পথে তাঁরা। সাজিয়াড়া, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১২
পাকা পেঁপের খোঁজে গাছে এসেছে পাখি। কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, ২৯ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
৫ / ১২
লাউ, টমেটো, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজির চারা ফেরি করে বিক্রির জন্য বের হয়েছেন এক বিক্রেতা। প্রতিটি চারা ১০ থেকে ১৫ টাকায় বিক্রি করেন তিনি। সাতমাথা, বগুড়া, ২৯ ডিসেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ১২
বাড়ির আঙিনায় নতুন ধান সেদ্ধ করছেন এক নারী। উত্তর চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী, ২৮ ডিসেম্বর
ছবি: আমজাদ হোসাইন
৭ / ১২
বেলা শেষে ডোঙায় ছাগল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। সাজিয়াড়া, ডুমুরিয়া, খুলনা, ২৯ ডিসেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১২
হাঁসকে খাওয়ানোর জন্য নদে নেমে শামুক খুঁজছেন দুই নারী। ভূরারঘাট, রংপুর, ২৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১২
মাটি দিয়ে পাত্র তৈরিতে ব্যস্ত মৃত্তিকাশিল্পী অম্বিকা পাল। দক্ষিণ মমিনপুর, রংপুর, ২৯ ডিসেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১২
মাছ শিকারের জন্য মাটিকাটা নদীর দুই পাড়ে পাতা হয়েছে জাল। কাওরাইদ, শ্রীপুর, গাজীপুর, ২৯ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
১১ / ১২
নিজের জমি নেই। তাই সড়ক বিভাজকের মাঝে থাকা মাটিতে শাকসবজি চাষ করেছেন দিনমজুর আবদুস সাত্তার। লাকসাম, উত্তরদা, কুমিল্লা, ২৯ ডিসেম্বর
ছবি: এম সাদেক
১২ / ১২
জাল বুনেছে মাকড়সা। মাকড়সার জালে জমা হয়েছে শিশিরবিন্দু। সাতকানিয়া সরকারি কলেজ সড়ক, চট্টগ্রাম, ২৮ ডিসেম্বর
ছবি: মামুন মুহাম্মদ