একঝলক (০১ মে ২০২৪)

১ / ১০
বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। প্রখর রোদ ও তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে কৃষিশ্রমিকেরা মাঠে ব্যস্ত। ধান কাটার পর দীর্ঘ পথ পাড়ি দিয়ে গৃহস্থের বাড়ি নিয়ে যাচ্ছেন তাঁরা। বলরামপুর এলাকা, রংপুর, ১ মে
ছবি: মঈনুল ইসলাম
২ / ১০
প্রখর রোদের মধ্যে সন্তানকে কোলে নিয়ে গবাদিপশু চরাতে মাঠে যাচ্ছেন এই নারী। হরিদেবপুর এলাকা, রংপুর, ১ মে
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১০
পেকে যাওয়া সূর্যমুখী খেত থেকে কেটে নিচ্ছেন কৃষক। সূর্যমুখীর ফুল থেকে বীজ ছাড়িয়ে নিয়ে তেল বানানো হবে। লবণচরা, খুলনা, ১ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ১০
রোদ থেকে রক্ষা পেতে খুঁটির সঙ্গে ছাতা বেঁধে এর ছায়ায় বসে শ্রমিক গাছের গুঁড়ি কাটছেন করাত দিয়ে। কেরানিহাট এলাকা, রংপুর, ১ মে
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১০
গ্রীষ্মকালের মৌসুমি ফল বাঙ্গি আকারভেদে প্রতিটি ২০–৫০ টাকায় বিক্রি হচ্ছে। জিলা স্কুল মোড়, রংপুর, ১ মে
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
পাখপাখালি থেকে লিচু রক্ষা করতে গাছের ওপর মেলে দেওয়া হয়েছে মশারি। ভদ্রা জামালপুর এলাকা, রাজশাহী, ১ মে
ছবি: শহীদুল ইসলাম
৭ / ১০
তীব্র তাপপ্রবাহের মধ্যেও মাথার ঘাম পায়ে ফেলে নিরন্তর কাজ করে চলেছেন শ্রমজীবী মানুষ। লতিফপুর এলাকা, কালিয়াকৈর, গাজীপুর, ১ মে
ছবি: মাসুদ রানা
৮ / ১০
জাটকা রক্ষায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা ও মেঘনা নদীতে মাছ ধরতে নেমেছেন জেলেরা। বড় স্টেশন এলাকা, চাঁদপুর, ১ মে
ছবি: আলম পলাশ
৯ / ১০
প্রখর রোদের মধ্যে কাজ শেষে বাড়ি ফিরছেন এক দল শ্রমিক। রোদ থেকে বাঁচতে সবাই মাথায় গামছা দিয়ে রেখেছেন। পদ্মাঘাট সড়ক, পাবনা, ১ মে
ছবি: হাসান মাহমুদ
১০ / ১০
ফুটপাতের এক ক্ষুদ্র ব্যবসায়ী গরম থেকে রক্ষা পেতে ছাতার সঙ্গে চার্জার ফ্যান চালিয়ে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। ইন্দারা মোড়, আবদুল হামিদ সড়ক, পাবনা, ১ মে
ছবি: হাসান মাহমুদ