বাড়ির পাশে পড়ে থাকা কলের লাঙলের ওপর খেলায় মেতেছে শিশুরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৮ জুলাইছবি: আলীমুজ্জামান
২ / ৮
যন্ত্রের সাহায্যে ভুট্টা মাড়াই করছেন লোকজন। বাজন খাঁর ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর, ৮ জুলাইছবি: আলীমুজ্জামান
৩ / ৮
পদ্মায় পানি বেড়ে ডুবে গেছে সড়ক। সড়কে জমে থাকা পানিতে নিজের রিকশা ধুয়ে নিচ্ছেন একজন চালক। বাজন খাঁর ডাঙ্গী, চর মাধবদিয়া, ফরিদপুর, ৮ জুলাইছবি: আলীমুজ্জামান
৪ / ৮
পদ্মায় পানি বাড়ায় তড়িঘড়ি করে কৃষকেরা খেত থেকে অপরিপক্ব পাট কেটে বিলের পানিতে জাগ দিচ্ছেন। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৮ জুলাইছবি: আলীমুজ্জামান
৫ / ৮
বৃক্ষরোপণের উপযুক্ত সময় বর্ষাকাল। নার্সারি থেকে আমের চারা নিয়ে সাইকেলে চাপিয়ে বিক্রির জন্য গ্রামে ঘুরছেন বিক্রেতা। প্রতিটি চারা ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি করবেন তিনি। নিমাইচড়া, চাটমোহর, পাবনা, ৮ জুলাইছবি: হাসান মাহমুদ
৬ / ৮
টব কিনে রিকশাভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে। সাহবাজপুর, রংপুর, ৮ জুলাইছবি: মঈনুল ইসলাম
পদ্মার তীরে অল্প পানিতে নেট জালের ফাঁদ পেতে মাছের রেণু সংগ্রহ করছেন এক ব্যক্তি। পরে এই রেণু দুই হাজার টাকা কেজি ধরে বিক্রি করা হবে। গোল ডাংগী, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৮ জুলাইছবি: আলীমুজ্জামান