একঝলক (১১ নভেম্বর, ২০২২)

১ / ৯
মাছ ধরা শেষে জালসহ সাইকেলে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। শিংগিমারী বিল এলাকা, রংপুর, ১১ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২ / ৯
শুকিয়ে গেছে তিস্তা নদী। জেগে উঠেছে চর। গঙ্গাচড়া, রংপুর, ১১ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৩ / ৯
তিন চাকার যান বন্ধের দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট আহ্বান করা হলেও ফরিদপুরের সমাবেশে যোগ দিতে বিএনপির নেতা-কর্মীরা এভাবে নছিমনে করে ফরিদপুরের দিকে রওনা করেন। ঢাকা-খুলনা মহাসড়ক, গোয়ালন্দ মোড় এলাকা, রাজবাড়ী, ১১ নভেম্বর
ছবি: এম রাশেদুল হক
৪ / ৯
রংপুরে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। আর চরাঞ্চলের ধান কাটা প্রায় শেষের দিকে। চরে ধান কেটে বাড়িতে নেওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে ঘোড়ারগাড়ি। মহিপুর এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ১১ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
৫ / ৯
ভেসপা মোটরসাইকেলপ্রেমীদের অংশগ্রহণে নগরে ভেসপা শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রার মাধ্যমে আত্মপ্রকাশ করে ভেসপা ক্লাব সিলেট। ৬০ বছরের পুরোনো ভেসপা থেকে শুরু করে হালের ভেসপাও ছিল এই আয়োজনে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, সিলেট, ১১ নভেম্বর
ছবি: আনিস মাহমুদ
৬ / ৯
গ্রামীণ হাটে নতুন ধানের আমদানি শুরু হয়েছে। প্রতি মণ (৪৪ কেজি) নতুন ধান ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। দুর্গাপুর হাট, কাহালু উপজেলা, বগুড়া, ১১ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৭ / ৯
দেখে শীতের কুয়াশাচ্ছন্ন সকাল মনে হলেও এই দৃশ্য আসলে ধুলাচ্ছন্ন ভাঙা সড়কের। প্রতিদিন এই সড়কে এভাবেই ধুলাবালুর মধ্যে চলছে যানবাহন ও পথচারী। এতে মানুষের যেমন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে, তেমনি ভাঙা সড়কে নষ্ট হচ্ছে যানবাহন। নগরের বারেকবিল্ডিং মোড়, চট্টগ্রাম, ১১ নভেম্বর
ছবি: জুয়েল শীল
৮ / ৯
বিএনপির বিভাগীয় গণসমাবেশ সামনে রেখে মহাসড়কে চেকপোস্ট বসিয়েছে ফরিদপুর ট্রাফিক পুলিশ। ব্রাহ্মণকান্দা, রাজবাড়ী রাস্তার মোড়, সদর উপজেলা, ফরিদপুর, ১১ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
৯ / ৯
কাজ শেষে শীতের সকালে খাবার খাচ্ছেন গাছিরা। বাইপাস সড়ক, কুষ্টিয়া, ১১ নভেম্বর
ছবি: তৌহিদী হাসান