একঝলক (৮ মার্চ, ২০২৪)

১ / ১৩
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাওয়ায় লোক-গবেষক সুমনকুমার দাশকে সম্মান জানাতে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান ‘লোকায়ত সখা’। অনুষ্ঠানটি শুরু হয় নৃত্যশৈলীর শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে। কবি নজরুল অডিটরিয়াম, রিকাবীবাজার, সিলেট, ৮ মার্চ
ছবি: আনিস মাহমুদ
২ / ১৩
মাসখানেক আগে বপন করা হয়েছিল ডাঁটাশাকের বীজ। বিক্রির উপযোগী হওয়ায় শাকগুলো তুলে স্থানীয় বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। মুন্সিগঞ্জ, ৮ মার্চ
ছবি: দিনার মাহমুদ
৩ / ১৩
বইমেলা উপলক্ষে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। সেখানে অংশ নেয় বিভিন্ন বয়সী শিশু। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর, মাগুরা, ৮ মার্চ
ছবি: প্রথম আলো
৪ / ১৩
চলছে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা। মাঠের পাশে স্তূপ করে রাখা হয়েছে পরীক্ষায় অংশগ্রহণকারীদের ব্যাগ। পুলিশ লাইনস মাঠ, পাবনা, ৮ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৩
ঢাকা ছেড়ে কুমিল্লায় যাচ্ছে একটি পরিবার। ট্রাকে করে সঙ্গে নিয়ে যাচ্ছে মালামাল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৮ মার্চ
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১৩
লক্ষ্মীপ্যাঁচা এখন খুব একটা চোখে পড়ে না। হঠাৎ একটি প্যাঁচার দেখা মেলে পলাশ ফুলের গাছের আড়ালে। নীলটুলী এলাকা, সদর উপজেলা, ফরিদপুর, ৮ মার্চ
ছবি: আলীমুজ্জামান
৭ / ১৩
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন নারী সংগঠন। হ্যাপির মোড় এলাকা, রাঙামাটি, ৮ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৩
মাটির বাসন তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুমাররা। কাদামাটি দিয়ে বাসন তৈরির পর তা রোদে শুকাতে দেওয়া হয়েছে। পালপাড়া, সদর উপজেলা, রংপুর, ৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৩
হাঁড়িভাঙা আমের গাছে মুকুল ধরেছে বেশ। এখন থেকেই মুকুল রক্ষায় পরিচর্যা চলছে। মুকুলে ভিটামিন-জাতীয় ওষুধ ছিটাচ্ছেন বাগানি আলমগীর হোসেন। পাইকারহাট, মিঠাপুকুর, রংপুর, ৮ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৩
পবিত্র রমজান মাসে মুড়ির চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। রমজানের আগে মুড়ির কারখানাগুলোয় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। বিসমিল্লাহ মুড়ির মিল, বিসিক শিল্পনগরী, কুমিল্লা, ৮ মার্চ
ছবি: এম সাদেক
১১ / ১৩
নারী দিবস উপলক্ষে মানববন্ধনের বিভিন্ন দাবিতে স্লোগান দেন অংশগ্রহণকারীরা। জাতীয় প্রেসক্লাবের সামনে, ঢাকা, ৮ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১২ / ১৩
জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে সমবেত সংগীত পরিবেশনা। জাতীয় নাট্যশালা, শিল্পকলা একাডেমি, ঢাকা, ৮ মার্চ।
ছবি : তানভীর আহাম্মেদ
১৩ / ১৩
নারীপক্ষ-এর ৪০ বছর পূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে চিরকুট ব্যান্ড। রবীন্দ্র সরোবর, ধানমন্ডি, ঢাকা, ৮ মার্চ
ছবি: জাহিদুল করিম