কাঠগোলাপ ফুলে বৃষ্টির ফোঁটা। নজিরেরহাট, রংপুর, ১৯ জুনছবি: মঈনুল ইসলাম
৩ / ২০
বাগান থেকে ঝুড়িভর্তি আনারস মাথায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে যাচ্ছেন দুই ব্যক্তি। চিম্বুক, বান্দরবান, ১৯ জুনছবি: মংহাইসিং মারমা
৪ / ২০
পাহাড়ি তিন কিষানি নিজের বাগানের আনারস বিক্রি করতে আসছেন গ্রাম শহরের বাজারে। কলেজ গেট, রাঙামাটি, ১৯ জুনছবি: সুপ্রিয় চাকমা
৫ / ২০
বৃষ্টিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে মহাসড়কে। গর্তে পানি জমে নাকাল অবস্থা। দুর্ভোগ সৃষ্টি হয়েছে যানবাহন চলাচলে। ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকা, ফরিদপুর, ১৯ জুনছবি: আলীমুজ্জামান
খাসিয়া ও গারো সম্প্রদায়ের মানুষের জীবিকা পান চাষ। পান বিক্রি করে তাঁদের সংসার চলে। দুর্গম পাহাড়ি বিভিন্ন এলাকার পুঞ্জি (খাসিয়া ও গারোদের গ্রাম) থেকে পানের ঝুড়ি কাঁধ ভারে করে হেঁটে নিয়ে এসে গাড়িতে তুলছেন শ্রমিকেরা। কর্মধা বাজার, কুলাউড়া, মৌলভীবাজার, ১৯ জুনছবি: কল্যাণ প্রসূন
১১ / ২০
‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আয়োজনে শুরু হয়েছে আন্তকলেজ ভলিবল প্রতিযোগিতা। শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠ, কুমিল্লা, ১৯ জুনছবি: আবদুর রহমান
সুনামগঞ্জে আইসিবিসি প্রকল্পের আওতায় শিশুদের সাঁতার শেখানোর জন্য প্রশিক্ষকদের কৌশল শেখানো হচ্ছে। শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ১৯ জুনছবি: খলিল রহমান
১৪ / ২০
মহাসড়কের পাশে ফুটেছে জুঁই ফুল। ফুলটি তার সুগন্ধ ও সৌন্দর্যের জন্য পরিচিত। সলঙ্গা, সিরাজগঞ্জ, ১৯ জুনছবি: সাজেদুল আলম
১৫ / ২০
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। ১২টি স্টলে বিভিন্ন দেশীয় ফল দিয়ে সাজানো মেলায় দর্শনার্থীরা। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, ফরিদপুর, ১৯ জুনছবি: আলীমুজ্জামান
১৬ / ২০
আমন ধানের বীজ বপনের জন্য বীজতলা তৈরি করছেন চাষি। পক্ষীফান্দা, রংপুর, ১৯ জুনছবি: মঈনুল ইসলাম
১৭ / ২০
গত বছর বৃষ্টির পানির অভাবে পাট জাগ দিতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে কৃষকদের। এ বছর বর্ষার প্রথম থেকেই পানিতে ভরে উঠছে জলাশয়গুলো। তাই জাগ দেওয়ার জন্য জমি থেকে পাট কাটা শুরু করেছেন কৃষক। রূপপুর, মালিগাছা, পাবনা, ১৯ জুনছবি: হাসান মাহমুদ
১৮ / ২০
গাছে ফুটেছে নাগলিঙ্গম ফুল। এই ফুলের আদিনিবাস দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে। তবে আমাদের এই অঞ্চলে দেখা মেলে এই ফুলের। কলেজ রোড, বরিশাল, ১৯ জুনছবি: সাইয়ান
১৯ / ২০
শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও এখন ইসরায়েল ও ইরানের যুদ্ধের খবর রাখেন সকলে। বর্ষাকালে গ্রামের ছোট্ট দোকানের টেলিভিশনে সেই খবর দেখছেন বিভিন্ন বয়সী গ্রামবাসী। খোদাইরপুর, পাবনা, ১৯ জুনছবি: হাসান মাহমুদ
২০ / ২০
টানা বৃষ্টিতে সরকারি ব্রজমোহন কলেজ ক্যাম্পাসের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কলেজে আসা শিক্ষার্থীরা চলাচলে ভোগান্তিতে পড়ছেন। ব্রজমোহন কলেজ ক্যাম্পাস, বরিশাল, ১৯ জুনছবি: সাইয়ান