রঙিন ফুলের ওপর জমে আছে বৃষ্টির পানি। মরংছড়ি পাহাড়, রাঙামাটি, ৫ জুনছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৮
স্ত্রী–সন্তানদের নিয়ে মোটরসাইকেলে চেপে ঈদ করতে বাড়ি যাচ্ছেন এই ব্যক্তি। তিনি ছাড়া কারও মাথায় নেই হেলমেট। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-খুলনা মহাসড়কের বদরপুর এলাকা, ফরিদপুর, ৫ জুনছবি : আলীমুজ্জামান
৩ / ১৮
বৃষ্টিতে সুবলং ঝরনা প্রাণ ফিরে পেয়েছে। সুবলং ঝর্ণা, রাঙামাটি, ৫ জুনছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৮
পবিত্র ঈদুল আজহার আগে কামারের দোকানে ব্যস্ততা বেড়ে গেছে। খাগড়াছড়ি বাজার, ৫ জুনছবি: জয়ন্তী দেওয়ান
৫ / ১৮
কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজে ব্যবহারের জন্য লবণের চাহিদা বেড়ে গেছে। পাইকারি বাজারে নামানো হচ্ছে লবণের বস্তা। নিতাইগঞ্জ, নারায়ণগঞ্জ, ৫ জুনছবি: প্রথম আলো
৬ / ১৮
পবিত্র ঈদুল আজহার আগে কাঁচাঘর লেপছেন এক নারী। পানবাড়ি, রংপুর, ৫ জুনছবি: মঈনুল ইসলাম
৭ / ১৮
গ্রামের পথ দিয়ে কোরবানির হাটে পশু নিয়ে যাচ্ছেন দুজন। নাজিরদিগড়, রংপুর, ৫ জুনছবি: মঈনুল ইসলাম
৮ / ১৮
সিলেট থেকে ট্রাকে করে আনা হয়েছে বস্তাভর্তি লেবু। লেবুর বস্তাগুলো নামিয়ে আড়তে নিচ্ছেন শ্রমিকেরা। গোয়ালচামট, ফরিদপুর, ৫ জুনছবি : আলীমুজ্জামান
৯ / ১৮
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। জাতীয় ঈদগাহ, ঢাকা, ৫ জুনছবি: তানভীর আহাম্মেদ
১০ / ১৮
কোরবানির ঈদ উপলক্ষে অনেকেই চশমা কিনতে দোকানে আসছেন। বড়দের মতো ছোট্ট এই শিশুও অভিভাবকের সঙ্গে পছন্দের সানগ্লাস কিনতে দোকানে এসেছে। প্রতিটি চশমা ১০০ থেকে ৩০০ টাকায় বিক্রি করা হচ্ছে। গির্জা মহল্লা, বরিশাল, ৫ জুনছবি: সাইয়ান
১১ / ১৮
ট্রাকে মালামালের ওপর বসে ঝুঁকি নিয়ে ঈদযাত্রায় বাড়ি ফিরছেন একদল নারী ও পুরুষ। মডার্ন মোড়, রংপুর, ৫ জুনছবি: মঈনুল ইসলাম
১২ / ১৮
খুলনা সার্কিট হাউস ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায়। ঈদের জামাতের প্যান্ডেল তৈরির কাজ চলছে জোরেশোরে। সার্কিট হাউস মাঠ, খুলনা, ৫ জুনছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৮
কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ পরিষ্কার করছেন কুমিল্লা সিটি করপোরেশনের কর্মীরা। কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, কুমিল্লা, ৫ জুনছবি: আবদুর রহমান
১৪ / ১৮
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়। গিরিশনগর বাজার, চুয়াডাঙ্গা, ৫ জুনছবি: শাহ আলম
১৫ / ১৮
রাজবাড়ির দৌলতদিয়া ঘাটে ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন কোস্টগার্ডের সদস্যরা। দৌলতদিয়া, রাজবাড়ী, ৫ জুনছবি: এম রাশেদুল হক
১৬ / ১৮
জাতীয় ঈদগাহ ময়দান ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত। শেষ মুহূর্তে সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ চলছে। জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা, ৫ জুনছবি: মীর হোসেন
১৭ / ১৮
ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালে। ঢাকা, ৫ জুনছবি: দীপু মালাকার
১৮ / ১৮
খোলা ট্রাকে ঝুঁকি নিয়ে ঈদ করতে ঢাকা ছাড়ছেন ঘরমুখী মানুষ। গাবতলী, ঢাকা, ৫ জুনছবি: শুভ্র কান্তি দাশ