একঝলক (২৩ অক্টোবর ২০২৪)

১ / ১১
ছোট ফেনী নদীর ভাঙনে বিলীন হয়ে গেছে কাজীরহাট-দাগনভূঞা সড়ক। আউরারখিল, সোনাগাজী, ফেনী, ২৩ অক্টোবর
ছবি: আমজাদ হোসাইন
২ / ১১
ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে সুন্দরবনে ঝরছে মুষলধারে বৃষ্টি। আন্ধারমানিক টহল ফাঁড়ি, সুন্দরবন, ২৩ অক্টোবর
ছবি: ইমতিয়াজ উদ্দীন
৩ / ১১
খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) ডিলার পয়েন্টে অপেক্ষায় ক্রেতারা। টিকাপাড়া কবরস্থান এলাকা, রাজশাহী, ২৩ অক্টোবর
ছবি: শহীদুল ইসলাম
৪ / ১১
গাজীপুরের বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। পূর্ব চান্দ্রা পাশা গেট এলাকা, কালিয়াকৈর, গাজীপুর, ২৩ অক্টোবর
ছবি: মাসুদ রানা
৫ / ১১
বেতন বৃদ্ধি, সাপ্তাহিক ও সরকারি ছুটি নিশ্চিত করা, ভাতা ও হাজিরা বোনাস বৃদ্ধিসহ নানা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এসডিএস ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানার শ্রমিকেরা। নয়ারহাট, সাভার, ২৩ অক্টোবর
ছবি: শামসুজ্জামান
৬ / ১১
হুট করে নামা ঝিরিঝিরি বৃষ্টিতে বিপাকে পড়েছেন খেয়া পারাপারের যাত্রীরা। ডিক্রিরচর ঘাট এলাকায়, নারায়ণগঞ্জ, ২৩ অক্টোবর
ছবি: দিনার মাহমুদ
৭ / ১১
কুঁচিয়া ধরার ফাঁদ কাঁধে নিয়ে সাইকেল চালিয়ে জলাশয়ে যাচ্ছেন এই ব্যক্তি। রাজাপাড়া, কুমিল্লা, ২৩ অক্টোবর
ছবি: এম সাদেক
৮ / ১১
চলছে কৃষকের মাঠে মুড়িকাটা পেঁয়াজ রোপণের মৌসুম। খেতে রোপণের আগে বাড়ির উঠানে বসে গুটি পেঁয়াজ ঝাড়াই-বাছাই করে নিচ্ছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২২ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৯ / ১১
আলু চাষের জন্য জমিতে মই দিচ্ছেন কৃষক। জমিদারপাড়া, রংপুর, ২৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
বিলের পানি এখন শুকিয়ে যাচ্ছে, তাই সেখানে ডারকি বসিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তি। বালাচড়া, রংপুর, ২৩ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
দুধ নিয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে চলেছেন এক গোয়ালা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয় পাবনায়। এতে বিপাকে পড়েন বাইরে চলাচলকারী কর্মজীবীরা। দাপুনিয়া, পাবনা, ২৩ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ