কুঁচিয়া ধরার ফাঁদ কাঁধে নিয়ে সাইকেল চালিয়ে জলাশয়ে যাচ্ছেন এই ব্যক্তি। রাজাপাড়া, কুমিল্লা, ২৩ অক্টোবরছবি: এম সাদেক
৮ / ১১
চলছে কৃষকের মাঠে মুড়িকাটা পেঁয়াজ রোপণের মৌসুম। খেতে রোপণের আগে বাড়ির উঠানে বসে গুটি পেঁয়াজ ঝাড়াই-বাছাই করে নিচ্ছেন একটি কৃষক পরিবারের সদস্যরা। কাইমউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকা, নর্থ চ্যানেল ইউনিয়ন, সদর উপজেলা, ফরিদপুর, ২২ অক্টোবরছবি: আলীমুজ্জামান
৯ / ১১
আলু চাষের জন্য জমিতে মই দিচ্ছেন কৃষক। জমিদারপাড়া, রংপুর, ২৩ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১০ / ১১
বিলের পানি এখন শুকিয়ে যাচ্ছে, তাই সেখানে ডারকি বসিয়ে মাছ ধরতে যাচ্ছেন এই ব্যক্তি। বালাচড়া, রংপুর, ২৩ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১১ / ১১
দুধ নিয়ে যাওয়ার পথে হঠাৎ বৃষ্টিতে ভিজে চলেছেন এক গোয়ালা। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয় পাবনায়। এতে বিপাকে পড়েন বাইরে চলাচলকারী কর্মজীবীরা। দাপুনিয়া, পাবনা, ২৩ অক্টোবরছবি: হাসান মাহমুদ