কুমার নদের পাড়ে বসেছে ঐতিহ্যবাহী নৌকার হাট। বর্ষার এই মৌসুমে নৌকা তৈরির কারিগরেরা নিজেদের বানানো নৌকা বিক্রি করতে জড়ো হন এই হাটে। দিনভর চলে বিকিকিনি। হাটে আঁকার ও মানভেদে একেকটি নৌকা ৫ হাজার থেকে ১০ হাজার টাকা ধরে বিক্রি হয়। ছিলাধরচর এলাকা, ভাঙা উপজেলা সদর ফরিদপুর ১৫ আগস্টছবি: আলীমুজ্জামান
২ / ১৪
হাটে কৃষকের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহ করেন ব্যবসায়ীরা। এরপর সেগুলো বস্তাবন্দী করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হয়। সেসব পেঁয়াজের বস্তা ট্রাকে তুলছেন শ্রমিকেরা। হাটে প্রতি মণ পেঁয়াজ ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। ছিলাধরচর এলাকা, ভাঙা উপজেলা, সদর ফরিদপুর, ১৫ আগস্টছবি: আলীমুজ্জামান
ধনাগোদার পাড়ে ভোরের আলোয় জমে ওঠে তাজা মাছের হাট। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জনতা বাজার এলাকা, ১৫ আগস্টছবি: প্রথম আলো।
৫ / ১৪
প্রখর রোদের হাত থেকে সুরক্ষা পেতে ছাতা মেলে নৌকায় চলছেন নৌকার যাত্রীরা। বাঁকছড়ি মুখ, রাঙামাটি। ১৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৪
সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাব) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে যমুনা সেতুর মুখে মহাসড়ক অবরোধ করে পথনাটক, শিকল ভাঙার গান ও প্রতীকী ক্লাসের আয়োজন করেন শিক্ষার্থীরাছবি: প্রথম আলো
৭ / ১৪
বেশ কয়েক দিন পর সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদের দিনে দইয়ের পাত্র তৈরিতে ব্যস্ত এক মৃৎশিল্পী। শুক্রবার, ধানগড়া পালপাড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৫ আগস্টছবি: সাজেদুল আলম
৮ / ১৪
বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়েছে। সেই পানি পেরিয়ে চরে গবাদিপশু নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইচলি এলাকা, রংপুর, ১৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
৯ / ১৪
মাছ ধরার আগে জালের যেখানে ছেঁড়া আছে, সেগুলো সেলাই করছেন জেলেরা। গঙ্গাচড়া উপজেলার তিস্তা সড়ক সেতু, রংপুর, ১৫ আগস্টছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
পানের বরজের ভেতর পান সংগ্রহ করছেন পানচাষি হ্লাসিংঅং মারমা। স্থানীয়দের চাহিদা মিটিয়েও বিভিন্ন স্থানে সরবরাহ করেন তিনি। ডলুপাড়া এলাকা, বান্দরবান, ১৫ আগস্টছবি: মংহাইসিং মারমা
১১ / ১৪
আমন ধানের চারা রোপণ করছেন কৃষক। গ্রাম শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৫ আগস্টছবি: আকমল হোসেন নিপু
১২ / ১৪
ইঞ্জিনচালিত তিন চাকার অটোরিকশা রড নিয়ে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মহাসড়কে। অথচ দুর্ঘটনার আশঙ্কায় মহাসড়কে এ ধরনের যান চলাচল নিষিদ্ধ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, স্বল্পপেন্নাই, দাউদকান্দি, ১৫ আগস্টছবি: আবদুর রহমান ঢালী
১৩ / ১৪
বর্ষার শেষ দিন আজ। কাল শরতের প্রথম দিন। নৈঃসর্গিক সৌন্দর্যের দিক থেকে শরৎই অনন্য। শরতের আকাশ, নদী, ফুল—সবই শান্ত, মায়াময়। বড়াদম এলাকা, রাঙামাটি, ১৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ১৪
জুমচাষি পাহাড়ি নারী। নিজের জুমখেত থেকে বিনি ভুট্টা সংগ্রহ করছেন। এই ভুট্টা স্থানীয় পাইকারেরা ৮০ টাকা কেজিতে কিনে নিয়ে যান। মোরঘোনা আদাম, রাঙামাটি, ১৫ আগস্টছবি: সুপ্রিয় চাকমা