১ / ৯
গৃহস্থালির কাজে ঝাঁকা ও পলোর চাহিদা থাকে সারা বছর। নিজেদের তৈরি ঝাঁকা ও পলো নিয়ে হাটে যাচ্ছেন দুই বিক্রেতা। কোমরপুর, সদর উপজেলা, ফরিদপুর, ২৪ মে
ছবি: আলীমুজ্জামান
২ / ৯
বোরো ধানের ভরা মৌসুম চলছে। হাটবাজার থেকে ধান কিনে বস্তায় তোলা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে, এ বছর সারা দেশে ৫০ লাখ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ২ কোটি ১৫ লাখ মেট্রিক টন চাল। মহাদেবপুর হাট, নওগাঁ, ২৪ মে
ছবি: প্রথম আলো
৩ / ৯
শহরের মোড়ের এক দোকান থেকে কাঁঠাল কিনছেন একজন। আকারভেদে এসব কাঁঠাল ১০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়। পাওয়ার হাউস মোড়, খুলনা, ২৪ মে
ছবি: সাদ্দাম হোসেন
৪ / ৯
দিনাজপুরের বাজারে উঠেছে লিচু। ‘বেদানা’ জাতের প্রতি হাজার লিচু সাড়ে ৫ হাজার থেকে সাড়ে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। কালিতলা, দিনাজপুর, ২৪ মে
ছবি: প্রথম আলো
৫ / ৯
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে বনের ঝোপঝাড়ে ঘুরে বেড়াচ্ছে সবুজ বাউরি পাখিটি। জুনুমাছড়া পাহাড়, কাউখালি উপজেলা, রাঙামাটি, ২৪ মে
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ৯
আঁকাবাঁকা রেলপথে ছুটছে যাত্রীবাহী একটি ট্রেন। ভাড়াউড়া চা–বাগান, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২৪ মে
ছবি: শিমুল তরফদার
৭ / ৯
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কাজীর শিমলা থেকে ত্রিশাল নামাপাড়া এসে বিচুতিয়া ব্যাপারী বাড়িতে লজিং ছিলেন। যে বাড়িতে থাকতেন, সেটি ছিল এখানেই। পরে ঘরটির সংস্কার করা হয়। এটি এখন স্মৃতি জাদুঘরে পরিণত হয়েছে। নামাপাড়া গ্রাম, ত্রিশাল, ময়মনসিংহ, ২৪ মে
ছবি: কামরান পারভেজ
৮ / ৯
কচি তাল ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে খুচরা বিক্রির জন্য। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৪ মে
ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
নেত্রকোনার কলমাকান্দায় লরির চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে। দুর্ঘটনায় লরিচালক নিহত হন। হরিপুর, সিধলী সড়ক, নাজিরপুর, নেত্রকোনা, ২৪ মে
ছবি: প্রথম আলো