ফুল বিক্রি করে সংসার চালান স্বপ্না বেগম। পরিবারে রয়েছে স্বামী, চার মেয়ে ও এক ছেলে। একসময় গৃহকর্মীর কাজ করতেন। কিন্তু এক দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে যায়। ফলে ভারী কাজ আর করতে পারেন না। সংসারের হাল ধরতে মেয়ে ফারজানাকে সঙ্গে নিয়ে শুরু করেন ফুল বিক্রি। প্রতিদিন সকালে বাজার থেকে বিভিন্ন ধরনের ফুল কিনে এনে সিআরবি এলাকায় বিক্রি করেন। সিআরবি এলাকা, চট্টগ্রাম, ৭ মার্চছবি: জুয়েল শীল