একঝলক (৭ মার্চ ২০২৫)

১ / ১৭
বীজ উৎপাদনের জন্য চাষ করা হয়েছে পেঁয়াজ। তবে ফুলে পরাগায়নের জন্য নেই পর্যাপ্ত মৌমাছি। তাই ফুলে হাত বুলিয়ে পরাগায়ন করছেন এক কৃষক। গোবিন্দপুর এলাকা, অম্বিকাপুর, ফরিদপুর, ৭ মার্চ
ছবি: আলীমুজ্জামান
২ / ১৭
নদীর চর থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়িতে ফিরছেন এক ব্যক্তি। ছালাপাক, গঙ্গাচড়া, রংপুর, ৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৩ / ১৭
পবিত্র রমজান শেষে ঈদুল ফিতর। এ উৎসব সামনে রেখে ভ্যানে ভ্রাম্যমাণ দোকান সাজিয়ে বের হয়েছেন এক ব্যবসায়ী। বিক্রি করছেন নারী ও শিশুদের বাহারি পোশাক। নবনিদাস এলাকা, গঙ্গাচড়া, রংপুর, ৭ মার্চ
ছবি: মঈনুল ইসলাম
৪ / ১৭
পানি কমে গেছে পদ্মার শাখা নদীতে। কোমরসমান পানি পার হচ্ছেন চরাঞ্চলের কৃষকেরা। ঘোষপুর পদ্মাঘাট, হিমাইতপুর, পাবনা, ৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৭
জামালপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলায় হরেক বইয়ের সমাহার। পাবলিক লাইব্রেরি চত্বর, জামালপুর, ৭ মার্চ
ছবি: প্রথম আলো
৬ / ১৭
কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে যাচ্ছে। জেগে উঠছে ছোট ছোট টিলা। বালুখালী গ্রাম, রাঙামাটি, ৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৭
রান্নার জ্বালানির জন্য বন থেকে কাঠ সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাচ্ছেন পাহাড়ি নারীরা। রাঙ্গাপানি আসাম বস্তি সড়কের লুম্বিনী গেট এলাকা, রাঙামাটি, ৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১৭
পাকুড়ের ফল খেতে এসেছে কাঠবিড়ালি। বাকছড়ি গ্রাম, রাঙামাটি, ৭ মার্চ
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৭
পাইকারি বাজারে বিক্রির জন্য ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে সবজি। প্রখর রোদ থেকে বাঁচতে ছাতা দিয়ে শরীর ঢেকেছেন আরোহীরা। ঢাকা উদ্যানসংলগ্ন বুড়িগঙ্গা নদীতে, ঢাকা, ৭ মার্চ
ছবি: জাহিদুল করিম
১০ / ১৭
পয়োনিষ্কাশনের লাইন সংস্কারের জন্য খোঁড়া হয়েছে সড়ক। এতে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। ইন্দিরা রোড, ঢাকা, ৭ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ
১১ / ১৭
নারীদের ওপর নিপীড়ন, সহিংসতা ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন অংশগ্রহণকারী ব্যক্তিরা। মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা, ৭ মার্চ
ছবি: জাহিদুল করিম
১২ / ১৭
সাঁঝের বেলায় ধুলা উড়িয়ে মাঠ থেকে গরু নিয়ে ফিরছে রাখাল। অস্তগামী সূর্যের সোনালি আভায় অপরূপ সাজে সেজেছে চারপাশ। চরঘোষপুর, পাবনা, ৭ মার্চ
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৭
পবিত্র রমজানে খুলনার ফেরিঘাটের জিলাপির কদর বেড়ে যায়। সেখানে পাওয়া যায় তিন ধরনের জিলাপি। প্রতি কেজি রেশমি জিলাপি ৩০০ টাকা, শাহি জিলাপি ২২০ টাকা ও সাধারণ জিলাপি ১৬০ টাকায় বিক্রি হয়। ফেরিঘাট মোড়, খুলনা, ৭ মার্চ
ছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৭
ইফতারে টক দইয়ের মাঠার জুড়ি মেলা ভার। কারখানায় মাঠা তৈরির জন্য দুধ জ্বাল দেওয়া হচ্ছে। হামছায়াপুর মহল্লা, শেরপুর উপজেলা, বগুড়া, ৭ মার্চ
ছবি: সোয়েল রানা
১৫ / ১৭
ফুল বিক্রি করে সংসার চালান স্বপ্না বেগম। পরিবারে রয়েছে স্বামী, চার মেয়ে ও এক ছেলে। একসময় গৃহকর্মীর কাজ করতেন। কিন্তু এক দুর্ঘটনায় তাঁর হাত ভেঙে যায়। ফলে ভারী কাজ আর করতে পারেন না। সংসারের হাল ধরতে মেয়ে ফারজানাকে সঙ্গে নিয়ে শুরু করেন ফুল বিক্রি। প্রতিদিন সকালে বাজার থেকে বিভিন্ন ধরনের ফুল কিনে এনে সিআরবি এলাকায় বিক্রি করেন। সিআরবি এলাকা, চট্টগ্রাম, ৭ মার্চ
ছবি: জুয়েল শীল
১৬ / ১৭
কাজের ফাঁকে খুনসুটিতে মেতেছে ভাইবোন—মো. রাসেল ও রাজিয়া আক্তার। মায়ের সঙ্গে ইট ভাঙার কাজ করে তারা। তিনজনের আয়ে চলে সংসার। মুন্সীখোলা, শ্যামপুর, ৭ মার্চ
ছবি: দীপু মালাকার
১৭ / ১৭
সাপ্তাহিক ছুটির দিনে ঈদ কেনাকাটায় ব্যস্ত রাজধানীবাসী। নিউমার্কেট এলাকা, ৭ মার্চ
ছবি: তানভীর আহাম্মেদ