একঝলক (২১ এপ্রিল ২০২৫)

১ / ১৯
জলাশয়ের পাশ থেকে উড়াল দিচ্ছে একটি বক। পাশেই বসে আছে আরেকটি বক। আরিফপুর, পাবনা, ২১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
২ / ১৯
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ছাতা মাথায় বিদ্যালয়ে যাচ্ছে দুই শিশু। চেমী ডলুপাড়া, বান্দরবান, ২১ এপ্রিল
ছবি: মংহাইসিং মারমা
৩ / ১৯
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা থেকে নৌপথে দেশের বিভিন্ন প্রান্তে বালু নেন ব্যবসায়ীরা। বালু নিতে আনা নৌযানের অপেক্ষা। কাটাখালা, কোম্পানীগঞ্জ, সিলেট, ২১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
শহর থেকে তোশক নিয়ে ভ্যানে করে গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করেন তাঁরা। রানীপুকুর, মিঠাপুকুর, রংপুর, ২১ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৫ / ১৯
খেলাধুলার জন্য শরীরচর্চা জরুরি। একটি ক্রীড়া প্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীরা শরীরচর্চায় অংশ নিচ্ছেন। এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ২১ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৯
গাছের ডালে বসে আছে বড় প্রজাতির পানকৌড়ি। কামিলা ছড়ি, রাঙামাটি, ২১ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৯
গরমে জনজীবন যখন হাঁসফাঁস, তখন নেমে এসেছে স্বস্তির বৃষ্টি। বৃষ্টিতে ছাতা মাথায় কাজে বেরিয়েছেন একজন। বিশেষায়িত হাসপাতাল এলাকা, খুলনা, ২১ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৯
গুমফেরত ব্যক্তিদের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং গুম-খুনের বিচারের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও আয়োজকেরা। ভয়েস অব এনফোর্সড ডিজঅ্যাপিয়ারেন্স পারসনস (ভয়েড) এ অনুষ্ঠানের আয়োজন করে। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২১ এপ্রিল
ছবি: দীপু মালাকার
৯ / ১৯
খেতে আগাছা পরিষ্কারে ব্যস্ত কৃষকেরা। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ২১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১০ / ১৯
কীর্তনখোলা নদীতে পুরুষদের পাশাপাশি নারীরাও মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। নদীবন্দর, বরিশাল, ২১ এপ্রিল
ছবি: সাইয়ান
১১ / ১৯
বাড়ির পাশে খোলা জায়গায় লালশাক চাষ করা হয়েছে। লালশাকের খেত পরিচর্যা করছেন এক ব্যক্তি। ব্রাহ্মণকান্দা, ফরিদপুর, ২১ এপ্রিল
ছবি: আলীমুজ্জামান
১২ / ১৯
বোরো ধান কাটার ভরা মৌসুম এখন। এই সময়ে কাঁধের ভারের চাহিদা থাকে। জমি থেকে ধান নেওয়ার কাজে এই ভার ব্যবহার করেন শ্রমিকেরা। প্রতিটি ভার মানভেদে ৩৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিজয়পুর বাজার, কুমিল্লা, ২১ এপ্রিল
ছবি: আবদুর রহমান
১৩ / ১৯
ছাতা মেরামতের সরঞ্জাম কাঁধে নিয়ে বিভিন্ন পাড়ামহল্লায় যাচ্ছেন এক মেরামতকারী। সার্কিট হাউস এলাকা, সিলেট, ২১ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৪ / ১৯
নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় মানিকগঞ্জ শহরে প্রবেশের প্রধান সড়কের ওপর এভাবে সিএনজিচালিত অটোরিকশাগুলো দাঁড় করিয়ে রাখা হয়। এতে প্রতিনিয়ত সৃষ্টি হয় যানজটের। শহীদ সরণি সড়ক, মানিকগঞ্জ, ২১এপ্রিল
ছবি: আব্দুল মোমিন
১৫ / ১৯
জমির আলে ধরে গরু নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। কালশিমাটি, বগুড়া, ২১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৬ / ১৯
মুড়াপাড়া জমিদারবাড়িটি আঠারো শতকে জমিদার জগদীশ ব্যানার্জি নির্মাণ করেন। এই বাড়িতেই ১৯৬৬ সালে যাত্রা শুরু করে মুড়াপাড়া সরকারি কলেজ। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রক্ষণাবেক্ষণে আছে ভবনটি। মুড়াপাড়া, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ২১ এপ্রিল
ছবি: সুমন ইউসুফ
১৭ / ১৯
পথের ধারে কামিনীগাছে ফুটেছে ফুল। রঘুনাথপুর, কাহালু, বগুড়া, ২১ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৮ / ১৯
একটু আগেই বয়ে গেছে কালবৈশাখী। ঝড়ের পর বৃষ্টির মধ্যেই বুলবুলি পাখিটি বের হয়েছে খাবারের সন্ধানে। শ্রীপুর, গাজীপুর। ২১ এপ্রিল
ছবি: সাদিক মৃধা
১৯ / ১৯
জুমচাষের জন্য প্রস্তুত করা হয়েছে পাহাড়। সেখানে হলুদ রোপণে ব্যস্ত দুই মারমা নারী। বটতলী, বান্দরবান, ২১ এপ্রিল
ছবি: মংহাইসিং মারমা