দুই বিঘা জমিতে সূর্যমুখী ফুলের চাষ করেছেন ফুল মিয়া। বাগানে দর্শনার্থীদের ছবি তোলারও ব্যবস্থা করেছেন। এ জন্য প্রত্যেকের কাছ থেকে ২০ টাকা করে নেন। ছোট বয়রা মুন্নুজান স্কুলের সামনে, খুলনা, ৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
২ / ১৬
বসন্তে ফুটেছে পাখি ফুল। এ ফুলের আদিনিবাস ভেনেজুয়েলা। ফুলটি তাই ‘রোজ অব ভেনেজুয়েলা’ নামেও পরিচিত। কালিন্দীপুর, রাঙামাটি, ৫ মার্চছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৬
পবিত্র রমজান মাসে সব ধরনের কলার দাম বেড়েছে। নিজের বাগানের আঁটিয়া কলা বাজারে বিক্রি করতে যাচ্ছেন প্রবীণ এই কৃষক। রানীপুকুর, রংপুর, ৫ মার্চছবি: মঈনুল ইসলাম
কাঠির মাথায় কাপড় বেঁধে তা খালি ড্রামে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর ড্রামের তলানিতে জমে থাকা তেল কাঠির মাথায় লাগানো কাপড় শুষে নেয়। এভাবে পাম ও সয়াবিন তেল সংগ্রহ করে সংসারে তেলের চাহিদা পূরণ করেন এই ব্যক্তি। বাবুখাঁ, রংপুর, ৫ মার্চছবি: মঈনুল ইসলাম
৬ / ১৬
সদ্য রোপণ করা ধান খেতের পানিতে পড়েছে অস্তগামী সূর্যের প্রতিবিম্ব। করিমগঞ্জের বড় হাওর, কিশোরগঞ্জ, ৪ মার্চছবি: তাফসিলুল আজিজ
৭ / ১৬
আদালতে হাজিরা শেষে হাজতে নিয়ে যাওয়া হচ্ছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে। নিম্ন আদালত চত্বর, ঢাকা, ৫ মার্চছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ১৬
মাঠ থেকে আলু তুলে রোদে শুকিয়ে বাছাই করছেন একদল কৃষক। গয়নাকুড়ি, শাজাহানপুর, বগুড়া, ৫ মার্চছবি: সোয়েল রানা
৯ / ১৬
খালের ওপর নির্মিত কালভার্টের মাঝখানের কিছু স্থান ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই কালভার্ট দিয়ে যান চলাচল করছে। মনু স্টেশন বাজার-হাজীপুর সড়ক, কুলাউড়া, মৌলভীবাজার, ৫ মার্চছবি: কল্যাণ প্রসূন
১০ / ১৬
খামার থেকে ডিম ভ্যানে ভরে বিক্রির জন্য শহরে নিয়ে যাচ্ছেন চালক গোলাম হোসেন। চকভালী, শাজাহানপুর, বগুড়া, ৫ মার্চছবি: সোয়েল রানা
১১ / ১৬
নৌকায় করে রাঙামাটি শহরে বুধবারের সাপ্তাহিক হাটে নিজের বাগানের আনারস বিক্রি করতে এসেছেন পাহাড়ি কৃষাণীরা। কলেজ গেট, রাঙামাটি, ৫ মার্চছবি: সুপ্রিয় চাকমা
পোকামাকড় রোধে ধান খেতে কীটনাশক ছিটাচ্ছেন কৃষক। অতিরিক্ত কীটনাশক ফসল ও মানবদেহেরজন্য ক্ষতিকর। মুজগুন্নী, খুলনা, ৫ মার্চছবি: সাদ্দাম হোসেন
১৪ / ১৬
ধান রোপণের জন্য চাষ দেওয়া জমিতে পানি দেওয়ায় পর পোকামাকড় ভেসে উঠেছে। সেগুলো খেতে জড়ো হয়েছে একঝাঁক সাদা বক। হাজার বিঘা, চর মাধবদিয়া, ফরিদপুর, ৫ মার্চছবি: আলীমুজ্জামান
১৫ / ১৬
গাছের ডালে ফুটে আছে মেক্সিকান লাইলাক। এ ফুলের আরেক নাম গ্লিরিসিডিয়া ফুল। শান্তিবাগ ওয়াকওয়ে, মৌলভীবাজার, ৫ মার্চছবি: আকমল হোসেন নিপু
১৬ / ১৬
গাবতলী বেড়িবাঁধ এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। বেড়িবাঁধ এলাকা, গাবতলী, ঢাকা, ৫ মার্চছবি: আশরাফুল আলম