শিম শীতকালীন সবজি হলেও অটো শিম আগাম জাতের শিম। ইতিমধ্যে গাছে ধরতে শুরু করেছে এ জাতের শিম। পাইকারি ১২০ থেকে ১৪০ টাকা কেজিতে বিক্রি হলেও খুচরা বাজারে চড়া মূল্য ২০০ টাকা কেজিতে বিক্রি হয় এই শিম। দাপুনিয়া, পাবনা, ৩১ আগস্টছবি: হাসান মাহমুদ
২ / ২০
চোখজুড়ানো সবুজ ধান। এর মাঝে লাল পোশাকে ধানের জমিতে ব্যস্ত কৃষক। টিকরী, দাপুনিয়া, পাবনা, ৩১ আগস্টছবি: হাসান মাহমুদ
৩ / ২০
পাইকারি দরে সিমেন্টের বস্তা কিনে নেওয়া হচ্ছে কারখানায়। ধুয়ে শুকিয়ে এই বস্তা দিয়ে তৈরি করা হবে বাজারের ব্যাগ। খুচরা বাজারে প্রতিটি ব্যাগ আকার ভেদে ১০ থেকে ২০ টাকায় বিক্রি হয়। কুঠিপাড়া, পাবনা, ৩১ আগস্টছবি: হাসান মাহমুদ
৪ / ২০
মায়ের সঙ্গে ওএমএসের চাল আর আটা কিনতে সকাল আটটায় এসে লাইনে দাঁড়িয়েছে শিশু আয়শা। দুপুর ১২টা বেজে যাওয়ার পরও নিতে পণ্য নিতে পারেনি। লাইনে দাঁড়িয়ে থেকে ক্লান্ত শিশুটিকে পানি খাওয়াচ্ছেন মা শিলা আক্তার। ১ নম্বর বাবুরাইল, নারায়ণগঞ্জ, ৩১ আগস্টছবি: দিনার মাহমুদ
৫ / ২০
মহানগরীর ফেরিঘাট দেবেন বাবু সড়কের ড্রেনের পুনর্নির্মাণের কাজ চলছে। কাজ করতে গিয়ে ইট ও ময়লা রাখা হয়েছে সড়কজুড়ে। ভোগান্তির শিকার হচ্ছেন এ পথে চলাচলকারী ও এলাকাবাসী। দেবেন বাবু সড়ক, খুলনা, ৩১ আগস্টছবি: সাদ্দাম হোসেন
৬ / ২০
মেডিকেল কলেজগুলোতে গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশের বিরোধিতা করে এই পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করছেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মেডিকেল কলেজ, সিলেট, ৩১ আগস্টছবি: আনিস মাহমুদ
৭ / ২০
বেড়েছে সব ধরনের সারের দাম। তাই কৃষকেরা জৈব সার ব্যবহারে উৎসাহী হচ্ছেন। যশপুর, আমড়াতলী, কুমিল্লা, ৩১ আগস্টছবি: এম সাদেক
৮ / ২০
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজা আসন্ন। মণ্ডপে-মণ্ডপে ঢাকের তালে জমে ওঠে দুর্গাপূজা। পূজার আগে ব্যস্ততা বাড়ে বাদ্যযন্ত্রের দোকানে। বিভিন্ন ধরনের নতুন ঢাক-ঢোল-খেলা বিক্রির সঙ্গে পুরোনো বাদ্যযন্ত্র মেরামতের ব্যস্ততা চলে। শেখঘাট, সিলেট, ৩১ আগস্টছবি: আনিস মাহমুদ
৯ / ২০
বাজারে আসতে শুরু করেছে মৌসুমি ফল কতবেল। প্রতিটি বেল বিক্রি হচ্ছে আকারভেদে ২০ টাকা থেকে ৬০ টাকা করে। ফৌজদারি, কুমিল্লা,৩১ আগস্টছবি: এম সাদেক
১০ / ২০
রংপুরে সকাল থেকে বৃষ্টি। ছাতায় মাথা লুকিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষার চেষ্টা করছে শিক্ষার্থীরা। জিলা স্কুল, রংপুর, ৩১ আগস্টছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
জুমচাষ করা নানা রকমের ফল-ফসলাদি বিক্রি করতে স্থানীয় বাজারে নিয়ে আসেন পাহাড়ের চাষিরা। পাহাড় থেকে আনা ফল বেচাকেনা হয় কাপ্তাই হ্রদে। বনরূপায়, রাঙামাটি,৩১ আগস্টছবি: সুপ্রিয় চাকমা
বগুড়া শহরের গোহাইল সড়কের খানাখন্দে নর্দমার পানি জমেছে। এতে বিপাকে পড়তে হচ্ছে চলাচলকারীদের। গোহাইল সড়ক, ফুলতলা, বগুড়া, ৩১ আগস্টছবি: সোয়েল রানা
১৬ / ২০
দৈনিক চুক্তিতে পাথরভাঙার কাজ করেন শ্রমিকেরা। তাঁরা পাথরশ্রমিক হিসেবেই বেশি পরিচিত। বেলচা দিয়ে ভাঙা পাথর ট্রাকে তুলছেন। দল বেঁধে পাথর তুলে দিনে ৫০০ থেকে ৭০০ টাকা মজুরি পান তাঁরা। ধোপাগুল, সিলেট, ৩১ আগস্টছবি: আনিস মাহমুদ
১৭ / ২০
প্লাস্টিকের ড্রামে ধান, চাল, গম ও গবাদিপশুর খাবার সংরক্ষণ করেন অনেকেই। গ্রামে ঘুরে ঘুরে এসব ড্রাম বিক্রি করেন জহুরুল ইসলাম। শাবরুল, শাজাহানপুর, বগুড়া, ৩১ আগস্টছবি: সোয়েল রানা
১৮ / ২০
মাসের শেষে সিলেটের বিভিন্ন সিএনজি স্টেশনের গ্যাস শেষ হয়ে গেছে। ফলে যানবাহনে গ্যাসে দেওয়া বন্ধ রাখা হয়। এ সময় অন্য সিএনজি স্টেশনে চাপ বাড়ে। ছালিয়া, সিলেট, ৩১ আগস্টছবি: আনিস মাহমুদ
১৯ / ২০
ভাদ্র মাসের গরমে প্রচণ্ড রোদে মাঠে কাজ করছেন কৃষক। খেত থেকে আমনের চারা তুলে আঁটি বাঁধছেন। বীজতলা থেকে ধানের চারা জমিতে নিয়ে রোপণ করা হবে। হরিণাফুলিয়া, বরিশাল, ৩১ আগস্টছবি: সাইয়ান
২০ / ২০
দিন দিন সড়ক বড় হলেও গোলচত্বর করা হয়নি। ব্যস্ত সড়কে যানবাহনের চাপের মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা। অক্সিজেন মোড়, চট্টগ্রাম, ৩১ আগস্টছবি: জুয়েল শীল