বেলুন উড়িয়ে রাজশাহীতে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করছেন অতিথিরা। টিচার্স ট্রেনিং কলেজ মাঠ, রাজশাহী, ১৩ সেপ্টেম্বরছবি: শহীদুল ইসলাম
৮ / ১৯
বিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারীদের প্রকল্প দেখছেন অতিথিরা। টিচার্স ট্রেনিং কলেজ মাঠ, রাজশাহী, ১৩ সেপ্টেম্বরছবি: শহীদুল ইসলাম
৯ / ১৯
বিদ্যুতের তারে বসেছে একটি ফড়িং। ফড়িং দুই ধরনের—ড্রাগনফ্লাই বা সুঠামদেহী ফড়িং আর ড্যামজেলফ্লাই বা সরুদেহী ফড়িং। ধারণা করা হয়, বাংলাদেশে প্রায় ১৫০ প্রজাতির ফড়িং রয়েছে। বেশির ভাগ ড্যামজেলফ্লাই বিশ্রামের সময় ডানা ভাঁজ করে রাখে, কিন্তু ড্রাগনফ্লাই বিশ্রামের সময় ডানা প্রসারিত করে রাখে। মাওনা, শ্রীপুর, গাজীপুর। ১৩ সেপ্টেম্বরছবি: সাদিক মৃধা