একঝলক (২৭ জানুয়ারি ২০২8)

১ / ১৪
খালের পানিতে ফুটেছে শাপলা। সেই শাপলার ছবি আঁকছেন চারুকলার এক শিক্ষার্থী। খুলনা বিশ্ববিদ্যালয়, ২৭ জানুয়ারি
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৪
কুয়াশায় ঢাকা পড়েছে সুরমা নদী। কিনব্রিজ এলাকা, সিলেট, ২৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৩ / ১৪
গ্যাসের জন্য সিএনজি ফিলিং স্টেশনের সামনে সিএনজিচালিত অটোরিকশার দীর্ঘ সারি। চণ্ডীপুল এলাকা, দক্ষিণ সুরমা, সিলেট, ২৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৪ / ১৪
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এক ফাঁকে শিক্ষার্থীদের বিশেষ ‘প্রদর্শন’। নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কুমিল্লা, ২৭ জানুয়ারি
ছবি: এম সাদেক
৫ / ১৪
বাজারে বিক্রির জন্য সাতসকালে খেত থেকে ছেলেকে সঙ্গে নিয়ে পালং শাক তুলছেন এক নারী। হাড়িয়ালা, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ জানুয়ারি
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১৪
পুরোনো টায়ার কিনে সেগুলো মেরামত করা হয়। এর আগে বাছাইয়ের কাজ করছেন একজন। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ২৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৭ / ১৪
শীতের সকালে কাজে বেরিয়েছেন খেটে খাওয়া কয়েক ব্যক্তি। শাহজালাল সেতু, সিলেট, ২৭ জানুয়ারি
ছবি: আনিস মাহমুদ
৮ / ১৪
সবজিখেতে কাজ করছেন এক তরুণ। নোয়াপাড়া, রাউজান, চট্টগ্রাম, ২৭ জানুয়ারি
ছবি: এস এম ইউসুফ উদ্দিন
৯ / ১৪
ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে শিক্ষার্থীরা। দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর, ২৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১০ / ১৪
কুয়াশাঘেরা শীতের সকালে প্রাতর্ভ্রমণে বেরিয়েছেন এক ব্যক্তি। গোর-এ-শহীদ মাঠ, দিনাজপুর, ২৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৪
ঘন কুয়াশায় একটু দূরের জিনিসও ভালোভাবে দেখা যায় না। এর মধ্যে সবজি নিয়ে বাজারে যাচ্ছেন কয়েকজন কৃষক। হাসপাতাল মোড়, দিনাজপুর, ২৭ জানুয়ারি
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৪
নিজের চাষ করা শিম তুলছেন এক ব্যক্তি। ক্যামলং এলাকা, বান্দরবান, ২৭ জানুয়ারি
ছবি: মংহাইসিং মারমা
১৩ / ১৪
পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবে শিক্ষার্থীরা। সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা, ২৭ জানুয়ারি
ছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ১৪
ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো আঞ্চলিক গণিত উৎসবে যোগ দিতে এসেছে অনেক শিক্ষার্থী। ধান গবেষণা স্কুল, জয়দেবপুর, গাজীপুর, ২৭ জানুয়ারি
ছবি: দীপু মালাকার