ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। তাই বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সদর রোড, বরিশাল, ২০ ডিসেম্বরছবি: সাইয়ান
২ / ১৭
সকালের মিষ্টি রোদে এক পাঠক প্রথম আলো পড়ছেন। যাত্রাবাড়ী, ঢাকা, ২০ ডিসেম্বরছবি: জিয়া ইসলাম
৩ / ১৭
গাছের ডালে থোকায় থোকায় ঝুলে আছে দেশি আমলকী। রাঙাদ্বীপ রিসোর্ট, রাঙামাটি, ২০ ডিসেম্বরছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৭
নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বেড়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২০ ডিসেম্বরছবি: আবদুর রহমান ঢালী
৫ / ১৭
শীতের তীব্রতা থেকে প্রশান্তি পেতে খড়কুটো জ্বালিয়ে ওম নিচ্ছে গ্রামের কয়েকজন মানুষ। গাংনী, মেহেরপুর, ২০ ডিসেম্বরছবি: আবু সাঈদ
হাওরের অল্প পানিতে উড়াল জাল দিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। উফতার হাওর, সদর, সিলেট, ২০ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
৮ / ১৭
নাটোর থেকে ট্রাকে করে এসেছে খেজুর ও আখের পাটালি গুড়। বিআইডব্লিউটিএ লঞ্চঘাট, খুলনা, ২০ ডিসেম্বরছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৭
শীতের সকালে মসজিদে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যাচ্ছে শিশুরা। হাজিরহাট, রংপুর, ২০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৭
কুয়াশাঘেরা শীতের সকালে মাঠে কাজ করতে যাচ্ছেন তিনি। আরাজি নিয়ামত, রংপুর, ২০ ডিসেম্বরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। হাইকোর্ট ভবন, ঢাকা, ২০ ডিসেম্বরছবি: দীপু মালাকার
১২ / ১৭
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে উদীচী কেন্দ্রীয় সংসদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সত্যেন সেন চত্বর, ঢাকা, ২০ ডিসেম্বরছবি: মীর হোসেন
১৩ / ১৭
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। প্রেসক্লাব প্রাঙ্গণ, মানিকগঞ্জ, ২০ ডিসেম্বরছবি: প্রথম আলো
১৪ / ১৭
সিলেট-সুনামগঞ্জ সড়কের সংস্কারকাজ চলছে ধীরগতিতে। সড়কে উড়ছে ধুলাবালু, এর মধ্যে চলাচল করতে হয় লোকজনকে। তেমুখী, সিলেট, ২০ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
১৫ / ১৭
শুষ্ক মৌসুমে সুরমা নদীর পানি কমেছে। প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি ভেলায় স্রোতহীন সুরমার জলে ভাসছে দুই কিশোর। সুরমা নদী, কুমারগাঁও, সিলেট, ২০ ডিসেম্বরছবি: আনিস মাহমুদ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির জানাজার সময় ছায়ানট ভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। ধানমন্ডি, ঢাকা, ২০ ডিসেম্বরছবি: সাজিদ হোসেন