একঝলক (১২ অক্টোবর ২০২৫)

১ / ১৯
ফুলের ওপর বসেছে রঙিন প্রজাপতি। দৌলতপুর, খুলনা, ১২ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৯
খেতে শীতকালীন সবজির পরিচর্যায় ব্যস্ত কৃষক দম্পতি। একদন্ত, আটঘরিয়া, পাবনা, ১২ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
৩ / ১৯
গাছে ফুটেছে ল্যান্টানা ফুল। মিটিঙা ছড়ি, রাঙামাটি, ১২ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৯
ধেয়ে আসছে ঢাকাগামী ট্রেন। দ্রুতগতির ট্রেনের সামনে দিয়েই ঝুঁকি নিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছেন তিনি। অম্বিকাপুর, ফরিদপুর, ১২ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
৫ / ১৯
পাইকারি বাজার থেকে কলা কিনে রিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। উজানী পাড়া, বান্দরবান, ১২ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
৬ / ১৯
ধানের খেত থেকে কুঁচিয়া ধরতে তৎপর দুই ব্যক্তি। পীরগাছা, গাবতলী, বগুড়া, ১২ অক্টোবর
ছবি: সোয়েল রানা
৭ / ১৯
বিক্রির জন্য জুমের হলুদের ফুল নিয়ে বসে আছেন দুই পাহাড়ি নারী। উজানী পাড়া, বান্দরবান, ১২ অক্টোবর
ছবি: মংহাইসিং মারমা
৮ / ১৯
মাঠ থেকে মুলা তুলে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। নুরুইল, বগুড়া, ১২ অক্টোবর
ছবি:সোয়েল রানা
৯ / ১৯
পাহাড়ি মরিচ বিক্রির জন্য সাজিয়ে রেখেছেন এক বিক্রেতা। আসামবস্তি, রাঙামাটি, ১২ অক্টোবর
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৯
বাড়ির পাশের জলাশয়ে দল বেঁধে সাঁতার কাটছে পাতিহাঁস। চক পৈলানপুর, পাবনা, ১২ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১১ / ১৯
পাইপের ওপর বসে আছে ঘুঘু পাখি। দিঘী, মানিকগঞ্জ, ১২ অক্টোবর
ছবি: আব্দুল মোমিন
১২ / ১৯
টিনের তৈরি ড্রাম বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে ভ্যানে। গ্রামাঞ্চলে চাল, বিভিন্ন শস্য বা কাপড় রাখার জন্য এসব ড্রাম ব্যবহার করা হয়। আটঘরিয়া, পাবনা, ১২ অক্টোবর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ১৯
পথের ধারে ফুটে আছে লজ্জাবতী ফুল। ধামাইনগর, সিরাজগঞ্জ, ১২ অক্টোবর
ছবি: সাজেদুল আলম
১৪ / ১৯
পরিবহন ধর্মঘটের কারণে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। পাটগুমা ব্রিজ মোড়, ময়মনসিংহ, ১২ অক্টোবর
ছবি: মোস্তাফিজুর রহমান
১৫ / ১৯
বিক্রির জন্য আম ও নারকেলগাছের চারা ভ্যানে ওঠানো হচ্ছে। গোয়ালচামট, ফরিদপুর, ১২ অক্টোবর
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
মাঠে ঘাস খাচ্ছে ছাগল। তার পিঠে বসে একটু পরপর উড়ে গিয়ে শিকার ধরে আনছে ফিঙে। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর,১২ অক্টোবর
ছবি: সাদিক মৃধা
১৭ / ১৯
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি বের করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রংপুর, ১২ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
১৮ / ১৯
স্টামফোর্ড ইউনিভার্সিটি ও প্রথম আলোর আয়োজনে ‘তারুণ্যের পৃথিবী’ শীর্ষক সেমিনারে উপস্থিত শিক্ষক–শিক্ষার্থীরা। তেজগাঁও কলেজ, ঢাকা ১২ অক্টোবর
ছবি: তানভীর আহাম্মেদ
১৯ / ১৯
সড়ক, যোগাযোগ, আকাশ-রেলপথ, বিদ্যুৎ–পানিসংকটসহ সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ। কোর্ট পয়েন্ট, সিলেট, ১২ অক্টোবর
ছবি: আনিস মাহমুদ