একঝলক (১১ সেপ্টেম্বর ২০২৪)

১ / ২০
রাস্তার ধারে ফুটে আছে রেইন লিলি ফুল। রাজাবাড়ী শ্রীপুর, গাজীপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
২ / ২০
খালে মাছ ধরার জন্য জাল ফেলছেন এক ব্যক্তি। বাউয়ারকান্দি, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৩ / ২০
মাটির চুলায় ব্যবহারের জন্য গোবর ও খড় দিয়ে জ্বালানি তৈরি করা হচ্ছ। চামাউড়াকান্দি, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৪ / ২০
সকালবেলা বন থেকে বেরিয়ে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানরটি। বড়শলা, সদর, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৫ / ২০
কচুরিপানায় ছেয়ে গেছে কাপ্তাই হ্রদের বিভিন্ন অংশ। এতে হ্রদে নৌকায় চলাচলকারী মানুষের দুর্ভোগ বাড়ছে। ঢেপ্পোছড়িমুখ এলাকা, রাঙামাটি, ১১ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ২০
বিক্রির জন্য আনা কতবেল সাজিয়ে রাখছেন ব্যবসায়ী। বাদুড়তলা, কুমিল্লা, ১১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৭ / ২০
চাষের জন্য ভ্যানে করে কচুর কাণ্ড নিয়ে যাচ্ছেন চাষিরা। বাতাইছড়ি, কুমিল্লা, ১১ সেপ্টেম্বর
ছবি: এম সাদেক
৮ / ২০
শারীরিক প্রতিবন্ধী নারীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নারী অ্যাম্পিউটি ফুটবল ম্যাচ। লছনা মাঠ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১০ সেপ্টেম্বর
ছবি: শিমুল তরফদার
৯ / ২০
বাজারে বিক্রির জন্য কচু নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। তামপাট, রংপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২০
সেদ্ধ ধান মাথায় করে নিয়ে যাচ্ছেন চাতালের এক নারীশ্রমিক। হোসেননগর, রংপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১১ / ২০
প্যাশন ফুল থেকে মধু সংগ্রহ করছে ভ্রমর। শ্রীপুর, গাজীপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
১২ / ২০
ভাদ্রের গরমে জনজীবনে হাঁসফাঁস। গরম থেকে স্বস্তি পেতে কাটাখালে গোসল করতে নেমে উল্টো সাঁতারে মগ্ন কিশোর। সামন্তসেনা, রূপসা, খুলনা, ১১ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ২০
বরিশাল নগরের পোর্ট রোড বাজারসংলগ্ন কীর্তনখোলা নদীতে প্রতিনিয়ত ময়লা–আবর্জনা ফেলা হয়। পোর্ট রোড, বরিশাল, ১১ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৪ / ২০
সুযোগ পেলেই দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। প্রখর রোদের মধ্যে নাটাই হাতে ঘুড়ি ওড়াতে ব্যস্ত দুই শিশু। তারাপুর, সিলেট, ১১ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
রবিশস্য ফলানোর জন্য জমি তৈরি করছেন দুই কৃষক। মহিষাবান, গাবতলী, বগুড়া,১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৬ / ২০
ইছামতী নদীর তীরে বাচ্চা নিয়ে ঘাস খাচ্ছে ঘোড়া। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১১ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
১৭ / ২০
ফরিদপুরের বিভিন্ন এলাকায় এ বছরে আখের ফলন ভালো হয়েছে। কৃষক দামও পাচ্ছেন বেশ ভালো। হাটে বিক্রির জন্য খেত থেকে আখ কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষক বক্কার শেখ। পিপরুল, তালমা, নগরকান্দা, ফরিদপুর, ১১ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
প্রায় দেড় মাস শুশ্রূষা শেষে সুস্থ হয়ে ইগলটি চলে যায় তার জগতে। মানবমায়ায় প্রায় দুই মাস পর ফিরে আসে শুশ্রূষাকারীর ঘরে। সজ্জনকান্দা জমিদারবাড়ি, রাজবাড়ী, ১১ সেপ্টেম্বর
ছবি: এম রাশেদুল হক।
১৯ / ২০
ভাদ্র মাসের ভ্যাপসা গরমের মধ্যে থেমে নেই শ্রমজীবীর কাজ। পলাশী, ঢাকা, ১১ সেপ্টেম্বর
ছবি: আশরাফুল আল
২০ / ২০
পোশাকপল্লিতে লোডশেডিংয়ে চার্জার বাতির আলোতে কাজ করছেন পোশাককর্মীরা। আলম টাওয়ার, কেরানীগঞ্জ, ঢাকা,১১ সেপ্টেম্বর
ছবি: ইকবাল হোসেন