সুযোগ পেলেই দুরন্তপনায় মেতে ওঠে শিশু-কিশোরেরা। প্রখর রোদের মধ্যে নাটাই হাতে ঘুড়ি ওড়াতে ব্যস্ত দুই শিশু। তারাপুর, সিলেট, ১১ সেপ্টেম্বরছবি: আনিস মাহমুদ
১৫ / ২০
রবিশস্য ফলানোর জন্য জমি তৈরি করছেন দুই কৃষক। মহিষাবান, গাবতলী, বগুড়া,১১ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৬ / ২০
ইছামতী নদীর তীরে বাচ্চা নিয়ে ঘাস খাচ্ছে ঘোড়া। মহিষাবান, গাবতলী, বগুড়া, ১১ সেপ্টেম্বরছবি: সোয়েল রানা
১৭ / ২০
ফরিদপুরের বিভিন্ন এলাকায় এ বছরে আখের ফলন ভালো হয়েছে। কৃষক দামও পাচ্ছেন বেশ ভালো। হাটে বিক্রির জন্য খেত থেকে আখ কেটে মাথায় করে নিয়ে যাচ্ছেন কৃষক বক্কার শেখ।
পিপরুল, তালমা, নগরকান্দা, ফরিদপুর, ১১ সেপ্টেম্বরছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
প্রায় দেড় মাস শুশ্রূষা শেষে সুস্থ হয়ে ইগলটি চলে যায় তার জগতে। মানবমায়ায় প্রায় দুই মাস পর ফিরে আসে শুশ্রূষাকারীর ঘরে। সজ্জনকান্দা জমিদারবাড়ি, রাজবাড়ী, ১১ সেপ্টেম্বরছবি: এম রাশেদুল হক।
১৯ / ২০
ভাদ্র মাসের ভ্যাপসা গরমের মধ্যে থেমে নেই শ্রমজীবীর কাজ। পলাশী, ঢাকা, ১১ সেপ্টেম্বরছবি: আশরাফুল আল