একঝলক (৪ এপ্রিল, ২০২৩)

১ / ১৭
যশোরের সিদ্ধিপাশা থেকে নিজের হাতে তৈরি ৮০টি তালপাতার হাতপাখা বিক্রি করতে বেরিয়েছেন ইমান আলী। প্রতিটি পাখা ৩০ টাকা করে বিক্রি করেন তিনি। আটরা, ফুলতলা উপজেলা, খুলনা, ৪ এপ্রিল
ছবি: সাদ্দাম হোসেন
২ / ১৭
প্রত্নতাত্ত্বিক নিদর্শন এলাকা ভাসুবিহারে ঘুরছে একটি মোরগ। কখনো কখনো গা ঝাপটা দিয়ে ঝেড়ে নিচ্ছে। ভাসুবিহার এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৩ / ১৭
গাছে উঠে বটফল খাচ্ছে হলদে পাখি। ভাসুবিহার, শিবগঞ্জ, বগুড়া, ৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৪ / ১৭
ঈদকে সামনে রেখে যাত্রীবাহী বাসে চলছে ঘষামাজার কাজ। বাস রাঙিয়ে নতুন করে সড়কে নামানো হবে। ঝোপগাড়ি এলাকা, বগুড়া, ৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
৫ / ১৭
খুলনার কয়রা উপজেলার কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন থেকে আজ সকাল ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে মৌয়ালদের হাতে মধু সংগ্রহের অনুমতিপত্র দেওয়া হয়েছে। অনুমতি পেয়েই দলবেঁধে মৌয়ালেরা সুন্দরবনে প্রবেশ করেছেন। কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের সামনে, কয়রা, ৪ এপ্রিল
ছবি: ইমতিয়াজ উদ্দিন
৬ / ১৭
পার্বত্য চট্টগ্রামে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী বিজু উৎসব উপলক্ষে পাঁচ দিনব্যাপী মেলা। রাঙামাটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণ, ৩ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৭
মরা গাছে গর্ত করে বাসা তৈরি করছে একজোড়া টিয়া পাখি। একটি টিয়া পাখি বাইরে ডালে বসে থাকে, অন্যটি বাসা তৈরিতে ব্যস্ত থাকে। ছোটরা এলাকা, কুমিল্লা, ৪ এপ্রিল
ছবি: এম সাদেক
৮ / ১৭
বিদ্যালয় ছুটি শেষে বাড়ির দিকে যাচ্ছে তিন শিশুশিক্ষার্থী। মেকুড়া এলাকা, রংপুর, ৪ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
৯ / ১৭
কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে ডাঙায় উঠে আছে ডিঙিনৌকাগুলো। বর্ষা আসতে আরও আড়াই মাস বাকি। এ আড়াই মাসে হ্রদের পানি আরও বেশি শুকিয়ে যাবে। এতে নৌপথে যোগাযোগমাধ্যম বন্ধ হয়ে যাবে। দুর্ভোগে পড়তে হবে সেই এলাকার মানুষদের। তৈমিদুঙ গ্রাম, সাপছড়ি, সদর উপজেলা, রাঙামাটি, ৪ এপ্রিল
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১৭
ঈদুল ফিতর ঘিরে নানা রকম পণ্যসামগ্রী নিয়ে গ্রামের পথে বিক্রির জন্য ঘুরতে দেখা যায় মৌসুমি ব্যবসায়ীদের। ঈদ আসছে। তাই প্রসাধনসামগ্রী নিয়ে গ্রামের পথে বিক্রির জন্য ঘুরছেন আজিজুল হক। রঘু এলাকা, রংপুর, ৪ এপ্রিল
ছবি: মঈনুল ইসলাম
১১ / ১৭
বোরো ধানখেতে জাল বুনেছে মাকড়সা। সেই জালের মধ্যে বসে আছে মাকড়সাটি। কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১২ / ১৭
খড়কুটো খুঁটে খাচ্ছে কাঠবিড়ালি। ভাসুবিহার এলাকা, শিবগঞ্জ, বগুড়া, ৪ এপ্রিল
ছবি: সোয়েল রানা
১৩ / ১৭
ঈদ উপলক্ষে সামনে রেখে কারখানাগুলোতে সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা। সেমাই তৈরি শেষে বাজারজাত করার জন্য স্তূপ করে রাখছেন কারিগরেরা। প্রতি কেজি সেমাই ৮০ টাকায় বিক্রি হবে। বিসিক শিল্পনগরী এলাকা, কুমিল্লা, ৪ এপ্রিল
ছবি: এম সাদেক
১৪ / ১৭
বাঁশের ভেলায় বিভিন্ন পণ্য তুলে মাইনী নদী দিয়ে টেনে নিয়ে যাচ্ছেন দুই ব্যক্তি। ধনপাতা এলাকা, দীঘিনালা, খাগড়াছড়ি, ৪ এপ্রিল
ছবি: পলাশ বড়ুয়া
১৫ / ১৭
গত বছরের বন্যায় সিলেট অঞ্চলের বেশির ভাগ হাওরের বোরো ধান তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষক। এ বছর এখনো ভারী বৃষ্টিপাত না হলেও শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে বোরো ধানের। হাওরের নিচু জমিতে জমতে শুরু করেছে বৃষ্টির পানি। ভারী বৃষ্টি শুরুর আশঙ্কা থেকে আগেভাগে হাওরের একমাত্র ফসল বোরো ধান কাটতে শুরু করেছেন কৃষকেরা। কটালপুর, ফেঞ্চুগঞ্জ, সিলেট, ৪ এপ্রিল
ছবি: আনিস মাহমুদ
১৬ / ১৭
পয়লা বৈশাখে পুরোনো সব হিসাব নতুন করে তোলা হয় লাল রঙের এই নতুন হালখাতায়। পয়লা বৈশাখ ঘনিয়ে আসায় এই খাতা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিক-কর্মচারীরা। তবে কাগজের দাম বাড়তি হওয়ায় বেড়েছে হালখাতার দাম। তাই তুলনামূলক এ বছর কিছুটা কম বিক্রি হচ্ছে এই খাতা। টেরিবাজার, চট্টগ্রাম, ৪ এপ্রিল
ছবি: সৌরভ দাশ
১৭ / ১৭
লিচুর জন্য বিখ্যাত পাবনার ঈশ্বরদী উপজেলায় এ বছর লিচুর মুকুল এসেছিল বেশ ভালোই। কিন্তু বৃষ্টিহীন টানা কড়া রোদে লিচুর গুটি ঝরে যাচ্ছে ডাল থেকে। ফলে অনেকেই ওষুধ প্রয়োগ করছেন, কেউবা আবার আর্দ্রতা বাড়াতে পানি ছিটাচ্ছেন গাছে। জয়নগর, ঈশ্বরদী, পাবনা, ৪ এপ্রিল
ছবি: হাসান মাহমুদ