ভোরের শিশিরভেজা ধানপাতায় পতঙ্গ। ইসলামপুর, সিলেট, ৩০ অক্টোবরছবি: আনিস মাহমুদ
২ / ১৯
আঁকাবাঁকা বহমান বাঙ্গালী নদীর শাখা নদী শৈলধুকরি। সেখানে কেউবা মাছ শিকারে, আবার কেউবা নিত্যপ্রয়োজনীয় কাজে ব্যস্ত সময় পার করছেন। শৈলধুকরি, শাজাহানপুর, বগুড়া, ৩০ অক্টোবরছবি: সোয়েল রানা
৩ / ১৯
পাইকারি বাজার থেকে সবজি কিনে এনে সুরমা নদীর পানিতে পরিষ্কার করছেন খুচরা বিক্রেতা। চাঁদনীঘাট, সিলেট, ৩০ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৪ / ১৯
হেমন্তের কুয়াশামাখা সকালে জলাশয়ের পানিতে মাছ শিকারের আশায় দাঁড়িয়ে আছে কানিবক। অনন্তপুর, সিলেট, ৩০ অক্টোবরছবি: আনিস মাহমুদ
৫ / ১৯
ব্ল্যাক বেঙ্গল ছাগল। চাষিরা বিক্রি করতে রাঙামাটি শহরে বুধবার সাপ্তাহিক হাটে বিক্রি করতে যাচ্ছেন গ্রামীণ মানুষ। পাহাড়ি মানুষেরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের চাষে ঝুঁকেছেন। রিজার্ভ বাজার পুরানপাড়া, কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ৩০ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১৯
বাহারি রঙের প্রজাতি। শিশিরবিন্দুর ওপর বসেছে। সাধনাপুর, রাঙামাটি, ৩০ অক্টোবরছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১৯
গ্রামীণ মাঠের আমন ধানখেতের আলপথ দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন এক নারী। শৈলধুকরি, শাজাহানপুর, বগুড়া, ৩০ অক্টোবরছবি: সোয়েল রানা
৮ / ১৯
সবজির দামে নাকাল সাধারণ মানুষ। তাই পরিবারে খাওয়ার জন্য শাপলা-শালুক তুলে নিয়ে যাচ্ছে প্রথম শ্রেণিতে পড়ুয়া সিয়াম। চক্রাখালী, বটিয়াঘাটা, খুলনা, ৩০ অক্টোবরছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৯
দূরদূরান্ত থেকে শৌখিন মাছশিকারিরা তিস্তা নদীতে এসে দল বেঁধে মাছ ধরতে বড়শি ফেলেছেন। শংকরদহ, গঙ্গাচড়া, রংপুর, ৩০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১০ / ১৯
সামনে ধান কাটার মৌসুম আসছে, তাই ধান রাখার বাঁশের তৈরি বিশেষ ভান্ডার, যাকে স্থানীয় ভাষায় বলে ‘ডুলি’। সেই ডুলি কিনে বাড়ি আনছেন এই তরুণ। ইচলি, গঙ্গাচড়া, রংপুর, ৩০ অক্টোবরছবি: মঈনুল ইসলাম
১১ / ১৯
‘নাগলিঙ্গম’ একটি দুর্লভ ফুল। এই ফুল বেশ আকর্ষণীয় ও মনোরম। অদ্ভুত সুন্দর এ ফুলের পরাগচক্র দেখতে অনেকটা সাপের ফণার মতো। ধারণা করা হয়, এ কারণেই ফুলটির নাম নাগলিঙ্গম। পল্লি উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা, ৩০ অক্টোবরছবি: এম সাদেক
১২ / ১৯
নিজেদের খেত থেকে বাড়িতে চালকুমড়া নিয়ে যাচ্ছে দুই ভাই। কোটবাড়ি, কুমিল্লা, ৩০ অক্টোবরছবি: এম সাদেক
১৩ / ১৯
গৃহপালিত হাঁসের খাবারের জন্য বাড়ির পাশে জলাধারে নেমে শামুক সংগ্রহ করছেন দুই নারী। কৈজুরী, ফরিদপুর, ৩০ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১৪ / ১৯
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আজ ছিল সমাপনী। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা শারীরিক কসরত প্রদর্শন করে। জিলা স্কুলপ্রাঙ্গণ, বরিশাল নগর, ৩০ অক্টোবরছবি: সাইয়ান
১৫ / ১৯
মাছের খাবার হিসেবে পুকুরে খইল ছিটাচ্ছেন এক মৎস্যচাষি। ডোমরাকান্দি, ফরিদপুর, ৩০ অক্টোবরছবি: আলীমুজ্জামান
১৬ / ১৯
পুকুরের পাড়ে বাঁশের খুঁটিতে শিকারের অপেক্ষায় বসে আছে বক। ৩০ অক্টোবর, লতিফপুর, শ্রীপুর, গাজীপুর। ৩০ অক্টোবরছবি: সাদিক মৃধা
১৭ / ১৯
হেমন্তের আগমনে এখন মাঠে মাঠে পাকা ধানের ঘ্রাণ। স্নিগ্ধ সকালে ধান কাটায় ব্যস্ত কৃষক। কার্তিকের মাঝামাঝি শুরু হওয়া এই ধান কাটার মৌসুম চলবে অগ্রহায়ণের শেষ পর্যন্ত। কোমরপুর, দোগাছি, পাবনা, ৩০ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৮ / ১৯
ধানের জমির পাশে গর্ত তৈরিতে ব্যস্ত ইঁদুর। জমির পাকা ধান নিয়ে সংরক্ষণ করে ওরা। কৃষি মন্ত্রণালয় তথ্যসূত্রে জানা যায়, প্রতিবছর দেশে ইঁদুরের কারণে গড়ে ৫০০ কোটি টাকার ফসলের ক্ষতি হচ্ছে। মালিগাছা, পাবনা, ৩০ অক্টোবরছবি: হাসান মাহমুদ
১৯ / ১৯
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শারীরিক কসরত প্রদর্শনী। জিলা স্কুলপ্রাঙ্গণ, বরিশাল, ৩০ অক্টোবরছবি: সাইয়ান