একঝলক (৮ ডিসেম্বর ২০২৩)

১ / ৮
রাতে টিপটিপ বৃষ্টির পর আজ ভোর থেকেই পঞ্চগড়ে ঘন কুয়াশায় ঢেকে যায় চারদিক। সকালের ঘন কুয়াশা উপেক্ষা করে গন্তব্যে যাচ্ছেন মানুষ। শিংপাড়া, পঞ্চগড়, ৮ ডিসেম্বর
ছবি: রাজিউর রহমান
২ / ৮
শিকারের আশায় পুকুরের ওপর গাছের ডালে বসে আছে খঞ্জনা পাখি। টেংরা, শ্রীপুর, গাজীপুর, ৮ ডিসেম্বর
ছবি: সাদিক মৃধা
৩ / ৮
আর কিছুদিন পর শুরু হবে নির্বাচনী প্রচারণা। ছুটির দিনে মাইক ও যন্ত্রপাতি বের করে মেরামত করে রাখা হচ্ছে। প্রতীক বরাদ্দ হলে বিভিন্ন এলাকা সরগম হয়ে উঠবে এসব মাইকের শব্দে। ট্রাফিক মোড়, পাবনা, ৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৪ / ৮
দুই দিনের টানা বৃষ্টির পর শুক্রবার সকালে ঝলমলে রোদে সড়কে স্কেটিং করতে নেমেছে দুই বন্ধু। কুমারগাড়ী, পাবনা, ৮ ডিসেম্বর
ছবি: হাসান মাহমুদ
৫ / ৮
জলাশয়ের ফুটেছে সাদা শাপলা। বিক্রির জন্য সেই শাপলা তুলছেন এই ব্যক্তি। রঘুপুর, কুমিল্লা, ৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৬ / ৮
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি থেকে রক্ষা পেতে ছানাগুলোকে বুকের মধ্যে আগলে রেখেছে মা মুরগি। উনাইসার, কুমিল্লা, ৮ ডিসেম্বর
ছবি: এম সাদেক
৭ / ৮
নদীর তীরে নিজের জমিতে চাষ করা মিষ্টি আলু, ঢ্যাঁড়স ও শর্ষে  খেত পরিচর্যা করছেন এই ব্যক্তি। আরজিকালিকাপুর, বাবুগঞ্জ, বরিশাল, ৮ ডিসেম্বর
ছবি: সাইয়ান
৮ / ৮
গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভাঙা সড়ক কর্দমাক্ত হয়েছে। চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি কাঁচাবাজারে এতে  ভোগান্তিতে পড়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা। রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম, ৮ ডিসেম্বর
ছবি: জুয়েল শীল