একঝলক (৩ নভেম্বর ২০২৫)

১ / ১৬
হলুদ রঙের এই ফুলের ফল অনেকটা ঢ্যাঁড়সের মতো। বুড়িচং, কুমিল্লা, ৩ নভেম্বর
ছবি: আবদুর রহমান
২ / ১৬
ধান কাটার পর আঁটি বেঁধে গন্তব্যে নিয়ে যাচ্ছেন পাহাড়ি চাষি। হেডম্যান পাড়া, কুদুকছড়ি, রাঙামাটি, ৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৬
বাতাবিলেবু বাগানির কাছ থেকে কিনে আনার পর শহরে নেওয়ার জন্য ট্রলার থেকে নামানো হচ্ছে। বনরূপা ঘাট, রাঙামাটি, ৩ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১৬
নদীর চরে বাদামখেতে গাছের গোড়ায় নিড়ানি দিচ্ছেন পাহাড়ি নারীরা। ভাঙ্গামুড়া, বান্দরবান, ৩ নভেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৫ / ১৬
সাঙ্গু নদে জাল ফেলে মাছ শিকারে ব্যস্ত এক ব্যক্তি। ক্যমলং, বান্দরবান, ৩ নভেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৬ / ১৬
রাজশাহী কালেক্টরেট মাঠে চলছে বিভাগীয় বইমেলা। কালেক্টরেট মাঠ, রাজশাহী, ৩ নভেম্বর
ছবি: শফিকুল ইসলাম
৭ / ১৬
শিকার ধরার অপেক্ষায় চুপিসারে বসে আছে বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল। মাগুড়াতাইড়, শেরপুর, বগুড়া, ৩ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৮ / ১৬
সাতসকালে মাঠে কাজে যাওয়ার সময় খাবার বেঁধে নিয়েছেন কৃষক। ঝাঁজর, শেরপুর, ৩ নভেম্বর
ছবি: সোয়েল রানা
৯ / ১৬
সকালবেলা পোষা বিড়ালছানাটি দুধ পান করছে। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৩ নভেম্বর
ছবি: সাজেদুল আলম
১০ / ১৬
প্রকৃতিতে এখন বইছে হিমেল হাওয়া। শীতের আগমনীতে চাহিদা বাড়ছে লেপ ও তোশকের। ভ্যানে সাজিয়ে লেপ ও তোশক বিক্রি করতে গ্রামের পথে যাচ্ছেন বিক্রেতারা। কানাইপুর, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ১৬
শিশুদের খেলনাসহ ব্যক্তিগত ব্যবহারের নানা পণ্য ট্রেনের যাত্রীদের কাছে বিক্রি করতে ঘুরছেন এই ফেরিওয়ালা। পার্বতীপুর রেলস্টেশন, দিনাজপুর, ৩ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ১৬
হেমন্তের সকালে বাড়ি থেকে ঝাঁকা, কোদাল নিয়ে শহরে কাজের সন্ধানে যাচ্ছেন দুই শ্রমিক। কানাইপুর, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৩ / ১৬
এর নাম ‘ধাপ চাষ’। ভাসমান এই পদ্ধতিতে বিভিন্ন সবজির চারা উৎপাদন করেন কৃষকেরা। উমারেরপাড়, বিশারকান্দি, বানারীপাড়া, বরিশাল, ৩ নভেম্বর
ছবি: সাইয়ান
১৪ / ১৬
সাফারি পার্কের বনের ভেতর ঘুরে বেড়াচ্ছে গয়াল, এটি বন গরু নামেও পরিচিত। সাফারি পার্ক, গাজীপুর, ৩ নভেম্বর
১৫ / ১৬
মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে খুব সকালে স্কুলের পথে সাইকেলে। বাইখির, বোয়ালমারী, ফরিদপুর, ৩ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৬ / ১৬
মন্দির প্রাঙ্গণে চলছে কীর্তন, পাশেই বসেছে মেলা, সেখানে চলছে বিকিকিনি। শ্রীশ্রী গৌরাঙ্গ ও কালাচাঁদ বিগ্রহ মন্দির, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ৩ নভেম্বর
ছবি: সাজেদুল আলম