নতুন বছরে বিদ্যালয়ের পাঠদান শুরু হয়েছে। তীব্র শীতের সকালে তাই বিদ্যালয়ে যাওয়ার তাড়া। মেডিকেল মোড়, রংপুর, ৪ জানুয়ারিছবি: মঈনুল ইসলাম
২ / ২৫
কাপ্তাই হ্রদে ডিঙিনৌকায় করে জাল দিয়ে মাছ শিকার করছেন জেলেরা। কাটাছড়ি মুখ, রাঙামাটি, ৪ জানুয়ারিছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২৫
কুয়াশার চাদরে ঢেকে আছে রাজধানী ঢাকা। উত্তরা দিয়াবাড়ি, ঢাকা, ৪ জানুয়ারিছবি: খালেদ সরকার
৪ / ২৫
জাহাজ থেকে বালু-পাথর খালাস করছেন নারী ও পুরুষ শ্রমিকেরা। মেঘনা-গোমতী সেতু নদীবন্দর, দাউদকান্দি, কুমিল্লা, ৪ জানুয়ারিছবি: আবদুর রহমান ঢালী
৫ / ২৫
কৃষকের ঘরে উঠছে নতুন পেঁয়াজ। খেত থেকে পেঁয়াজ তুলে তা রোদে শুকিয়ে বিক্রির উপযোগী করে নিচ্ছেন তিনি। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৪ জানুয়ারিছবি: আলীমুজ্জামান
সকালের কুয়াশার চাদর ভেদ করে খেয়ানৌকায় যমুনা নদী পারাপার হচ্ছে চরাঞ্চলের মানুষেরা। কালীতলা গ্রোয়েন, সারিয়াকান্দি, বগুড়া, ৪ জানুয়ারিছবি: সোয়েল রানা
৮ / ২৫
কনকনে ঠান্ডা থেকে বাঁচতে নিজেরাই কাগজে আগুন জ্বালিয়ে উত্তাপ নেওয়ার চেষ্টা করছে শিশুরা। নূরনগর, খুলনা, ৪ জানুয়ারিছবি: সাদ্দাম হোসেন
৯ / ২৫
যমুনা নদীর কোথাও কোথাও পানি শুকিয়ে গেছে। চরাঞ্চলের মানুষেরা তাই হেঁটেই যমুনা পাড়ি দিচ্ছে। সারিয়াকান্দি, বগুড়া, ৪ জানুয়ারিছবি: সোয়েল রানা
সহপাঠী হত্যার প্রতিবাদ-বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ফার্মগেট, ঢাকা, ৪ জানুয়ারিছবি: তানভীর আহাম্মেদ
১৪ / ২৫
রাজশাহীতে তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ কেটেছে। তবে ঘন কুয়াশার কারণে সূর্য দেখা যায়নি সকাল সাড়ে ১০টা পর্যন্ত। এই আবহাওয়ার মধ্যে কাজের উদ্দেশ্যে শহরে আসছেন লোকজন। কাজীহাটা, রাজশাহী, ৪ জানুয়ারিছবি : শফিকুল ইসলাম
১৫ / ২৫
প্রায় সাড়ে ১২ ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার বেলা সোয়া ১১টার পর থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়। দৌলতদিয়া ঘাট, রাজবাড়ী, ৪ জানুয়ারি।ছবি: এম রাশেদুল হক
১৬ / ২৫
শিম ফুলের চোখজুড়ানো সৌন্দর্য। চানপুর, কুমিল্লা, ৪ জানুয়ারি। ছবি: আবদুর রহমান
১৭ / ২৫
ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটি’র আয়োজনে ‘বয়সভিত্তিক হাঁটা ম্যারাথন’–এর শুরুতে। সরকারি কলেজ প্রাঙ্গণ, চাঁদপুর, ৪ জানুয়ারি।ছবি: প্রথম আলো
১৮ / ২৫
শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে হাত মোজা, পা মোজা ও বিভিন্ন ধরনের টুপি বিক্রি। কিনছেন নানা বয়সী ক্রেতারা। আবদুল হামিদ সড়ক, পাবনা, ৪ জানুয়ারিছবি: হাসান মাহমুদ
১৯ / ২৫
কীর্তনখোলা নদীতীরের বাঁধের ভাঙন ঠেকাতে ফেলা হচ্ছে জিও ব্যাগ। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৪ জানুয়ারি।ছবি: সাইয়ান
২০ / ২৫
শীতের সকালে রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, গাছের শুকনা পাতা, শুকিয়ে যাওয়া ঘাষ জড়ো করে আগুন ধরিয়েছে শিশুরা। এ ধরনের ক্ষেত্রে অসাবধানতায় অনেক সময় ঘটে দুর্ঘটনা। মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল, ৪ জানুয়ারিছবি: সাইয়ান
২১ / ২৫
খাবারের সন্ধানে ঘুরতে যেন গাছের পাতার মাঝে মিশে গেছে উদয়ী ধলা চোখ (Oriental White-eye) পাখিটি। এরা বাবুনাই, শ্বেতাক্ষী, চশমা পাখি বা চশমা টুনি নামেও পরিচিত। চোখের চারপাশে সাদা বলয় থাকার কারণে এদের এমন নাম উদয়ী ধলা চোখ পাখি। বাবুর বাগান, পাবনা,