একঝলক (১৩ আগস্ট ২০২৫)

১ / ১৯
ফুটে আছে গোলাপি রঙের ফুরুস ফুল। যেন বর্ষার আঙিনায় রঙের নীরব উৎসব। রাঙাদ্বীপ, রাঙামাটি, ১৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১৯
রোদঝলমলে দুপুরে রঙের ডানা মেলে বসে আছে ফড়িং। রাঙাদ্বীপ, রাঙামাটি, ১৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১৯
জলে ভাসছে লাল শাপলা। পৌরসভার পুকুর, মৌলভীবাজার, ১৩ আগস্ট
ছবি: আকমল হোসেন
৪ / ১৯
পদ্মার পানি বেড়ে ডুবে গেছে কলাবাগান। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৩ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৫ / ১৯
মেরামতের অংশ হিসেবে নৌকায় আলকাতরা মাখানো হচ্ছে। পাকশী, ঈশ্বরদী, পাবনা, ১৩ আগস্ট
ছবি: হাসান মাহমুদ
৬ / ১৯
কারখানায় জুতা বানাতে ব্যস্ত এক কারিগর। সিদ্দিক বাজার, ঢাকা, ১২ আগস্ট
ছবি: মীর হোসেন
৭ / ১৯
মশা নিধনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে ছিটানো হচ্ছে ওষুধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা, ১২ আগস্ট
ছবি: মীর হোসেন
৮ / ১৯
পেঁপেগাছে ফুল থেকে ফল ধরা শুরু হয়েছে। দীঘলি বাঁক, রাঙামাটি, ১৩ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১৯
নিম ফুল মনোমুগ্ধকর শোভা ছড়াচ্ছে প্রকৃতিতে। মিরপুর স্টেডিয়াম, ঢাকা, ১৩ আগস্ট
ছবি: শামসুল হক টেংকু
১০ / ১৯
মেঘলা আকাশে খাবারের খোঁজে বসে আছে এক ফিঙে পাখি। সাজাপুর, শাজাহানপুর, বগুড়া, ১৩ আগস্ট
ছবি: সোয়েল রানা
১১ / ১৯
রূপসা নদীর কুল ঘেঁষে নৌকা বেয়ে মাছ ধরতে চলেছেন এক মৎস্যজীবী। রূপসা, খুলনা, ১৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১২ / ১৯
বিলের পানিতে শরীর ডুবিয়ে আরাম করছে মহিষ। জাবুসা, রূপসা, খুলনা, ১৩ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন
১৩ / ১৯
বৃষ্টির মধ্যে পেঁপে গাছের পাতার নিচে আশ্রয় নিয়েছে একটি পাখি। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ১৩ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
১৪ / ১৯
প্রতিনিয়ত পদ্মা নদীর ভাঙনে বিলীন হচ্ছে দোকানপাট। দিঘীরপাড় বাজার, টঙ্গিবাড়ী, মুন্সিগঞ্জ, ১৩ আগস্ট
ছবি: প্রথম আলো
১৫ / ১৯
গাছে ঝুলছে কাঁচা আমড়া। বালাঘাটা, বান্দরবান, ১৩ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ১৯
পাহাড়ের চাষিরা আজ বুধবার সাপ্তাহিক হাটে নিজেদের বাগানের কলাসহ বিভিন্ন ফলমূল বিক্রি করতে এসেছেন। মসজিদ সড়ক, বান্দরবান, ১৩ আগস্ট
ছবি: মংহাইসিং মারমা
১৭ / ১৯
জলাবদ্ধ সড়ক খানাখন্দে ভরে গেছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। ঢাকা- মতলব সড়কের পেন্নাই এলাকার চিত্র। দাউদকান্দি, কুমিল্লা, ১৩ আগস্ট
ছবি: আবদুর রহমান ঢালী
১৮ / ১৯
রোপণের জন্য বীজতলা থেকে আমন ধানের চারা তুলছেন কৃষক। বাতিসা, কুমিল্লা, ১৩ আগস্ট
ছবি: আবদুর রহমান
১৯ / ১৯
বাড়ির গাছের কুমড়া ফুল এনে বিক্রি করছেন কৃষক শ্যামল মণ্ডল। কুমড়া ফুল দিয়ে তৈরি করা হয় তেলে ভাজা সুস্বাদু খাবার বড়া। পশ্চিম গোয়ালচামট, ফরিদপুর, ১৩ আগস্ট
ছবি: আলীমুজ্জামান