সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের শতাধিক পরিবার বাঁশ-বেতের তৈরি ওড়া, ঝুড়ি, কুলাসহ নানা ধরনের সামগ্রী সারা বছরই তৈরি করে থাকে। পাইকারেরা এসে বাড়ি থেকে এসব সামগ্রী নিয়ে যান। এক পাইকার বিভিন্ন বাড়ি থেকে পণ্য সংগ্রহ করে সড়কের পাশে রাখছেন অন্য স্থানে নেওয়ার জন্য। পশ্চিম দুর্গাপুর, কুমিল্লা, ২৬ নভেম্বরছবি: এম সাদেক
বরিশাল থেকে মুড়ি সংগ্রহ করে এনে ট্রাক থেকে নামিয়ে বাজারে নিচ্ছেন এক ব্যবসায়ী। প্রতি কেজি মুড়ি ৫০ টাকা দরে তিনি সংগ্রহ করে এনে ৯০ টাকা কেজি বিক্রি করবেন।
গোয়ালচামট, ফরিদপুর, ২৬ নভেম্বরছবি : আলীমুজ্জামান
শীতের কুয়াশাভেজা সকালে সন্তানকে সাইকেল চালানো শেখাচ্ছেন এক বাবা। পান্ডারদীঘি, রংপুর, ২৬ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
বর্ষাকালের কথা মাথায় রেখে গো-খাদ্য ধানের খড় বাড়ির পাশে বাগানের মধ্যে পালা (গাদি) দিয়ে রাখছেন কৃষকেরা। মুরারিদাহ, কৈজুরী, ফরিদপুর, ২৬ নভেম্বরছবি: আলীমুজ্জামান
১১ / ২২
খেতে আলু লাগানো হবে। এর আগে জমিতে জৈব সার ছিটাচ্ছেন কৃষক। মেকুড়া, রংপুর, ২৬ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয় শীতকালীন সবজি শিমের, এখন বাজারে পুরোদমে আমদানি হচ্ছে এই শিম। এসব শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। চর গড়গড়ি, ঈশ্বরদী, পাবনা, ২৬ নভেম্বরছবি: হাসান মাহমুদ
বায়ুদূষণ রোধে ইটভাটায় নানা বিধিনিষেধ আরোপ করা রয়েছে। কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারের নিয়ম থাকলেও তা মানছেন না পাবনার ৯০ ভাগ ইটভাটার মালিক। ভাটায় ব্যবহারের জন্য গভীর রাতে পরিবহন করা হয় এসব কাঠ ও গাছ। মুজিব বাঁধ সড়ক, লক্ষ্মীকুণ্ডা, ঈশ্বরদী, পাবনা, ২৬ নভেম্বরছবি: হাসান মাহমুদ
১৫ / ২২
খেত থেকে ফুলকপি তুলছেন কৃষক। পীরগাছা, রংপুর, ২৬ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
শিক্ষার্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি দেখছেন অভিভাবকেরা। সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা, ২৬ নভেম্বরছবি: দীপু মলাকার