একঝলক (২৬ নভেম্বর ২০২৪)

১ / ২২
শীতের ভোরে শিশিরভেজা কচুরিপানা ফুল। আমভিটা, ডুমুরিয়া, খুলনা, ২৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
২ / ২২
ভোরে গাছি রসের হাঁড়ি খুলে নেওয়ার পর গাছে উঠে প্লাস্টিকের বোতলে রস সংগ্রহের চেষ্টা করছে এক শিশু। কটক বাজার, কুমিল্লা, ২৬ নভেম্বর
ছবি: এম সাদেক
৩ / ২২
কুয়াশাঢাকা সকালে ডিঙিতে করে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। সোনারাম কার্বারিপাড়া, মগবান, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২২
সদর উপজেলার পশ্চিম দুর্গাপুর গ্রামের শতাধিক পরিবার বাঁশ-বেতের তৈরি ওড়া, ঝুড়ি, কুলাসহ নানা ধরনের সামগ্রী সারা বছরই তৈরি করে থাকে। পাইকারেরা এসে বাড়ি থেকে এসব সামগ্রী নিয়ে যান। এক পাইকার বিভিন্ন বাড়ি থেকে পণ্য সংগ্রহ করে সড়কের পাশে রাখছেন অন্য স্থানে নেওয়ার জন্য। পশ্চিম দুর্গাপুর, কুমিল্লা, ২৬ নভেম্বর
ছবি: এম সাদেক
৫ / ২২
আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় পাহাড়ি বাসিন্দারা। ওয়াকচাকুপাড়া, থানচি, বান্দরবান, ২৬ নভেম্বর
ছবি: মংহাইসিং মারমা
৬ / ২২
বরিশাল থেকে মুড়ি সংগ্রহ করে এনে ট্রাক থেকে নামিয়ে বাজারে নিচ্ছেন এক ব্যবসায়ী। প্রতি কেজি মুড়ি ৫০ টাকা দরে তিনি সংগ্রহ করে এনে ৯০ টাকা কেজি বিক্রি করবেন। গোয়ালচামট, ফরিদপুর, ২৬ নভেম্বর
ছবি : আলীমুজ্জামান
৭ / ২২
শীত মৌসুমে খেজুরের রস সংগ্রহের জন্য মাটির কলসের চাহিদা বাড়ে। কলস তৈরিতে ব্যস্ত এক পাল নারী। খর্ণিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৬ নভেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২২
সূর্যাস্তের সময় খাবারের সন্ধানে এসেছে বকের দল। খয়রত, কিশোরগঞ্জ, ২৬ নভেম্বর
ছবি: তাফসিলুল আজিজ
৯ / ২২
শীতের কুয়াশাভেজা সকালে সন্তানকে সাইকেল চালানো শেখাচ্ছেন এক বাবা। পান্ডারদীঘি, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১০ / ২২
বর্ষাকালের কথা মাথায় রেখে গো-খাদ্য ধানের খড় বাড়ির পাশে বাগানের মধ্যে পালা (গাদি) দিয়ে রাখছেন কৃষকেরা। মুরারিদাহ, কৈজুরী, ফরিদপুর, ২৬ নভেম্বর
ছবি: আলীমুজ্জামান
১১ / ২২
খেতে আলু লাগানো হবে। এর আগে জমিতে জৈব সার ছিটাচ্ছেন কৃষক। মেকুড়া, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১২ / ২২
পাবনার আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় সবচেয়ে বেশি আবাদ হয় শীতকালীন সবজি শিমের, এখন বাজারে পুরোদমে আমদানি হচ্ছে এই শিম। এসব শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা। চর গড়গড়ি, ঈশ্বরদী, পাবনা, ২৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৩ / ২২
পাহাড়, হ্রদ, নৌকা, সূর্যোদয়ের মিশেলে অপরূপ সাজে প্রকৃতি। কাপ্তাই হ্রদ, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
১৪ / ২২
বায়ুদূষণ রোধে ইটভাটায় নানা বিধিনিষেধ আরোপ করা রয়েছে। কাঠের পরিবর্তে কয়লা ব্যবহারের নিয়ম থাকলেও তা মানছেন না পাবনার ৯০ ভাগ ইটভাটার মালিক। ভাটায় ব্যবহারের জন্য গভীর রাতে পরিবহন করা হয় এসব কাঠ ও গাছ। মুজিব বাঁধ সড়ক, লক্ষ্মীকুণ্ডা, ঈশ্বরদী, পাবনা, ২৬ নভেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৫ / ২২
খেত থেকে ফুলকপি তুলছেন কৃষক। পীরগাছা, রংপুর, ২৬ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
১৬ / ২২
শিক্ষার্থীদের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সেই বিজ্ঞপ্তি দেখছেন অভিভাবকেরা। সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: দীপু মলাকার
১৭ / ২২
নগরের ব্যস্ত সড়কের ওপর গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড। গির্জা মহল্লা, বরিশাল, ২৬ নভেম্বর
ছবি: সাইয়ান
১৮ / ২২
বন্ধ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান। লক্ষ্মীবাজার, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: দীপু মালাকার
১৯ / ২২
হামলা-সহিংসতায় ক্ষতিগ্রস্ত ড. মাহমুদুর রহমান মোল্লা কলেজ। বাইরে উৎসুক শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। মাতুয়াইল, ডেমরা, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: দীপু মালাকার
২০ / ২২
হেনা আক্তার বেড়িবাঁধ থেকে লালমাটিয়ায় এসেছেন। সকাল ১০টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন চাল, ডাল, তেল, আলু নিতে। ট্রাকের নিচে কিছু চাল পড়ে গেলে সেটুকু খুঁটে খুঁটে ব্যাগে নিচ্ছেন তিনি। লালমাটিয়া, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: সাবিনা ইয়াসমিন
২১ / ২২
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শাহবাগ, মৎস্য ভবন ও ইন্টারকন্টিনেন্টাল হোটেল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। শাহবাগ, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: সাজিদ হোসেন
২২ / ২২
পথচারীরা ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন, যাত্রীরাও ঝুঁকি নিয়ে বাসে ওঠার চেষ্টা করছেন। কারওয়ান বাজার, ঢাকা, ২৬ নভেম্বর
ছবি: কবির হোসেন