একঝলক (১৮ সেপ্টেম্বর ২০২৫)

১ / ২০
রাধাচূড়া ফুলে উড়ে বেড়াচ্ছে প্রজাপতি। জেলা পরিষদ, ময়মনসিংহ, ১৮ সেপ্টেম্বর
ছবি: মোস্তাফিজুর রহমান
২ / ২০
টুকটুকে এই ফুল ফুটে রয়েছে পথের ধারে সাধনাপুর, রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ২০
খেত থেকে পুঁইশাক তুলছেন পাহাড়ের এক কৃষক। সাপছড়ি মোনপাড়া, রাঙামাটি, ১৮ সেপ্টেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ২০
খালে মাছ শিকারে নেমেছেন শৌখিন মৎস্যশিকারি। শাজাহানপুর, বগুড়া, ১৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৫ / ২০
উৎসব-পূজা–পার্বণে ঢোল বাজান এই ব্যক্তি। চলেছেন ঢোল কাঁধে। আড়িয়া, বগুড়া, ১৮ সেপ্টেম্বর
ছবি: সোয়েল রানা
৬ / ২০
সাইকেলে মাইক লাগিয়ে ঘুরে ঘুরে পুরোনো গ্যাস লাইটার মেরামত করতে বেরিয়েছেন এক কারিগর। সাজিয়ারা, ডুমুরিয়া, খুলনা, ১৮ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ২০
ঘেরে থাকা খুঁটিতে মাছ শিকারের অপেক্ষায় ছোট্ট মাছরাঙা পাখিটি। সাজিয়ারা, খুলনা, ১৮ সেপ্টেম্বর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ২০
ব্যস্ত সড়কে বিকল হয়ে পড়েছে বাসটি। কদমতলী, সিলেট, ১৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
৯ / ২০
পথের ধারে ফুটে আছে সিকলপড ফুল। এটি সিনা তোরা বা ক্যাসিয়া তোরা নামেও পরিচিত। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ সেপ্টেম্বর
ছবি: সাজেদুল আলম
১০ / ২০
সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ ছাত্রাবাসের প্রবেশপথের দুই পাশে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছে ফুল ফুটেছে। টিলাগড়, সিলেট, ১৮ সেপ্টেম্বর
ছবি: আনিস মাহমুদ
১১ / ২০
আড়িয়াল খাঁ নদে নৌকা নিয়ে ঘুরে ঘুরে মাছ ধরছেন এক মৎস্যজীবী। কামারপাড়া, শায়েস্তাবাদ, বরিশাল, ১৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১২ / ২০
গাছের ডালে শিকারের খোঁজে বসে আছে ফিঙে। আইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ১৮ সেপ্টেম্বর
ছবি: সাইয়ান
১৩ / ২০
সাফারি পার্কের ফটকের ওপর হেঁটে যাচ্ছে বানর। শ্রীপুর, গাজীপুর। ১৮ সেপ্টেম্বর
ছবি: সাদিক মৃধা
১৪ / ২০
পাহাড়ি রাস্তার পাশে ফুটে আছে বুনো ঢ্যাঁড়স ফুল। বান্দরবান-রুমা সড়ক, ১৮ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৫ / ২০
নার্সারি থেকে চারা এনে ট্রাকে তুলে সাজিয়ে রাখছেন শ্রমিকেরা। চারাগুলো যাবে সাজেক। লাইমিপাড়া, বান্দরবান, ১৮ সেপ্টেম্বর
ছবি: মংহাইসিং মারমা
১৬ / ২০
বাজার থেকে প্রায় পাঁচ কেজি ওজনের একটি মাছ কিনে সাইকেলে বেঁধে আত্মীয়ের বাড়ি নিয়ে যাচ্ছেন নয়নামতি এলাকার বাসিন্দা কালু ফকির। রাঙ্গুনিয়া, পাবনা, ১৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৭ / ২০
রেললাইনের প্ল্যাটফর্ম ধরে বিদ্যালয়ে যাচ্ছে তিন শিক্ষার্থী। বসন্তপুর, রাজবাড়ী, ১৮ সেপ্টেম্বর
ছবি: আলীমুজ্জামান
১৮ / ২০
জাল দিয়ে ঘিরে মালচিং পদ্ধতিতে চলছে বেগুন চাষ। মাজপাড়া, আটঘরিয়া, পাবনা, ১৮ সেপ্টেম্বর
ছবি: হাসান মাহমুদ
১৯ / ২০
বিদ্যুতের তারে বসেছে একঝাঁক ঘুঘু। লাহিড়ীহাট, রংপুর, ১৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল ইসলাম
২০ / ২০
আকাশ কালো করা মেঘে চারপাশ অন্ধকার হয়ে এসেছে। হেডলাইট জ্বালিয়ে মোটরসাইকেল চালাচ্ছেন এক ব্যক্তি। বখতিয়ারপুর, রংপুর, ১৮ সেপ্টেম্বর
ছবি: মঈনুল